সঙ্গীতশিল্পী
হাসপাতালে ভর্তি শাকিরা, বাতিল কনসার্ট
অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হওয়ার পর একটি কনসার্ট বাতিল করেছেন কলোম্বিয়ান সঙ্গীতশিল্পী শাকিরা। রবিবার (১৬ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তিনি বলেন, ‘তার উদরে সমস্যা হওয়ায় পেরুর লিমার কনসার্টে যেতে পারছেন না।’
কোনো অনুষ্ঠানে গান গাওয়ার পরিস্থিতিতে তিনি এখন নেই বলে জানিয়েছেন চিকিৎসকেরা। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।-খবর এপির।
বিবৃতিতে এই সঙ্গীতশিল্পী বলেন, ‘আমি খুবই দুঃখিত তো যে আজ মঞ্চে উঠতে পারবো না। আমার পেরুভিয়ান দর্শকদের সঙ্গে একত্রিত হওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’
শুক্রবার সন্ধ্যায় পেরুতে যান শাকিরা। সেখানে কনসার্টে রবি ও সোমবার তার গান গাওয়ার কথা ছিল। দক্ষিণ আমেরিকা ট্যুরে দ্বিতীয় দেশ হিসেবে পেরুতে পা রেখেছেন এই শিল্পী। এরআগে ব্রাজিলে পারফর্ম করেন বিশ্বখ্যাত এই তারকা। এরপর কানাডা ও ব্রাজিল যাবেন তিনি।
আরও পড়ুন: ওস্তাদ রাহাত ফতেহ আলী খানের ঢাকা কনসার্টের টিকেট কিনবেন যেভাবে
লাতিন ভক্তদের কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা পেয়ে আপ্লত হওয়ার কথা জানিয়েছেন তিনি। লিমায় তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে ভিড় করতে দেখা গেছে ভক্তদের। শনিবার ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘এমন আবেগঘন অভ্যর্থনার জন্য ধন্যবাদ, লিমা।’
খুবই দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে জানিয়েছেন শাকিরা। বিবৃতিতে বলেন, ‘যত দ্রুত সম্ভব এই শোতে আমি পারফর্ম করতে চাই। নতুন একটি তারিখ নির্ধারণে আমার টিম কাজ করছে।’
৩৯ দিন আগে
সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায় আর নেই
‘আমি বাংলায় গান গাই’ গানের প্রখ্যাত শিল্পী প্রতুল মুখোপাধ্যায় আর নেই। শনিবার (১৫ ফেব্রুয়ারি) ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার এসএসকেএম হাসপাতালে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৮৩ বছর।
গেল সপ্তাহ থেকেই তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন। গত জানুয়ারিতে হাসপাতালে ভর্তি করানোর সময় তার নাক দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল। তাই স্নায়ু এবং নাক-কান ও গলার বিশেষজ্ঞদের পর্যবেক্ষণে চিকিৎসা হয় তার।-খবর আনন্দবাজারপত্রিকার
ফেব্রুয়ারির শুরুতে হঠাৎ শ্বাসকষ্ট শুরু হলে চিকিৎসকেরা পরীক্ষা করে জানান, তার হার্ট অ্যাটাক হয়েছে। দ্রুত তাকে কার্ডিওলজি বিভাগে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসা চলাকালে শিল্পীর ফুসফুসেও সংক্রমণ দেখা দেয়। দ্রুতই শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে।
