গোবিন্দগঞ্জ
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে।
বুধবার সকালে গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের চিরিরবন্দর উপজেলার উচিৎপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত মোটরসাইকেল চালক নুরুজ্জামান সরকার (৪০) নবাবগঞ্জ উপজেলার পুটিহার গ্রামের মৃত মশিউর রহমান সরকারের ছেলে।
আরও পড়ুন: নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২,আহত ৪
চিরিরবন্দর থানার উপপরিদর্শক (এসআই) এমদা উদ্দিন ফিরোজ জানান, দিনাজপুরের জেলা শহর থেকে মোটর সাইকেল চালিয়ে নবাবগঞ্জে গ্রামের বাড়িতে যাবার সময় আঞ্চলিক মহা সড়কের চিরিরবন্দর উপজেলার উচিৎপুর এলাকায় অজ্ঞাত পরিচয় যাত্রী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নিহত হন মোটরসাইকেল চালক নুরুজ্জামান সরকার।
আপত্তি না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ স্বজনদের হাতে তুলে দেয়া হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৫
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
গোবিন্দগঞ্জে বালুবোঝাই ট্রাক চাপায় ফল ব্যবসায়ী নিহত
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বালুবোঝাই ট্রাকের চাপায় এক ফল ব্যবসায়ী নিহত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার চারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহী মিলন মিয়া একজন ফল ব্যবসায়ী এবং তিনি উপজেলার শিবপুর ইউনিয়নের রুদ্রনগর গ্রামের জালাল উদ্দিন কালু মিয়ার ছেলে।
আরও পড়ুন: দিনাজপুরে কুকুরের সঙ্গে মোটরসাইকেল ধাক্কায় নিহত ২
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার চারমাথা এলাকার ফল ব্যবসায়ী দোকান বন্ধ করে মোটরসাইকেলে করে বাড়িতে যাওয়ার সময় বালুবোঝাই একটি ট্রাক তাকে চাপা দেয়।
উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করা হয়েছে।
এ ঘটনায় পরপরই বিক্ষুব্ধ লোকজন ঢাকা-রংপুর ও ঢাকা-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে।
আধা ঘন্টা অবরোধের ফলে মহাসড়কে শত শত যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
আরও পড়ুন: সাতক্ষীরায় ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নারী নিহত
দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
গোবিন্দগঞ্জে হামলার ৬ষ্ঠ বার্ষিকী, তীর-ধনুক নিয়ে সাঁওতালদের শোক র্যালি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় হামলা, অগ্নিসংযোগ, লুটপাট ও তিন সাঁওতাল হত্যার ৬ষ্ঠ বার্ষিকী উপলক্ষে শোক র্যালি ও সমাবেশ করেছেন সাঁওতালরা।
শনিবার গাইবান্ধা নাট্য সংস্থার সামনে এই সমাবেশ করা হয়।
আদিবাসী-বাঙালি সংহতি পরিষদ, সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি, সামাজিক সংগ্রাম পরিষদ ও জনউদ্যোগ-গাইবান্ধা যৌথভাবে এই কর্মসূচি পালন করে।
