ফ্লাইট চালু
নভোএয়ারের যশোর-কক্সবাজার রুটে ফ্লাইট চালু
বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার যশোর থেকে কক্সবাজার রুটে ফ্লাইট উদ্বোধন করেছে।
বুধবার (৩০ নভেম্বর) যশোর বিমানবন্দরে ফ্লাইটটির উদ্বোধন করেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান।
ফ্লাইটটি যশোর থেকে প্রতি বুধবার সকাল ১১টা ৪৫ মিনিটে ছেড়ে কক্সবাজারে দুপুর ১২টা ৫৫ মিনিটে পৌঁছাবে এবং কক্সবাজার থেকে প্রতি শনিবার সকাল ৯টা ৫৫ মিনিটে ছেড়ে যশোরে সকাল ১১টায় পৌঁছাবে।
আরও পড়ুন: কক্সবাজার রুটে নভোএয়ারের ফ্লাইট চালু হচ্ছে বৃহস্পতিবার
এই রুটে ওয়ানওয়ে সর্বনিম্ন ভাড়া ৫ হাজার ৯০০ টাকা নির্ধারন করা হয়েছে।
এদিকে, ভ্রমণপিপাসুদের জন্য কক্সবাজারে তিন রাতের হোটেল ফ্রি অফার ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। অফারটি উপভোগ করতে যশোর-কক্সবাজার-যশোর রিটার্ন টিকেট কিনতে হবে। এই অফারে দুইজনের রিটার্ন টিকিট ও তিন রাত হোটেলে ফ্রি থাকার সুবিধা থাকবে।
ভ্রমণপিপাসুদের এ সুবিধা দিতে নভোএয়ার কক্সবাজারের ছয়টি হোটেলের সঙ্গে চুক্তি করেছে।
নভোএয়ার কক্সবাজারে বিনামূল্যের হোটেলগুলো হল- সিগাল হোটেল, লং বিচ হোটেল, নিসর্গ হোটেল অ্যান্ড রিসোর্ট, উইন্ডি টেরেস হোটেল, গ্রেস কক্স স্মার্ট হোটেল এবং হোটেল সি প্যালেস।
এছাড়া নভোএয়ার বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সৈয়দপুর, যশোর, সিলেট, রাজশাহী এবং কলকাতায় প্রতিদিন ফ্লাইট পরিচালনা করছে।
এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন-নভোএয়ার এর ব্যবস্থাপনা পরিচালনা মফিজুর রহমান, যশোর বিমানবন্দরের ব্যবস্থাপক রিয়াজুল ইসলাম মাসুদ, সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা ও ট্রাভেল এজেন্সি এবং বিভিন্ন স্থানীয় নেতৃবৃন্দ।
আরও পড়ুন: নভোএয়ারের বিশেষ ফ্লাইটে গোহাটি গেল ১৬ ভারতীয়
নভোএয়ারের টিকেটে ১০ শতাংশ ছাড়
২ বছর আগে
বিমানের দুবাই-আবুধাবি ফ্লাইট চালু
সংযুক্ত আরব আমিরাত যাওয়ার জন্য ঢাকা-দুবাই ও আবুধাবির ফ্লাইট চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আজ ৩ অক্টোবর (রবিবার) থেকে ঢাকা-আবুধাবি রুটে সপ্তাহে দু’টি ও আগামী ৪ অক্টোবর (সোমবার) থেকে ঢাকা-দুবাই রুটে সপ্তাহে ৫টি করে ফ্লাইট পরিচালনা করবে এই সংস্থা।
আরও পড়ুন: ৯ অক্টোবর থেকে তিন রুটে ফের বিমানের ফ্লাইট চালু
শনিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপমহাব্যবস্থাপক জনসংযোগ তাহেরা খন্দকারের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি বলা হয়, যাত্রীরা এখন থেকেই এদুটি রুটের টিকেট ক্রয় করতে পারবেন। ঢাকা-আবুধাবি রুটে প্রতি রবিবার ও বৃহস্পতিবার ও ঢাকা-দুবাই রুটে প্রতি সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার নিয়মিত সরাসরি ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
আর পড়ুন: বিমানবন্দরে মঙ্গলবার থেকে আরটি-পিসিআর টেস্ট শুরু
৩ বছর আগে
আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালুর দাবি আটাবের
ছুটিতে আসা প্রবাসী কর্মী ও নতুন ভিসা প্রাপ্তদের যাতায়াত সচল রাখার নিমিত্তে লকডাউনে আন্তর্জাতিক ফ্লাইটসমূহ চালু রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরর দাবি জানিয়েছে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)।
মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মলেন লিখিত বক্তব্যে আটাবের সভাপতি মনছুর আহামেদ কালাম এ দাবি জানান।
আরও পড়ুন: লকডাউন: স্বাস্থ্যসেবা বিভাগের সকল প্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশ
তিনি বলেন, 'দেশব্যাপী করোনা ভাইরাসের বর্তমান অস্বাভাবিক প্রাদুর্ভাবের কারণে আগামী ১৪ থেকে ২১ এপ্রিল কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। করোনাভাইরাস মহামারি নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপের সাথে সহযোগিতা করা এবং স্বাস্থ্যবিধি মেনে চলা আমাদের সকলেরই দায়িত্ব।'
আটাবের সভাপতি বলেন, 'লকডাউনে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ভ্রমণপথে সকল ফ্লাইট বাতিল করা হয়েছে। মূল্যবান বৈদেশিক মুদ্রা অর্জনকারী অনেক প্রবাসী ছুটি নিয়ে বা জরুরি প্রয়োজনে বর্তমানে দেশে অবস্থান করছেন এবং তাদের অনেকের ভিসার মেয়াদোত্তীর্ণ হতে চলেছে। তারা এয়ারলাইন্সের টিকেট সংগ্রহ করে কর্মস্থলে গমনের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় আছেন। তাছাড়াও অনেক নতুন কর্মী ভিসা প্রাপ্ত হয়ে কর্মস্থলে গমনের অপেক্ষায় রয়েছেন। নির্দিষ্ট সময়ে কর্মস্থলে যোগদান না করতে পারলে নিয়োগকর্তা তাদের অনেকেরই ভিসা বাতিল করবেন।'
আরও পড়ুন: লকডাউনে মোংলা বন্দরের কার্যক্রম স্বাভাবিক
তিনি বলেন, 'একজন প্রবাসীর আয়ের ওপর তার পুরো পরিবার নির্ভরশীল। সঠিক সময়ে নিজ কর্মস্থলে গমন করতে না পারার কারনে তাদের কর্মচ্যুতি হলে তাদের পরিবার পথে বসার উপক্রম হবে।'
প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানিয়ে মনছুর আহামেদ বলেন, ছুটিতে আসা প্রবাসী কর্মী এবং নতুন ভিসাপ্রাপ্ত কর্মীদের সময় মত কর্মস্থলে পৌঁছানোর বিষয়টিও বর্তমান সরকার মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করবেন বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।
‘লকডাউনের সময় যাদের ফ্লাইট র্নিধারিত ছিল বা যাদের ভিসা মেয়াদোত্তীর্ণের পথে তারা সময়মত কর্মস্থলে পৌঁছাতে না পারলে ব্যক্তি, পরিবার এবং রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে।'
তিনি বলেন, 'এছাড়া প্রবাসী কর্মীরা যে সকল দেশে গমন করবেন বিশেষত সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ অনেক দেশ এখন পর্যন্ত বাংলাদেশি যাত্রী প্রবেশে কোন প্রকার বিধি-নিষেধ আরোপ করেনি।'
আরও পড়ুন: লকডাউনে ৮টি বিশেষ পার্সেল ট্রেন চলবে: রেলপথ মন্ত্রী
উল্লেখ্য, আটাব দেশের প্রায় ৩ হাজার ৫০০ সরকার নিবন্ধিত ট্রাভেল এজেন্সির একটি অলাভজনক সংগঠন। বিদেশগামী যাত্রীদের এয়ার টিকেট ও অন্যান্য বিষয়ে সহযোগিতাসহ দেশি-বিদেশি এয়ারলাইন্সগুলোর সাথে আটাব নিবিড়ভাবে কাজ করছে এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সহযোগী সংস্থা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
৩ বছর আগে
সিলেট-কক্সবাজার রুটে বিমানের ফ্লাইট চালু বৃহস্পতিবার
বিভাগীয় শহর সিলেট থেকে পর্যটন নগরী কক্সবাজারে সরাসরি এ প্রথম ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
৪ বছর আগে