তার গাওয়া অন্যতম জনপ্রিয় গান হলো—‘আমি বাংলায় গান গাই’, ‘ডিঙ্গা ভাসাও সাগরে সাথী রে’। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তার গানের গুণমুগ্ধ ছিলেন। মমতার তত্ত্বাবধানেই হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাকে।
আরও পড়ুন: সাবেক সিইসি বিচারপতি আব্দুর রউফের মৃত্যুতে আইন উপদেষ্টার শোক
বাংলাদেশের বরিশাল জেলায় ১৯৪২ সালে জন্মগ্রহণ করেছিলেন প্রতুল মুখোপাধ্যায়। বাবা ছিলেন সরকারি স্কুলের শিক্ষক। শৈশব থেকেই গান লিখে তাতে সুর দিয়ে গাওয়ার ঝোঁক ছিল তার।
প্রতুল মুখোপাধ্যায়কে পাদপ্রদীপের আলোয় আনে তার গাওয়া ‘আমি বাংলায় গান গাই’। এছাড়া সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প অবলম্বনে তৈরি ‘গোঁসাইবাগানের ভূত’ ছবির নেপথ্য শিল্পী ছিলেন তিনি।
তার মতে, সৃষ্টির মুহূর্তে লেখক-শিল্পীকে একা হতে হয়। তারপর সেই সৃষ্টিকে যদি মানুষের সাথে মিলিয়ে দেওয়া যায়, কেবল তাহলেই সেই একাকিত্বের সার্থকতা। সেই একক সাধনা তখন সকলের হয়ে ওঠে।’
৪১ দিন আগে
ঢাকায় সংক্ষিপ্ত সফরে সঙ্গীতশিল্পী রাহুল আনন্দের স্টুডিও পরিদর্শন করবেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ঢাকায় তার সংক্ষিপ্ত সফরে রবিবার রাতে জনপ্রিয় সঙ্গীত শিল্পী রাহুল আনন্দের বাসভবন ও স্টুডিও পরিদর্শন করবেন।
রবিবার ঢাকায় অবতরণের পর সংক্ষিপ্ত পরিদর্শনে রাত ১০টায় ধানমন্ডিতে রাহুল আনন্দের স্টুডিওতে যাওয়ার কথা রয়েছে ম্যাক্রোঁর।
সন্ধ্যায় ঢাকায় অবতরণের পর ফরাসি প্রেসিডেন্টের সরাসরি হোটেল ইন্টারকন্টিনেন্টালে যাওয়ার কথা রয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির পক্ষ থেকে তাকে অভ্যর্থনা জানানো হবে। একাডেমির শিল্পীরা নৈশভোজের আগে বা পরে শাস্ত্রীয় সঙ্গীত ও নৃত্য প্রদর্শন করবেন।
আরও পড়ুন: অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে রবিবার ঢাকায় আসছেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ
পরে ম্যাক্রোঁ রাহুল আনন্দের স্টুডিও পরিদর্শন করবেন এবং সেখানে তিনি আরও ৩ শিল্পী আশফিকা রহমান, কামরুজ্জামান স্বাধীন ও আফরোজা সারার সঙ্গে আলাপ বলবেন।
শহুরে লোকসঙ্গীতের ব্যান্ড জলের গান-এর প্রতিষ্ঠাতা রাহুল আনন্দ গণমাধ্যমকে বলেন, এই সফরটি একজন সঙ্গীত শিল্পীর অন্য সঙ্গীত শিল্পীর সঙ্গে দেখা করার মতো। কারণ প্রেসিডেন্ট ম্যাক্রোঁ নিজেই প্যাশন থেকে একজন গিটারিস্ট এবং তিনি যখনই কোনো দেশ ভ্রমণ করেন তখন শিল্পীদের সঙ্গে দেখা করতে ও সংস্কৃতি সম্পর্কে শিখতে ভালবাসেন।
