রাজস্থান
আজমির পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ভারত সফরের শেষ দিনে খাজা গরীব দরগাহ শরিফে নামাজ পড়ার জন্য বৃহস্পতিবার সকালে আজমির পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী দেশ, জনগণ এবং সমগ্র মুসলিম উম্মাহর উন্নয়ন, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে নফল নামাজ ও মোনাজাত করবেন।
স্থানীয় সময় সকাল ৯টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট রাজস্থানের জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এর আগে, ফ্লাইটটি সকাল ৯টা ১২ মিনিটে নয়াদিল্লির পালাম বিমানবন্দর ত্যাগ করে।
ইহাসনুল করিম জানান, প্রধানমন্ত্রী সুফি মঈনুদ্দিন চিশতীর মাজার খাজা গরীব নওয়াজ দরগাহ শরীফে ফাতেহা ও মোনাজাত করে কিছু সময় কাটাবেন।
পরে আজমির দরগাহ শরীফ প্রদক্ষিণ করবেন হাসিনা।
পড়ুন: ভারতের সঙ্গে ৫০০ মিলিয়ন ডলারের প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয়চুক্তি সই
বাংলাদেশকে তৃতীয় বিশ্বে ট্রানজিট ফ্রি রপ্তানির প্রস্তাব ভারতের
প্রধানমন্ত্রীর সঙ্গে নোবেলজয়ী কৈলাশ সত্যার্থীর সাক্ষাৎ
২ বছর আগে
ভারতে সড়ক দুর্ঘটনায় ৬ তীর্থযাত্রী নিহত, আহত ২০
ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানে একটি ট্রাক্টর ও দ্রুতগামী ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ছয়জন তীর্থযাত্রী নিহত এবং ২০ জন আহত হয়েছে শনিবার পুলিশ জানিয়েছে।
শুক্রবার গভীর রাতে রাজ্যের রাজধানী জয়পুর থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে পালি জেলার সুমিরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
একজন পুলিশ কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, ট্রাক্টরটি জয়সালমির জেলা থেকে তীর্থযাত্রীদের নিয়ে যাচ্ছিল। সুমিরপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রাকের সঙ্গে সংঘর্ষে ছয়জন তীর্থযাত্রী ঘটনাস্থলেই মারা যায়। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই মর্মান্তিক দুর্ঘটনায় শোক প্রকাশ করে টুইট করেছে।
টুইটে মোদি বলেন, ‘রাজস্থানের পালিতে দুর্ঘটনাটি দুঃখজনক। শোকাহত পরিবারের প্রতি আমার সমবেতনা রইলো। আমি আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছি।’
পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ‘দুর্ঘটনার তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।’
পড়ুন: ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ৬
চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় ৩ এসএসসি পরীক্ষার্থী নিহত
২ বছর আগে
ভারতে মন্দিরে পদদলিত হয়ে নিহত ৩
ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানে সোমবার সকালে একটি হিন্দু মন্দিরে পদদলিত হয়ে তিনজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, রাজ্যের রাজধানী জয়পুর থেকে ১১০ কিলোমিটার দূরে শিকার জেলার একটি মন্দিরে মাসব্যাপী মেলায় শত শত ভক্ত জড়ো হলে সকাল ৬টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, ‘মন্দিরের প্রবেশপথে পদদলিতের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তিনজন নারীর মৃত্যু হয়, আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে কয়েকজনকে জয়পুরের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।’
তিনি বলেন, কীভাবে পদদলিত হয়েছে তা স্পষ্ট নয়। ঘটনা তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।
