গোবিন্দগঞ্জ
গোবিন্দগঞ্জে ট্রাক্টরচাপায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাক্টরের চাপায় অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার (২০ নভেম্বর) উপজেলার ঢাকা- রংপুর মহাসড়কের বৈঠাখালী নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। তবে তার গলায় ও হাতে পায়ে শেকল পড়া ছিল।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবল ইসলাম জানান, বুধবার ভোরে গোবিন্দগঞ্জের ঢাকা রংপুর মহাসড়কের বৈঠাখালী নামক স্থানে অজ্ঞাত এক ব্যক্তি রাস্তা পার হচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি ট্রাক্টর তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
১১৮ দিন আগে
গোবিন্দগঞ্জে ট্রাক ও পিকআপের সংর্ঘষে পিকআপ চালক নিহত
গাইবান্ধার গোবিন্দগঞ্জের বৈঠাখালিতে ট্রাক ও পিকআপের সংঘর্ষে পিকআপের চালক রিপন মিয়ার (২৮) মৃত্যু হয়েছে।
রবিবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের কোমরপুরের বৈঠাখালিতে ঘটনাটি ঘটে।
রিপন ঢাকার মিরপুর মাজার রোডের ছোলেমান মাতুব্বরের ছেলে।
আরও পড়ুন: নরসিংদীতে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৬
স্থানীয়রা জানান, বৈঠাখালিতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে বগুড়ামুখি একটি পিকআপ ধাক্কা দিলে পিকআপটির সামনের অংশ ট্রাকের সঙ্গে আটকে যায়। এতে পিকআপ চালক রিপন ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে পলাশবাড়ী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলামের নেতৃত্বে একটি দল আটকা পড়া চালকের লাশ উদ্ধার করে।
পরে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার পুলিশ ক্ষতিগ্রস্থ পিকআপটি জব্দ করে এবং চালকের লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
১৪১ দিন আগে
গোবিন্দগঞ্জে করতোয়ায় নদীতে গোসলে নেমে ২ শিশুর মৃত্যু
গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে আবু বক্কর ও হোসাইন মিয়া নামে সাত বছর বয়সি দুই শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে উপজেলার দরবস্ত ইউনিয়নের সাতানা বালুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: নদীতে গোসল করতে নেমে ২ শিশুর মৃত্যু
মৃত আবু বক্কর ওই গ্রামের বুলু মিয়ার ছেলে এবং হোসাইন ফুলবাড়ী ইউনিয়নের কুন্দেরপাড়া গ্রামের বুলু মিয়ার ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশের করতোয়া নদীর বন্যার পানিতে গোসল করতে নেমে আবু বক্কর ও হোসাইন নিখোঁজ হয়। পরে স্বজনরা পানিতে খোঁজাখুঁজি করে লাশ উদ্ধার করে।
গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম বলেন, সুরতহাল শেষে লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: পিরোজপুরে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
১৬৮ দিন আগে
গাইবান্ধায় মর্টার শেলের মতো বস্তু উদ্ধার
গাইবান্ধার গোবিন্দগঞ্জের দরবস্ত ও সাপমারা ইউনিয়নের সীমানা গোশাইপুর এলাকা থেকে মর্টার শেলের মতো দেখতে একটি বস্তু উদ্ধার করা হয়েছে।
উদ্ধার হওয়া বস্তুটি পুলিশের পাহারায় রয়েছে।
আরও পড়ুন: মিয়ানমার থেকে আর কোনো মর্টার শেল বাংলাদেশে পড়বে না: পররাষ্ট্রমন্ত্রী
শনিবার (২৭ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে করতোয়া নদীতে মাছ ধরার সময় স্থানীয় এক জেলের জালে উঠে আসে এটি।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান আসাদ বলেন, মর্টার শেলের মতো দেখতে বস্তুটি এখন পুলিশের হেফাজতে রয়েছে। তবে এটি তাজা না নিষ্ক্রিয় বলা মুশকিল।
তিনি আরও বলেন, তাই সেনাবাহিনীরে বোমা বিশেষজ্ঞদলকে খবর দেওয়া হয়েছে। তারা এলে বিষয় সম্পর্কে জানা যাবে।