তিনি আরও বলেন, ‘বলা হচ্ছে, তিনি যেহেতু প্রেসিডেন্ট, তাই নিরাপত্তা প্রোটোকলের বিষয় রয়েছে এবং তাকে স্বাগত জানাতে আমি আমার পক্ষ থেকে প্রয়োজনীয় সব প্রস্তুতি নিচ্ছি। আমি বাদ্যযন্ত্র বাজাই ও তৈরি করি এবং আমি শুনেছি যে প্রেসিডেন্ট এই সংক্ষিপ্ত সফরে সেগুলো দেখতে আগ্রহী। আমি আশা করছি এই স্বল্প সময়ের মধ্যে যতটা সম্ভব সাংস্কৃতিক বিনিময় হবে। আমি বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার আশা করি এবং তিনি যদি চান তবে গানও গাইতে পছন্দ করব।’
ম্যাক্রোঁ বর্তমানে জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতে রয়েছেন। সোমবার ঢাকা ত্যাগের আগে তিনি ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
আরও পড়ুন: ১০ সেপ্টেম্বর ঢাকা আসছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ
৫৬৫ দিন আগে
ক্যারিয়ারের দুই দশক পূর্তিতে তাহসানের দেশব্যাপী কনসার্ট ট্যুর
ক্যারিয়ারের ২০ বছর পার করলেন সংগীতশিল্পী তাহসান খান। সংগীতজীবনে দুই দশকপূর্তি উপলক্ষে দেশের ৫ জেলায় বিশেষ কনসার্টে অংশ নেবেন এই গায়ক।
‘ফ্রেশ সাউন্ড’ শিরোনামে ১১ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী কনসার্ট ট্যুর শুরু হবে।
প্রথম কনসার্টটি অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রামের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে। যার শিরোনাম ‘চট্টগ্রাম থেকে তাহসানের সাথে’।
এই আয়োজন নিয়ে তাহসান তার ফেসবুকে পোস্ট করা এক ভিডিও বার্তায় বলেন, ‘দুই দশক ধরে আপনাদের জন্য গান করছি। কিন্তু এই প্রথম বাংলাদেশ ট্যুর করতে যাচ্ছি। দেশের পাঁচটি জেলায় কনসার্টগুলোর আয়োজন করা হয়েছে। আমরা ব্যান্ডসহ আমি থাকব। এত বছর যারা আমার গান ভালোবেসে আমাকে আজকের এই জায়গা পর্যন্ত নিয়ে এসেছে সবার প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা। আর সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সবগুলো কনসার্টে।’
চট্টগ্রামের কনসার্টে ভক্তদের জন্য বিশেষ চমক রাখা হয়েছে। তাহসানের ‘সেই তুমি কে?’ শিরোনামে গানটি কাভার করা ভক্তদের মধ্য থেকে নির্বাচিত একজন সুযোগ পাবেন তাহসানের সঙ্গে মঞ্চে গান গাওয়ার। এছাড়াও জানা যায়, প্রতিটি কনসার্টেই ভক্তদের অংশগ্রহণের বিশেষ ব্যবস্থা করা হয়েছে।
চলতি সময়ে গানের পাশাপাশি অভিনয় নিয়ে ব্যস্ত রয়েছেন তাহসান। গত বছরের ডিসেম্বরে মুক্তি পায় তার সবশেষ গান ‘বিয়োগান্তক’। যেটি কটি সাদা-কালো মিউজিক ভিডিও প্রকাশ করেছিলেন তিনি।
আরও পড়ুন: তাহসান-তিশা জুটির ওয়েবফিল্ম ‘মানি মেশিন’
বড় পর্দায় তাহসান-বাঁধন জুটির ‘অ্যা ব্লেসড ম্যান’
জাতিসংঘ শরণার্থী সংস্থার শুভেচ্ছা দূত হলেন তাহসান
৭৭৮ দিন আগে
সঙ্গীতশিল্পী আকবর আর নেই
সঙ্গীতশিল্পী আকবর মারা গেছেন। রবিবার (১৩ নভেম্বর) বিকাল ৩টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। খবরটি ইউএনবিকে নিশ্চিত করেছেন তার স্ত্রী কানিজ ফাতেমা।
এর আগে আকবরের ফেসবুক পেজে পোস্ট করে তার মেয়ে অথৈ লিখেছেন, ‘আব্বু আর নেই।’
