বাছাইপর্ব
ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব: বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার মুখোমুখি বাংলাদেশ
ফিফা বিশ্বকাপ এশিয়ান বাছাইপর্বের গ্রুপ-১ এর দ্বিতীয় রাউন্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিযান শুরু করবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় মেলবোর্নে মুখোমুখি হবে দল দুটি।
এদিন ৩০ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন মেলবোর্ন আয়তক্ষেত্রাকার স্টেডিয়ামে স্থানীয় সময় রাত ৮টা ও বাংলাদেশ সময় বিকাল ৩টায় শুরু হবে ২৭তম র্যাঙ্কিংয়ে থাকা অস্ট্রেলিয়া ও ১৮৩তম র্যাঙ্কিংয়ে থাকা বাংলাদেশের মধ্যকার লড়াই।
বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে ১-২ গোলে হেরে কাতারে অনুষ্ঠিত গত ফিফা বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে যায় অস্ট্রেলিয়া।
আরও পড়ুন: মালদ্বীপকে ২-১ গোলে হারিয়ে ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ
২০১৫ সালের পর এটি হবে দুই দলের মধ্যে তৃতীয় ম্যাচ। বর্তমান অধিনায়ক জামাল ভূঁইয়ার নেতৃত্বে ২০১৫ সালে ফিফা বিশ্বকাপের বাছাইপর্বে নিজেদের আগের দুই ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ।
পার্থে নিজেদের অ্যাওয়ে ম্যাচে ০-৫ গোলে পরাজিত হয় বাংলাদেশ এবং ঢাকায় ঘরের মাঠে তাদের বিপক্ষে ০-৪ গোলে হেরে যায় বাংলাদেশ।
অস্ট্রেলিয়া থেকে ফেরার পর পরই ২১ নভেম্বর বাংলাদেশ সময় বিকাল ৫টা ৪৫ মিনিটে ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনায় লেবাননের বিপক্ষে বিশ্বকাপ এশিয়ান বাছাইপর্বের হোম ম্যাচ খেলবে বাংলাদেশ দল।
তবে আগামী বছর ‘আই’ গ্রুপের বাকি চারটি ম্যাচ খেলবে বাংলাদেশ।
২১ মার্চ ফিলিস্তিনের বিপক্ষে, ২৬ মার্চ ফিলিস্তিনের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ, ৬ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম ম্যাচ এবং ১১ জুন লেবাননের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলবে বাংলাদেশ।
বুধবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের স্প্যানিশ প্রধান কোচ হাভিয়ের ক্যাব্রেরা বলেন, ‘শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের সামর্থ্য প্রমাণ করতে আমরা আমাদের লড়াইয়ের চেতনা নিয়ে ভালো ফুটবল খেলতে চাই।’
বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, ‘ম্যাচটি আমাদের জন্য খুব কঠিন হবে, তবে আমরা ম্যাচে আমাদের সেরাটা দিতে প্রস্তুত।’
অস্ট্রেলিয়ার প্রধান কোচ গ্রাহাম আর্নল্ড বাংলাদেশ দলকে ভালো ও শক্তিশালী দল আখ্যায়িত করে বলেন, ‘ম্যাচটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমরা (বৃহস্পতিবারের) ম্যাচ জিতে বিশ্বকাপের যোগ্যতা অর্জনে এগিয়ে যেতে চাই।’
গত শনিবার মেলবোর্নে পৌঁছানো বাংলাদেশ দল দীর্ঘ যাত্রার পর খেলোয়াড়দের ফিট করতে প্রথম দিনেই (রবিবার) শুধু জিম ও রিকভারি সেশন করেছে।
আগামী দুই দিন মেলবোর্নের ইয়ারাভিল গ্রোরি ফুটবল ক্লাব মাঠে স্থানীয় ঠান্ডা ও ঝড়ো আবহাওয়ার মধ্যে অনুশীলন শুরু করে বাংলাদেশ।
তবে বুধবার সন্ধ্যায় একই ভেন্যুতে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলন শেষে এএএমআই পার্কে নিজেদের শেষ অনুশীলন শুরু করে বাংলাদেশ।
ফিফা বিশ্বকাপের এশিয়ান বাছাইপর্বের গ্রুপ-১ -এর প্রথম রাউন্ডের ম্যাচে অস্ট্রেলিয়া, লেবানন ও ফিলিস্তিনকে হারিয়ে ছয় ম্যাচের হোম অ্যান্ড অ্যাওয়ে বেসিস ম্যাচে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ।
বাংলাদেশের ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড-
গোলরক্ষক-
মিতুল মারমা, মেহেদী হাসান শ্রাবণ ও পাপ্পু হোসেন।
ডিফেন্ডার-
বিশ্বনাথ ঘোষ, হাসান মুরাদ, তারেক রায়হান কাজী, রহমত মিয়া, ঈসা ফয়সাল, শাকিল হোসেন ও সাদ উদ্দিন।
মিডফিল্ডার-
সোহেল রানা, শেখ মোরসালিন, মোহাম্মদ হৃদয়, সোহেল রানা, মজিবর রহমান জনি, রবিউল হাসান, জামাল ভূঁইয়া ও জায়েদ আহমেদ।
ফরোয়ার্ড-
রাকিব হোসেন, সুমন রেজা, ফয়সাল আহমেদ ফাহিম, রফিকুল ইসলাম ও মোহাম্মদ ইব্রাহিম।