এছাড়া রবিবার (২৮ জুলাই) বেলা ১২টা সময়ও সেনাবাহিনীর জন্য পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছিল বলে জানান ওসি।
আরও পড়ুন: সিলেটে আরও একটি মর্টার শেল উদ্ধার
জাফলং থেকে পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার
২৩২ দিন আগে
গোবিন্দগঞ্জে অটোচালকের গলাকাটা লাশ উদ্ধার
গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুলা নামে এক আটোচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (১৪ এপ্রিল) সকালে উপজেলার সাপমারা ইউপির সিন্টাজুরি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত দুলা উপজেলার রামপুরার গ্রামের বাসিন্দা।
রবিবার(১৪ এপ্রিল) রাতে দুলাকে গলায় ধারালো কিছু দিয়ে আঘাত করে দুর্বত্তরা অটো নিয়ে পালিয়ে যায়।
আরও পড়ুন: গাজীপুরে অজ্ঞাত নারীর গলাকাটা লাশ উদ্ধার
সোমবার সকালে পথচারীরা লাশটি পরে থাকতে দেখে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুর আলম শাহ জানান, হত্যাকারীরা তাকে ছুরি মেরে হত্যার পর তার অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে পালিয়ে গেছে।
আরও পড়ুন: নরসিংদীতে নিজ ঘর থেকে নারীর গলাকাটা লাশ উদ্ধার
৩৩৭ দিন আগে
গাইবান্ধায় ট্রাকচাপায় কিশোরের মৃত্যু
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকচাপায় বাইসাইকেল আরোহী রিজন মিয়া নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের পান্থপাড়া বাঁশহাটির সামনে এ দুর্ঘটনা ঘটে।
রিজন মিয়া (১৫) উপজেলার কামারদহ ইউনিয়নের মহাব্বাপুর তুলশীপাড়া গ্রামের মৃত সেকেন্দার আলী পোদ্দারের ছেলে।
আরও পড়ুন: চট্টগ্রামে পুলিশি হেফাজতে দুদক কর্মকর্তার মৃত্যু, আরেক আসামি গ্রেপ্তার
প্রত্যক্ষদর্শীরা জানান, রিজন মিয়া সন্ধ্যার দিকে বাইসাইকেল চালিয়ে নিজ বাড়ির দিকে আসার সময় ঢাকাগামী একটি ট্রাক পেছন থেকে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের গুদাম পরিদর্শক মো. আরিফ আনোয়ার বলেন, কিশোরের লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুর রহমান বলেন, ঘাতক ট্রাকটি আটক রয়েছে। এছাড়া দুর্ঘটনা কবলিত সাইকেল ও লাশ থানায় রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: কিশোরী গৃহকর্মীর মর্মান্তিক মৃত্যু: ক্ষোভের জন্ম, ন্যায়বিচারের দাবি
প্রীতি উড়ানের মৃত্যুর ঘটনায় দোষীদের শাস্তি দাবি বাবা-মায়ের
৩৯৮ দিন আগে
গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে স্টেশন মাস্টারের মৃত্যু
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বুড়িমারীগামী করতোয়া এক্সপ্রেসে কাটা পড়ে এক স্টেশন মাস্টারের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার মহিমাগঞ্জ রেলস্টেশনে দুর্ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: দিনাজপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
নিহত মো. আব্দুস সোবহান আকন্দ অবসর গ্রহণের পর চুক্তিভিত্তিক স্টেশন মাস্টার হিসেবে মহিমাগঞ্জ রেল স্টেশনে কর্মরত ছিলেন।
মহিমাগঞ্জ রেল স্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার সোহাগ খান জানান, ডিউটি শেষে গাইবান্ধায় বাসায় যাওয়ার জন্য বুড়িমারীগামী আন্তঃনগর ৭১৩ আপ ‘করতোয়া এক্সপ্রেস’ট্রেনে উঠতে যাচ্ছিলেন সোবহান আকন্দ।
ছেড়ে দেওয়ার সময় চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা ফসকে চাকার নিচে পড়ে যান তিনি।
তিনি আরও বলেন, তাকে উদ্ধার করে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়। পরে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আরও পড়ুন: যশোরে ট্রেনে কাটা পড়ে ইউপি চেয়ারম্যানের মৃত্যু
পদ্মা সেতু দিয়ে বাণিজ্যিক ট্রেন চলাচল শুরু
৪৯৬ দিন আগে