ধর্মীয় সমাবেশে পদদলিত হওয়া ভারতে অস্বাভাবিক কোনো ঘটনা নয়। এর জন্য বিশাল জনসমাগম এবং নিরাপত্তা প্রোটোকলের অভাবকে দায়ী করা হয়।
পড়ুন: চট্টগ্রামে কনসার্টে পদদলিত হয়ে আহত ৩
২ বছর আগে
ভারতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১০ জনের মৃত্যু
ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানে মহাসড়কের পাশে দাঁড়ানো একটি ট্রাক্টর ট্রলির সঙ্গে গাড়ির ধাক্কায় ১০ জনের মৃত্যু হয়েছে।এসময় আহত হয়েছে আরও আটজন৷
মঙ্গলবার জয়পুর থেকে প্রায় ১৮০ কিলোমিটার দূরে ঝুনঝুনু জেলার হাইওয়েতে দুর্ঘটনাটি ঘটে।
জেলা পুলিশ প্রধান প্রদীপ মোহন শর্মা স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, নিহতরা সবাই একই পরিবারের সদস্য। তারা একটি তীর্থযাত্রা থেকে বাড়ি ফিরছিলেন।
আরও পড়ুন: ভারতে কারখানায় অগ্নিকাণ্ডে ৬ জনের মৃত্যু
তিনি আরও জানিয়েছেন,আহতদের নিকটবর্তী হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনায় শোক প্রকাশ করে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট টুইটারে লিখেছেন, শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। ঈশ্বর তাদের এই ক্ষতি সহ্য করার শক্তি দিন এবং প্রয়াতদের আত্মা শান্তিতে থাকুক। দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।
আরও পড়ুন: ভারতে করোনার নতুন ধরন এক্সই শনাক্ত
২ বছর আগে
ভারতে একদিনে দুই লাখ ৫৮ হাজার করোনা রোগী শনাক্ত
ভারতে গত ২৪ ঘণ্টায় দুই লাখ ৫৮ হাজার ৮৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা তিন কোটি ৭৩ লাখ ৮০ হাজার ২৫৩ জনে পৌঁছেছে। একই সময়ে করোনা শনাক্তের হার বেড়ে হয়েছে ১৩ দশমিক ১১ শতাংশ। সোমবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
দেশটিতে দুই লাখেরও বেশি নতুন মামলা শনাক্ত হওয়ার এটি টানা পঞ্চম দিন।
এছাড়া, রবিবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় করোনায় ৩৮৫ জনের মৃত্যুসহ ভারতে মোট মৃতের সংখ্যা চার লাখ ৮৬ হাজার ৪৫১ জনে দাঁড়িয়েছে।
আরও পড়ুন: বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত ৩২ কোটি ৭৭ লাখ ছাড়িয়েছে
ভারতে এখনও ১৬ লাখ ৫৬ হাজার ৩৪১ জন সক্রিয় করোনা রোগী রয়েছে। এ পর্যন্ত মোট তিন কোটি ৫২ লাখ ৩৭ হাজার ৪৬১ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। যার মধ্যে এক লাখ ৫১ হাজার ৭৪০ জন গত ২৪ ঘণ্টায় হাসপাতাল ছেড়েছেন।
রবিবার থেকে শনাক্তের সংখ্যা ৬.০২ শতাংশ বৃদ্ধি পাওয়ায় ভারতে ওমিক্রন শনাক্তের সংখ্যা আট হাজার ২০৯ এ পৌঁছেছে। মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, রাজস্থান ও দিল্লিতে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে।
আরও পড়ুন: পশ্চিমবঙ্গে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ৯
২ বছর আগে
ভারতে ওমিক্রনে প্রথম মৃত্যু
ভারতের রাজস্থানের উদয়পুরে ওমিক্রনে একজনের মৃত্যু হয়েছে। করোনার নতুন ভ্যারিয়েন্টে দেশটিতে এটিই প্রথম মৃত্যু।
স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, ৭৩ বছর বয়সী লক্ষ্মীনারায়ণ নগর ১৫ ডিসেম্বর করোনায় আক্রান্ত হন। তার রক্তের নমুনার পরবর্তী জিনোম সিকোয়েন্সিং নিশ্চিত করেছে তিনি ওমিক্রনে আক্রান্ত হয়েছিলেন।
কর্মকর্তারা জানায়, ওমিক্রনে মৃত ব্যক্তি করোনার দুই ডোজ নিয়েছিলেন। ৩১ ডিসেম্বর হাসপাতালে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: সৌরভ গাঙ্গুলির পর তার মেয়েও করোনায় আক্রান্ত