সমাবেশে বক্তারা সাঁওতাল হত্যার বিচার, আসামিদের গ্রেপ্তার, গুলিতে আহত সাঁওতাল, বাড়িঘরে লুটপাট, অগ্নিসংযোগের কারণে ক্ষতিগ্রস্ত সাঁওতালদের ক্ষতিপূরণ এবং সাঁওতালদের রক্তভেজা তিন ফসলি জমিতে ইপিজেড নির্মাণ বন্ধের দাবি জানান।
আরও পড়ুন: গোবিন্দগঞ্জে সাঁওতাল হত্যা দিবস উপলক্ষে বিক্ষোভ
বক্তারা বলেন, যে কোন এলাকার উন্নয়নে ইপিজেড স্থাপন সেই এলাকার মানুষের জন্য অবশ্যই সুখের খবর। কিন্তু সাহেবগঞ্জ-বাগদাফার্মের আদিবাসী ও বাঙালিদের বাপ-দাদার জমিতে সেখানকার ওয়ারিশদের সঙ্গে কোন ধরনের স্বাধীন, পূর্বাবহিত সম্মতি ছাড়াই ইপিজেড স্থাপনের ঘোষণা আদিবাসী-বাঙালি জনগণকে হতাশ করেছে।
তারা অবিলম্বে তিন ফসলি জমিতে ইপিজেড স্থাপনের প্রক্রিয়া বন্ধ করে জেলার অন্যত্র করা, চাষাবাদরত সাঁওতাল-বাঙালিদের সেচ সুবিধার জন্য বিদ্যুৎ সংযোগ প্রদান, সমতলের আদিবাসীদের ভূমি সংকট নিরসনে পৃথক ও স্বাধীন ভূমি কমিশন গঠনসহ সাত দফা বাস্তবায়নের দাবি জানান।
সমাবেশ শেষে দাবি-দাওয়া সংবলিত ব্যানার-ফেস্টুন ও কালো পতাকা হাতে পাঁচ শতাধিক সাঁওতাল-বাঙালি শোক র্যালিতে অংশ নেন। র্যালিতে সাঁওতালরা ঐতিহ্যবাহী পোশাক পরে তীর-ধনুক ও বাদ্যযন্ত্রসহ তাদের ঐতিহ্য-সংস্কৃতি তুলে ধরেন।
আদিবাসী বাঙালি সংহতি পরিষদের আহ্বায়ক ও জেলা বারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু’র সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন পরিবেশ আন্দোলন-গাইবান্ধার আহ্বায়ক ওয়াজিউর রহমান রাফেল, জেলা জাসদ সভাপতি গোলাম মারুফ মনা, সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাসকে, জনউদ্যোগের সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, আদিবাসী বাঙালি সংহতি পরিষদের সদর উপজেলা আহ্বায়ক গোলাম রব্বানী মুসা, আদিবাসী নেত্রী প্রিসিলা মুরমু, বিপ্লবী কমিউনিস্ট লীগ নেতা মৃণাল কান্তি বর্মণ, জাতীয় শ্রমিক জোটের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ বাবু, রংপুর বিভাগীয় খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের সভাপতি মাথিয়াস মার্ডি, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের জেলা কমিটির নেতা গৌর চন্দ্র পাহাড়ী, সাঁওতাল হত্যা মামলার বাদি থমাস হেমব্রম, মানবাধিকার কর্মী অঞ্জলী রানী দেবী, কাজী আব্দুল খালেক, অ্যাডভোকেট কুশলাশীষ চক্রবর্তী, অ্যাডভোকেট মোহাম্মদ আলী প্রামানিক, অ্যাডভোকেট ফারুক কবির, অ্যাডভোকেট শাহনেওয়াজ খান, শহিদুল ইসলাম, জাসদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ কবির রানা, রবিদাস ফোরামের সাধারণ সম্পাদক খিলন রবিদাস, রবিদাস ফোরামের উপদেষ্টা সুনীল রবিদাস, সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সাংগঠনিক সম্পাদক স্বপন শেখ প্রমুখ।
আরও পড়ুন: ‘২ সাঁওতাল কৃষকের মৃত্যু কীটনাশক পানেই’
জমিতে পানি না পেয়ে বিষপানে সাঁওতাল কৃষকের আত্মহত্যা!