আকবরের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন আকবর।
আরও পড়ুন: প্রকাশ হলো আসিফ আকবরের জীবনীগ্রন্থ
দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে ভুগছিলেন আকবর। এছাড়া ডায়বেটিসে আক্রান্ত ছিলেন তিনি। তার শরীরে পায়ের অংশে পচন ধরে। চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলেও দায়িত্বরত চিকিৎসকরা গণমাধ্যমে জানান, আকবরকে হাসপাতালে নিতে দেরি করে ফেলা হয়েছে।
জানা যায়, আকবরের পায়ের পচন হাড় পর্যন্ত পৌঁছে যায়। এর কারণে পা কেটে ফেলতে হয়েছিল। অস্ত্রোপচারের পর তার শারীরিক অবস্থা আরও খারাপের দিকে গেলে এতদিন তিনি আইসিইউতে ছিলেন তিনি।
উল্লেখ্য, জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র মধ্য দিয়ে জনপ্রিয়তা পান আকবর। এরপর দীর্ঘদিন ক্যারিয়ার নিয়মিত করলেও এক সময় অসুস্থতার কারণে বিরতি দিতে হয় তাকে। দীর্ঘদিন অসুস্থ থাকার পর অবশেষে পৃথিবীর মায়া ত্যাগ করেন এই সঙ্গীতশিল্পী।
আরও পড়ুন: ‘আকবর আলী ছিলেন ন্যায়বিচারের বলিষ্ঠ কণ্ঠস্বর, প্রশাসনিক সংস্কারক’
রুমি ও পূজার কণ্ঠে জাহিদ আকবরের ‘সাত জনমের ভালোবাসা’
৮৬৬ দিন আগে
শেহতাজের মেহেদিরাঙা হাতে প্রীতমের নাম
সংসার বাঁধতে যাচ্ছেন সঙ্গীতশিল্পী প্রীতম হাসান ও অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেম। এই দুই শিল্পী বিয়ের পিঁড়িতে বসবেন আজ (শুক্রবার)।
এর আগে বৃহস্পতিবার তাদের গায়ে হলুদ সম্পন্ন হয়েছে। এই দুই তারকার ঘনিষ্ঠজনদের ফেসবুক পোস্ট থেকে খবরটি ছড়িয়ে পড়ে। খবরটি নিয়ে পাত্র-পাত্রী দুইজনই কিছু জানাননি।
৮৮২ দিন আগে
সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ফেরদৌস ওয়াহিদ
সঙ্গীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ সম্প্রতি হার্টঅ্যাটাক করায় ইব্রাহীম কার্ডিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হার্টে ব্লক ধরা পরায় ১৮ জুলাই ইউনাইটেড হাসপাতালে ডা. জাহাঙ্গীর কবীরের তত্ত্বাবধানে তার সফল ওপেন হার্ট সার্জারী করা হয়। বর্তমানে তিনি সুস্থ আছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, অপারেশন পরবর্তীতে ২৫ জুলাই ফেরদৌস ওয়াহিদকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। সুস্থ হয়ে তিনি এখন বাসায় অবস্থান করছেন এবং চলাফেরা, খাওয়া-দাওয়া থেকে শুরু করে সবকিছু ক্রমেই স্বাভাবিক হচ্ছে।
ফেরদৌস ওয়াহিদের ছেলে সঙ্গীতশিল্পী হাবিব ওয়াহিদ তার বাবার ছবি প্রকাশ করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে তিনি লেখেন, ‘আপনাদের দোয়ায়, মহান আল্লাহর ইচ্ছায় জনাব ফেরদৌস ওয়াহিদ ওপেন হার্ট বাইপাস সার্জারির পর আস্তে আস্তে তার চিরচেনা রূপে ফিরছেন।’