এদিকে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, ভারতে গত ২৪ ঘণ্টায় ৫৮ হাজার ৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট শনাক্ত ৩ কোটি ৫০ লাখ ১৮ হাজার ৩৫৮ জনে পৌঁছেছে। বুধবারের কোভিড পরিসংখ্যান মঙ্গলবারের তুলনায় ৫৫ শতাংশ বেশি।
বুধবার পর্যন্ত ভারতের ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়ে ২ হাজার ১৩৫ জন হয়েছে।
এর আগে ওমিক্রনকে ‘উদ্বেগজনক ধরন’ হিসেবে আখ্যায়িত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যা প্রথম দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হয়।
আরও পড়ুন: সুনামির মতো ছড়িয়ে পড়ছে ওমিক্রন ও ডেল্টা ভ্যারিয়েন্ট: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
লিওনেল মেসি করোনায় আক্রান্ত
২ বছর আগে
ভারতে বজ্রপাতে নিহত ৬০
ভারতের উত্তর প্রদেশ ও রাজস্থানে কয়েক ডজন বজ্রপাতের ঘটনায় ৬০ জন নিহত হয়েছেন বলে সোমবার কর্মকর্তারা জানিয়েছেন।
রবিবার সন্ধ্যায় বিভিন্ন জায়গায় বজ্রপাত আঘাত হানার ফলে উত্তর প্রদেশে ৪০ এবং পশ্চিম রাজস্থানে ২০ জন মারা যায়।
স্থানীয় গণমাধ্যমকে এক ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা বলেন, ‘উত্তর প্রদেশের প্রয়াগরাজ জেলায় শিশু ও নারীসহ সর্বোচ্চ ১৪ জন নিহত হয়েছেন।
আরও পড়ুন: খুলনার কয়রায় বজ্রপাতে ১ জনের মৃত্যু
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মৃতদের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দেয়ার জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।
শোকাহত পরিবারগুলোকে রাজ্য সরকারে পক্ষ থেকে কমপক্ষে দুই লাখ করে রুপি দেয়ার ঘোষণা দেয়া হয়েছে।
রাজস্থানের একজন পুলিশ কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমকে বলেন, রাজস্থানের রাজধানী জয়পুরেই নিহত হয়েছেন ১১ জন।
আমের প্যালেসের সামনে সেলফি তোলার সময় বজ্রপাত আঘাত হানলে তারা মারা যান বলে পুলিশ কর্মকর্তা জানান।
আরও পড়ুন: রাজশাহীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বজ্রপাতে নিহতের ঘটনায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে টুইটে বলা হয়, ‘রাজস্থানের কয়েকটি এলাকায় বজ্রপাতে অনেকে প্রাণ হারিয়েছেন। তাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। নিহতদের পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি।’
রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলোত এবং রাজ্যপাল কলরাজ মিশ্রও প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন।
গহলোত টুইটে লিখেন, ‘কোটা, ধলপুর, জালাওয়ার, জয়পুর এবং বরণে বজ্রপাতে প্রাণহানির ঘটনা অত্যন্ত দুঃখজনক ও দুর্ভাগ্যজনক।’
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু
ভারতে বজ্রপাতে প্রতি বছর ২ হাজারেরও বেশি লোক মারা যায়।
৩ বছর আগে
ভারতে ভবন ধসে নিহত ৮
রাজস্থানের যোধপুরের বাসনি এলাকায় মঙ্গলবার একটি নির্মাণাধীন কারখানার ভবন ধসে অন্তত আট শ্রমিক নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, অনুসন্ধান ও উদ্ধার কাজ চলছে। বেশ কয়েকজন শ্রমিক ধ্বংসাবশেষের নীচে আটকা পড়ার আশঙ্কা করা হচ্ছে।
পুলিশের এক কর্মকর্তার বরাত দিয়ে সিনহুয়ার খবরে বলা হয়েছে, ‘মঙ্গলবার সন্ধ্যায় বাসনি শিল্প এলাকার একটি নির্মাণাধীন ভবনের ছাদ ভেঙে পড়লে আটজন নিহত ও বেশ কয়েকজন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।’
শ্রমিকরা ঘটনাস্থলে কর্মরত অবস্থায় সন্ধ্যা ৫টা থেকে ৬টার মধ্যে এই দুর্ঘটনা ঘটে।
৪ বছর আগে