মশাবাহিত
ডেঙ্গু: মৃত্যুশূন্য দিনে শনাক্ত ৪৯
এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কেউ মারা যাননি। একই সময়ে নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন আরও ৪৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আক্রান্তদের মধ্যে ২৮ জন ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন এবং বাকি ২১ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ৭৭৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৪৫১ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালগুলোতে ৩২৩ জন রোগী ভর্তি আছেন।
আরও পড়ুন: ডেঙ্গু: মৃত্যুশূন্য দিন, শনাক্ত ১৮৪
সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ১৬ ডিসেম্বর ২০২২ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৬১ হাজার ১৩৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩৮ হাজার ৫৫৪ জন এবং ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ২২ হাজার ৫৮৪ জন ডেঙ্গু রোগী।
অন্যদিকে, চিকিৎসা শেষে ৬০ হাজার ৯৫ জন ছাড়পত্র নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। এদের মধ্যে ৩৭ হাজার ৯৩৮ জন ঢাকার এবং বাকি ২২ হাজার ১৫৭ জন ঢাকার বাইরের বাসিন্দা।
এছাড়া চলতি বছর ডেঙ্গুতে মোট ২৬৯ জনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: ডেঙ্গু: মৃত্যু ১, আক্রান্ত ২২০
দেশে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, শনাক্ত ১৬৩
১ বছর আগে
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ৬২৪
দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। এ সময়ে আরও ৬২৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।
এদের মধ্যে ৪০৭ জন ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন এবং বাকি ২১৭ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, শনাক্ত ৩৩৪
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত দুই হাজার ৪৩৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে এক হাজার ৮৩৪ জন ঢাকার মধ্যে এবং ৬০৫ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।
সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ১০ অক্টোবর ২০২২ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২১ হাজার ১৯৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ১৫ হাজার ৮৮৫ জন এবং ঢাকার বাইরে ভর্তি হয়েছেন পাঁচ হাজার ৩০৮ জন ডেঙ্গু রোগী।
অন্যদিকে, চিকিৎসা শেষে ১৮ হাজার ৬৮৪ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এদের মধ্যে ১৪ হাজার ১৪ জন ঢাকার এবং বাকি চার হাজার ৬৭০ জন ঢাকার বাইরের বাসিন্দা।
সোমবার দুইজনের মৃত্যুর মধ্য দিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৭০ জনে পৌঁছেছে।
আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৭১২
চট্টগ্রামে ডেঙ্গুতে আরও ১জনের মৃত্যু, আক্রান্ত ১৮
২ বছর আগে
ডেঙ্গু: আরও ৬১ জন হাসপাতালে
এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। বুধবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৬১ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।
এরমধ্যে ঢাকার ৪৭টি সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৮ জন এবং ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ০৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ৩১১ রোগী চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে ২৩৮ জন ঢাকার মধ্যে এবং ৭৩ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।
সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ২৭ জুলাই ২০২২ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট দুই হাজার ৩৬৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় দুই হাজার ৯ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৩৫৭ জন ডেঙ্গু রোগী।
অন্যদিকে, চিকিৎসা শেষে দুই হাজার ৪৭ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এদের মধ্যে এক হাজার ৭৬৮ জন ঢাকার বাসিন্দা, বাকি ২৭৯ জন ঢাকার বাইরের অন্যান্য জেলার বাসিন্দা।
আরও পড়ুন: সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গু নিয়ন্ত্রণে রয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী
ডেঙ্গু: আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ৯৯
২ বছর আগে
ডেঙ্গু: আরও ১২৩ জন হাসপাতালে
দেশে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আরও ১২৩ জন নতুন ডেঙ্গু রোগী পাওয়া গেছে। নতুন রোগীদের মধ্যে ১১৬ জন ঢাকায় এবং বাকি ৭ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগের বলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে।
কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, বর্তমানে ৭৮০ জন ডেঙ্গু রোগী সারা দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে ৬২৫ জন রোগীকে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানুয়ারি থেকে এখন পর্যন্ত প্রায় ২২ হাজার ১৩০ জন রোগী ডেঙ্গু নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং তাদের মধ্যে ২১ হাজার ২৬৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮৪ জন মারা গেছেন বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।
পড়ুন: ডেঙ্গুর প্রকোপ: আক্রান্ত আরও ১৭০
ডিসেম্বরের মধ্যেই টিকাদান লক্ষ্যমাত্রার পঞ্চাশ ভাগ পূরণ হবে: স্বাস্থ্যমন্ত্রী
৩ বছর আগে
ডেঙ্গু: আরও ২৪৮ জন হাসপাতালে
দেশে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আরও ২৪৮ জন নতুন ডেঙ্গু রোগী পাওয়া গেছে। নতুন রোগীদের মধ্যে ২১৪ জন ঢাকায় এবং বাকি ৩৪ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগের বলে স্বাস্থ্য অধিদপ্তরের হেল্থ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে।
কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, বর্তমানে এক হাজার ২২১ জন ডেঙ্গু রোগী সারা দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে এক হাজার ৪১ জন রোগীকে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানুয়ারি থেকে এখন পর্যন্ত প্রায় ১৩ হাজার ২৫৫ জন রোগী ডেঙ্গু নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং তাদের মধ্যে ১১ হাজার ৯৮০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫৪ জন মারা গেছেন বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।
আরও পড়ুন: ডেঙ্গু আক্রান্ত আরও ৩১৭
ডেঙ্গু প্রতিরোধে ছাদ বাগানিদের সতর্ক হতে বললেন স্থানীয় সরকারমন্ত্রী
৩ বছর আগে
দেশে ডেঙ্গু নিয়ে চিকিৎসাধীন ৫
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে, এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে পাঁচজন রোগী চিকিৎসাধীন আছেন।
৩ বছর আগে
ডেঙ্গু: ঢাকার হাসপাতালে ভর্তি নতুন ১৫ রোগী
এডিশ মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
৩ বছর আগে