দিয়েগো ম্যারাডোনা
ম্যারাডোনার চুরি হওয়া ঘড়ি ভারতে উদ্ধার
সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার চুরি হওয়া দুষ্প্রাপ্য হাবলট হাতঘড়িটি ভারতে উদ্ধার করা হয়েছে।
দুই মিলিয়ন ভারতীয় রুপি মূল্যের ঘড়িটি আজ সকালে দেশটির উত্তর-পূর্ব রাজ্য আসামের এক বাসিন্দার কাছে পাওয়া গেছে।
জানা গেছে, ম্যারাডোনার সই করা ব্যক্তিগত বেশ কিছু সামগ্রী রাখা ছিল দুবাইয়ের একটি সংগ্রহশালায়। সেখানেই নিরাপত্তারক্ষীর কাজ করতেন অভিযুক্ত। সম্প্রতি ভারতে ফিরে আসেন তিনি।
রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা টুইটারে ম্যারাডোনার ঘড়ি উদ্ধারের বিষয়টি কথা নিশ্চিত করেছেন।
এক টুইটে তিনি বলেন, ‘আন্তর্জাতিক সহযোগিতায় আসাম পুলিশ অভিযান চালিয়ে কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনার চুরি হয়ে যাওয়া ঘড়ি উদ্ধার করেছে। ওয়াজিদ হুসেন নামে একজনকে গ্রেপ্তার করেছে। আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’
ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত দিয়েগো ম্যারাডোনা। চারটি ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তিনি। গত বছরের নভেম্বরে ৬০ বছর বয়সে মারা যান ফুটবলের এই জাদুকর।
আরও পড়ুন: ম্যারাডোনার মৃত্যু নিয়ে তদন্ত, চিকিৎসকের কার্যালয়ে তল্লাশি
ম্যারাডোনা সর্বকালের সেরাদের একজন: রোনালদো
২ বছর আগে
আইসিইউতে এখনও অচেতন অবস্থায় আছেন ম্যারাডোনা
মস্তিষ্কের অস্ত্রোপচারের পর আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা এখনও অচেতন এবং ১০ জনেরও বেশি চিকিৎসকের একটি দলের পর্যবেক্ষণে রয়েছেন বলে শনিবার জানিয়েছেন তার আইনজীবী।
৩ বছর আগে