আরও পড়ুন: এএফসি কাপ: অবশেষে কলকাতার উদ্দেশে রওনা দিলো বসুন্ধরা কিংস
ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো এখন ঢাকায়
১ বছর আগে
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব: টানা দুই জয় বাংলাদেশের
চলমান আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে হারানোর পর স্কটল্যান্ডকেও হারিয়েছে বাংলাদেশ।
গ্রুপের শেষ ম্যাচে প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ।
সোমবার (১৯ সেপ্টেম্বর) টস হেরে প্রথমে বোলিং করে স্কটল্যান্ডকে ১৯ ওভার ৩ বলে মাত্র ৭৭ রানে অলআউট করে বাংলাদেশ।
স্কটল্যান্ডের লরনা জ্যাক সর্বোচ্চ ২২ রান সংগ্রহ করেন এবং উইকেটরক্ষক-ব্যাটার সারাহ ব্রাইস দ্বিতীয় সর্বোচ্চ ১৪ রান করেন।
আরও পড়ুন: জিম করতে গিয়ে চোট পাওয়ায় মুশফিকের পায়ে ৬টি সেলাই
আন্তর্জাতিক ক্রিকেট থেকে আট বছর বিরতির পর সোহেলী আক্তার তার দ্বিতীয় ম্যাচ খেলে চার ওভারে সাত রান দিয়ে চার উইকেট শিকার করেন। এটি তার ক্যারিয়ারের সেরা বোলিং পারফরম্যান্স। এছাড়া নাহিদা আক্তার দু’টি উইকেট নেন।
জবাবে বাংলাদেশ দল মাত্র ১৩ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা সর্বোচ্চ ৩৪, মুর্শিদা খাতুন ১৫ ও রুমানা আহমেদ ১১ রান করেন।
স্কটল্যান্ডের র্যাচেল স্লেটার দুটি উইকেট শিকার করেন।
আরও পড়ুন: নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব: আয়ারল্যান্ডকে ১৪ রানে হারাল বাংলাদেশ
নারী টি টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের দুটি ম্যাচের দুই জয়ে সেমিফাইনালের কাছাকাছি বাংলাদেশ। এই আসরের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করলে বাংলাদেশ দল আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৩-এর টিকিট পাবে। আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২৩ আগামী বছরের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ
২ বছর আগে
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব: আয়ারল্যান্ডকে ১৪ রানে হারাল বাংলাদেশ
আবুধাবিতে রবিবার রাতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে ১৪ রানে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
টস জিতে প্রথমে ব্যাট করে বাংলাদেশ ২০ ওভারে চার উইকেটে ১৪৩ রান করে। জবাবে আয়ারল্যান্ড ১৯ দশমিক ৪ ওভারে ১২৯ রানে গুটিয়ে যায়।
বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা ৫৩ বলে ১০ চার এবং এক ছয়ে ৬৭ রান করে সামনে থেকে দলকে নেতৃত্ব দেন। এছাড়া উদ্বোধনী ব্যাটার শামীমা সুলতানা ৪০ বলে ৪৮ রান করেন।
আয়ারল্যান্ডের হয়ে আইমার রিচার্ডসন, লেয়া পল, আর্লেন কেলি ও লরা ডেলানি একটি করে উইকেট নেন।
বাংলাদেশের চ্যালেঞ্জিং রানের জবাবে আইমার রিচার্ডসন একমাত্র আইরিশদের হয়ে কিছুটা প্রতিরোধ গড়ে তুলেন। তিনি মাত্র ২৬ বলে চার চার ও এক ছক্কায় ৪০ রান করেন।
আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার সর্বোচ্চ চেষ্টা করবো: জ্যোতি
এছাড়া এমি হান্টার ও অধিনায়ক লরা ডেলানি যথাক্রমে ৩৩ ও ২৮ রান করেন। তবে তা পরাজয় এড়ানোর জন্য যথেষ্ট ছিল না।
বাংলাদেশের অলরাউন্ডার সালমা খাতুন চার ওভারে ১৯ রান দিয়ে তিনটি এবং সানজিদা আক্তার মেঘলা এবং নাহিদা আক্তার দুটি করে উইকেট নেন।
১৯ (সোমবার ও ২১ সেপ্টেম্বর (বুধবার) স্কটল্যান্ড ও যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ। দুটি ম্যাচই হবে আবুধাবি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
আরও পড়ুন: নারী বিশ্বকাপ: ভারতের কাছে বড় ব্যবধানে হার বাংলাদেশের
বাংলাদেশে ফিফা বিশ্বকাপ ট্রফিকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী
২ বছর আগে
ফিফা-এএফসি বাছাইপর্ব: ৪ ডিসেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ কাতার
ফিফা বিশ্বকাপ কাতার-২০২২ এবং এএফসি এশিয়ান কাপ চীন-২০২৩-এর বাছাইপর্বে গ্রুপ-ই-তে চারটি ম্যাচের একটিতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রতিপক্ষ কাতার।
৪ বছর আগে