গোবিন্দগঞ্জে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ২১
গোবিন্দগঞ্জে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে কমপক্ষে ২১ জন আহত হয়েছেন। রবিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক বুলবুল ইসলাম।
স্থানীয়রা জানান, রবিবার গ্রামের যুবকরা মাঠে ক্রিকেট খেলতে যায়। খেলার এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। পরে এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
আরও পড়ুন: বেনাপোল বন্দরে শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩
পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে উভয় পক্ষই লাঠিসোটা ও ধারাল অস্ত্রে সজ্জিত হয়ে অবস্থান নিয়ে আছেন। যেকোনো মুহূর্তে আবারও বড় ধরনের সংঘর্ষের ঘটনার ঘটতে পারে।
গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ জানান, ক্রিকেট খেলার সময় জিরাই পান্তমারী ও গোপালপুর গ্রামবাসীর সঙ্গে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে।
গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক বুলবুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ঘটনাস্থলে পুলিশ রয়েছে।
তিনি আরও বলেন, সংঘর্ষে ও ইটপাটলের আঘাতে ২১ জন আহত হয়। তারা বিভিন্ন চিকিৎসা প্রতিষ্ঠানে চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন: ফরিদপুরে চিকিৎসকের অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ, ইন্টার্ন ও স্বজনদের সংঘর্ষে আহত ১০
কুমিল্লায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৩
৫৫৪ দিন আগে
গোবিন্দগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক নিহত
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালক নিহত হয়েছেন। শনিবার (১৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মাস্তা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাজু সরকার গুমানীগঞ্জ ইউনিয়নের বাসিন্দা এবং জবেদ আলীর ছেলে।
আরও পড়ুন: দিনাজপুরে ট্রাকচাপায় বাইসাইকেল চালক নিহত
স্থানীয়রা জানান, মোটরসাইকেল চালিয়ে স্থানীয় ফাঁসিতলা বাজার থেকে মহিমাগঞ্জের দিকে যাচ্ছিলেন রাজু।
পথেমধ্যে মাস্তা বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন তিনি।
পরে তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফ আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: দিনাজপুরে ট্রাকের সঙ্গে ধাক্কায় পিকআপচালক নিহত
বগুড়ায় বাস-পিকআপ সংঘর্ষে চালক নিহত, আহত ৭
৫৭৫ দিন আগে
গোবিন্দগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত, আহত ১০
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের জেলার বালুয়া হাট নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- গাইবান্ধার সাদুল্লাপুরের বাসিন্দা জহিরুল হক, ঝরনা পারভিন ও নাজমুল হক।
আরও পড়ুন: খুলনায় বাসচাপায় স্ত্রী নিহত, স্বামী আহত
পুলিশ ও প্রত্যক্ষদর্শীর জানান, রংপুরমুখী শ্যামলী পরিবহন নামের একটি বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে বাসের একজন যাত্রী ঘটনাস্থলেই মারা যায় এবং অপর দু’জন হাসপাতালে নেওয়ার মারা যায়। এ সময় মহাসড়কের দুই পাশের যানজট সৃষ্টি হলে স্থানীয় জনতার সহায়তায় পুলিশ ও ফায়ার সাভির্স হতাহতদের উদ্ধার করে বিভিন্ন গোবিন্দগঞ্জ, বগুড়া ও স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম দুর্ঘটনার সথ্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের নাম পরিচয় মিলেছে। তাদের স্বজনদের খবর দেয়া হয়েছে। তারা আজ সকালে লাশ নিয়ে চলে গেছেন।
আরও পড়ুন: ভারতে ট্রেন দুর্ঘটনায় ২৯০ জনের বেশি নিহতের ঘটনায় ৩ রেল কর্মকর্তা গ্রেপ্তার
৬১৯ দিন আগে