বংশী নদী
পরিবেশের ডিজিসহ চারজনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল
সাভারের বংশী নদীর সীমানা দখলকারী ও স্থাপনা নির্মাণকারীদের চিহ্নিত করে তাদের নাম-ঠিকানাসহ প্রতিবেদন দাখিল করার আদেশ পালন না করায় পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকসহ চারজনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট। ঢাকার জেলা প্রশাসক, সাভারের সহকারী কমিশনার (ভূমি) ও সাভার থানার ওসিকেও এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
এক আবেদনের শুনানি করে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ রবিববার স্বঃপ্রণোদিত হয়ে এ রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. বাকির হোসেন মৃধা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।
২০১৯ সালের ২৮ অক্টোবর দৈনিক বাংলাদেশ প্রতিদিনে ‘দখল-দূষণে শেষ বংশী নদী’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। ওই প্রতিবেদনে বলা হয়, ‘৬৫ ব্যক্তি ও প্রতিষ্ঠান গিলে খাচ্ছে রাজধানীর উপকণ্ঠের সাভারের বংশী নদী। এ নদীর বিরাট এলাকা প্রভাবশালীদের দখলে থাকলেও উদ্ধারে উদ্যোগ নেই। নদীর মাটি কেটে বিক্রি করা হচ্ছে দেদারসে। এসব কারণে ভালো নেই সাভার উপজেলার ৪০ থেকে ৪২ লাখ বাসিন্দা। ’
আরও পড়ুন: দেশের সব নদীর তালিকা চেয়েছেন হাইকোর্ট
পরে ওই প্রতিবেদন যুক্ত করে জনস্বার্থে হাইকোর্টে রিট করেন সাভারের স্থানীয় বাসিন্দা ব্যারিস্টার মো. বাকির হোসেন। ওই রিটের প্রেক্ষিতে ২০১৯ সালের ২ ডিসেম্বর রুলসহ আদেশ দেন হাইকোর্ট। আদেশে বংশী নদীর দূষণ বন্ধ এবং ৩০ দিনের মধ্যে দূষণ ও দখলদারদের বিষয়ে প্রতিবেদন দাখিল করতে বলা হয়। পানি উন্নয়ন বোর্ড (ওয়াপদা), রাজউক, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকার জেলা প্রশাসক, সাভারের নির্বাহী অফিসার, সাভারের ভূমি কর্মকর্তা, ঢাকা জেলার এসপি ও সাভার থানার ওসিকে ওই প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেন আদালত।
একই সঙ্গে বংশী নদীর সীমানায় মাটি ভরাটের মাধ্যমে দখল প্রতিরোধে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন ‘বেআইনি ও আইনগত কর্তৃত্ববহির্ভূত’ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়। সেই সাথে নদীর সীমানায় মাটি ভরাট করে স্থাপনা নির্মাণ কাজ বন্ধের নির্দেশ কেন দেয়া হবে না- তাও জানতে চাওয়া হয় রুলে।
আইনজীবী মো. বাকির হোসেন মৃধা জানান, ‘ওই আদেশ অনুযায়ী সংশ্লিষ্ট বিবাদীরা বংশী নদীর সীমানা দখল ও স্থাপনা নির্মাণকারীদের চিহ্নিত করে যে প্রতিবেদন দেয়ার কথা ছিল, তারা তা দেয়নি। সে কারণে এ বিষয়ে তাদের ব্যাখ্যা জানতে এ বিবাদীদের হাজিরা চেয়ে আবেদন করি। আদালত তাদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন।
আরও পড়ুন: ঢাকার নদী দখল রোধে ২০ বছর মেয়াদী মহাপরিকল্পনা
২ বছর আগে
বংশী নদী থেকে যুবকের লাশ উদ্ধার
সাভারের বংশী নদী থেকে অজ্ঞাত (২৫) এক যুবকের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৩ মে) সকালে পৌর এলাকার কাতলাপুরে বংশী নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: রাজশাহীতে যুবকের গলাকাটা লাশ উদ্ধার
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ জানান, সকালে কাতলাপুরে বংশী নদীর কিনারে এক যুবকের লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে সাভার মডেল থানা ও নৌ পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠায়।
আরও পড়ুন: মাদারীপুরে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার
নিহত ওই যুবকের সারা শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহৃ রয়েছে। দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশ গুম করার জন্য নদীতে ফেলে গেছে বলে ধারণা করছে পুলিশ।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
ওসি জানান, অজ্ঞাত ওই যুবকের নাম পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের হয়েছে।
আরও পড়ুন: কাউন্সিলর প্রার্থীর ভাই খুনের ৫ ঘণ্টার মধ্যে অপর প্রার্থীর লাশ উদ্ধার
৩ বছর আগে
বংশী নদীতে মাছ ধরতে গিয়ে স্কুলছাত্র নিখোঁজ
সাভারের আশুলিয়ায় বংশী নদীতে মাছ ধরতে গিয়ে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। তাকে উদ্ধারের জন্য নদীতে তল্লাশি চালিয়েছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
৩ বছর আগে