দিনাজপুরে ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্য নিহত
দিনাজপুরে গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে মহাসড়কের নিতাই সাহা পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ওমর ফারুক গাইবান্ধার ফুলবাড়ীর উড়িয়া গ্রামের বাসিন্দা এবং দিনাজপুরের ঘোড়াঘাট থানার পিকআপ চালক হিসেবে কর্মরত ছিলেন।
আরও পড়ুন: নওগাঁয় সড়ক দুর্ঘটনায় ২ পুলিশ নিহত
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির জানান, ঘোড়াঘাট থানার একটি টহলদল মহাসড়কে ডিউটি করছিল। ফারুক পার্ক করা ভ্যানের কাছে হেঁটে যাওয়ার সময় ট্রাকটি তাকে ধাক্কা দেয়, এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
ওসি জানান, দুর্ঘটনা পর ট্রাকের চালক গাড়ি রেখে পালিয়ে যায়। তবে তার সহকারীকে আটক এবং ট্রাক জব্দ করা হয়েছে।
গাইবান্ধায় হাতকড়াসহ পালানো সেই আসামি ৫ দিন পর গ্রেপ্তার
গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা চত্তর থেকে হাতকড়াসহ পালানোর পাঁচদিন পর এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার বিকালে উপজেলার সমসপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সামিউল ইসলাম (২২) নাকাই ইউনিয়নের বালুয়াপাড়া গ্রামের আব্দুল হালিমের ছেলে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, সিলেটে যুবদল নেতা গ্রেপ্তার
গোবিন্দগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, সামিউল ইসলামের বিরুদ্ধে একই উপজেলার এক মেয়েকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে থানায় মামলা করেন ওই মেয়ের বাবা। তিনি মেয়েটিকে নিয়ে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
পুলিশের এই কর্মকর্তা জানান, ৩০ মে পুলিশের একটি দল তথ্য-প্রযুক্তি ব্যবহার করে চাঁদপুরের মতলব থেকে তাকে গ্রেপ্তার করে। পরদিন ৩১ মে মঙ্গলবার থানার সামনে পুলিশ ভ্যান থেকে নামানোর সময় এক কনস্টেবলকে ধাক্কা দিয়ে হাতকড়াসহ তিনি পালিয়ে যান এবং আজ বিকালে তাকে সমসপাড়া গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।
গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে জামাই-শ্বশুরের মৃত্যু
গাইবান্ধায় ধান মাড়াই মেশিন কাঁধে করে বাড়িতে নিয়ে যাওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও জামাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-শ্বশুর সায়েদ আলী ও জামাই সাজু মিয়া। দুজনের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্তবস্ত ইউনিয়নে।
ঘটনাস্থল থেকে তদন্তকারী পুলিশ কর্মকর্তা সঞ্জয় কুমার জানান, দরবস্ত ইউনিয়নের বিশুবাড়ি গ্রামে শ্বশুর সায়েদ আলী তার জমির ধান মাড়াই করতে পাশের গ্রামের জামাই সাজু মিয়াকে ডেকে আনে। দুপুর পর্যন্ত মাড়াই মেশিনে ধান মাড়াই করে মেশিনটি দুজন মিলে ঘাড়ে করে বাড়িতে নিয়ে যাওয়ার সময় বারান্দার টিনের সঙ্গে স্পর্শ লাগে। আগে থেকেই বারান্দার টিন বিদ্যুতায়িত হওয়ায় ঘটনাস্থলে মেশিনসহ শ্বশুর ও জামাই বিদ্যুৎস্পৃষ্ট হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু
লাইনে সংস্কারের সময় বিদ্যুৎস্পৃষ্টে লাইনম্যানের মৃত্যু
গাইবান্ধায় ছোট ভাই হত্যায় বড় ভাইয়ের মৃত্যুদণ্ড
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট ভাই হত্যার অপরাধ প্রমাণিত হওয়ায় বড় ভাই তানজির আহম্মেদকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে গাইবান্ধার জেলা ও দায়রা আদালতের বিচারক দীলিপ কুমার ভৌমিক এই আদেশ দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা সঞ্জয় কুমার জানান, উপজেলার দরবস্ত ইউনিয়নের কান্দিপাড়া গ্রামের ছোট ভাই সাগর সরকারের স্ত্রীর সঙ্গে বড় ভাই তানজির আহম্মেদের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই ঘটনা নিয়ে দুই ভাইয়ের মধ্যে মনোমানিল্য শুরু হয়।
তিনি আরও জানান, ২০২০ সালের ৬ জানুয়ারি রাতে তানজির আহম্মেদ তার ছোট ভাই সাগর আহম্মেদকে পলাশবাড়ি উপজেলার ভগবানপুর গ্রামের নির্জন স্থানে ডেকে নিয়ে যায় এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। তারপর লাশ একটি পরিত্যাক্ত স্থানে ফেলে দেয়। পরদিন স্থানীয় লোকজন লাশ উদ্ধার হয় এবং বেনজীর আহম্মেদ বাদী হয়ে পলাশবাড়ি থানায় ভাই তানজির আম্মেদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। মামলায় দীর্ঘ সাক্ষ্য প্রমাণের পর আজ এই রায় প্রদান করা হয়।
আরও পড়ুন: সিনহা হত্যা: সাত দিনের মধ্যে হাইকোর্টে যাবে প্রদীপ-লিয়াকতের মৃত্যুদণ্ডাদেশ
আবরার হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৭ আসামির জেল আপিল গ্রহণ
রিকশাচালক হত্যায় বিজিবি সদস্যের মৃত্যুদণ্ড
বগুড়ায় বাসের ধাক্কায় প্রতিবন্ধী নারী নিহত
বগুড়ায় বাসের ধাক্কায় এক প্রতিবন্ধী নারী নিহত হয়েছেন। সোমবার সকাল ৭টার দিকে শহরের মাটিডালী মোড় এলাকা থেকে ওই নারীর লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশ।
নিহত সাজেদা খাতুন (৩৫) গাবতলী উপজেলার করিমপাড়ার বাসিন্দা। সাজেদা মাটিডালী এলাকায় ভিক্ষাবৃত্তি করতো বলে জানিয়েছে পুলিশ।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ডিউটি অফিসার মৃণাল কুমার দাস জানান, স্থানীয়রা সকালে হাইওয়ের পাশে এক নারীর লাশ দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ সকাল ৭টার দিকে ওই নারীর লাশ উদ্ধার করে। ভোরের দিকে কোন এক পরিবহনের ধাক্কায় তিনি মারা যান।
নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন: হাতিরঝিলে মাইক্রোবাসের ধাক্কায় সাইকেল আরোহী নিহত
বগুড়ায় বাসের ধাক্কায় সেনা সদস্য নিহত
গোবিন্দগঞ্জে বাস চাপায় নিহত ৩
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কের বালুয়া তালতলা নামক স্থানে বাসের চাপায় তিন যুবক নিহত হবার ঘটনা ঘটেছে। নিহত তিনজন একই মোটরসাইকেলের আরোহী ছিলেন বলে জানা গেছে।
শুক্রবার রাত সাড়ে ৯টার ঘটা দুর্ঘটনায় গোবিন্দগঞ্জের দরবস্ত ইউনিয়নের কালুগাড়ী গ্রামের মাহবুর হোসেন,ভুট্টু মিয়া ও আব্দুল করিম নিহত হন।
আরও পড়ুন: সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ সেনা সদস্য নিহত
গোবিন্দগঞ্জ থানার ওসি মেহেদী হাসান জানান, রাত সাড়ে ৯ টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার বালুয়া বাজার থেকে মোটরসাইকেল নিয়ে ওই তিন আরোহী তাদের বাড়ি কালুগাড়ির দিকে যাচ্ছিলো। পথিমধ্যে ঢাকা-রংপুর মহাসড়কের বালুয়া তালতলা নামক স্থানে রংপুরের দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়।
আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় দুই চীনা নাগরিকসহ নিহত ৩
এতে ঘটনা স্থলেই মোটরসাইকেল আরোহী ওই তিন যুবকের মৃত্যু হয়। বাসটি হাইওয়ে পুলিশ জব্দ করলেও চালক ও হেলপার পালিয়ে যায়।
গোবিন্দগঞ্জে সাঁওতাল হত্যা দিবস উপলক্ষে বিক্ষোভ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল হত্যা দিবস উপলক্ষে শহীদ মিনার চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।