ডাক্তার জাহাঙ্গীর কবিরের কথা উল্লেখ করে হাবিব আরও লেখেন, ‘উনার পাশে দাঁড়িয়ে আছেন ডাক্তার জাহাঙ্গীর কবির যিনি এ দেশের অত্যান্ত স্বনামধন্য একজন হার্ট সার্জন। সার্জারিটি মোটেও সহজ ছিল না কিন্তু উনার দক্ষ হাতে খুব ভালো ভাবেই তা সম্পন্ন হয়। ডাক্তার সাহেবের প্রতি রইলো আমাদের পরিবারের পক্ষ থেকে বিশেষ কৃতজ্ঞতা। ঢাকার ইউনাইটেড হাসপাতালে অনেক যত্ন সহকারে তারা আমাদের প্রিয় এই পপ সম্রাট এর দেখাশোনা করেছেন যা তার দ্রুত সুস্থ হয়ে ওঠার ক্ষেত্রে অনেক সহায়ক হবে ইনশাআল্লাহ। তাই তাদের সবার প্রতি আমাদের পরিবারের পক্ষ থেকে রইলো অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা।’
উল্লেখ্য, পূবের্ই তার হার্টে একাধিক ব্লক ধরা পড়ায় রিং পরানো হয়। এছাড়াও ডায়াবেটিসসহ আরও কিছু শারিরীক সমস্যায় ভুগছিলেন তিনি।
পড়ুন: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ফেরদৌস ওয়াহিদ
৯৭১ দিন আগে
আসিফ-ন্যান্সির দ্বন্দ্বের অবসান
সঙ্গীতশিল্পী আসিফ আকবর ও নাজমুন মুনিার ন্যান্সির মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ্ব চলছিল অনেকদিন। এমনকি তা মামলা পর্যন্ত গড়ায়। অবশেষে এই দ্বন্দ্বের অবসান ঘটালেন ন্যান্সি নিজেই।
৩০ জুলাই (শনিবার) আসিফ আকবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ন্যান্সির সঙ্গে একটি ছবি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, একটা ফোনের অপেক্ষায় ছিলাম চারটা বছর। অবশেষে এলো সেই কাঙ্খিত ফোন। হ্যালো বলতেই শুনলাম অনেক পছন্দের আদুরে কণ্ঠটি। ভাইয়া আমি ন্যান্সি বলছি, খুব ভালো লাগল ওর ফোনটা পেয়ে। দুনিয়ার সমস্ত অভিযোগ অভিমান আমার বিরুদ্ধে, শুনে আরও ভালো লাগছিল। ন্যান্সি তো আমার ছোট, আমি তো বড়, তাহলে আমার মিনিমাম ভুলের ম্যাক্সিমাম শাস্তি হওয়া উচিত।
আসিফ আরও লিখেছেন, নাজমুন মুনিরা ন্যান্সির কণ্ঠ আমাদের সম্পদ। আমাকে বলল, ভাইয়া আমি রাগ কমিয়ে ফেলেছি, আপনিও রাগ কমিয়ে ফেলেন। সঙ্গে সঙ্গেই রাজী হয়ে গেলাম। অনেকদিন পর স্নেহের ন্যান্সির সঙ্গে গল্প-গানের আড্ডায় নিজেকে হালকা করে ফেলেছি।
ন্যান্সিকে শুভ কামনা জানিয়ে আসিফ সবশেষে লিখেন, ভালো থাকো ন্যান্সি, আনন্দে বাঁচো। গান গেয়ে যাও, তোমার কণ্ঠ এ দেশের মানুষের একটা আনন্দময় ভালো লাগা। আমিও সেই দলের বাইরে নই।
২০১৮ সালে গানের রয়্যালিটি নিয়ে দ্বন্দ্বে জড়ান আসিফ ও ন্যান্সি। যার প্রেক্ষিতে ফেসবুক লাইভে আসেন আসিফ। সেই ঘটনা গড়ায় মামলা পর্যন্ত। যার কারণে আসিফ-ন্যান্সির দূরত্ব বাড়তে থাকে। পরবর্তীতে ২০২০ সালের ১০ জুলাই ময়মনসিংহ কোতোয়ালি থানায় আসিফের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন ন্যান্সি। যেখানে উল্লেখ করা হয়, বিভিন্ন মিডিয়ায় তার মানহানি হয় এমন বক্তব্য দিয়েছেন আসিফ আকবর।
তবে শেষ পর্যন্ত সব দ্বন্দ্বের অবসান হলো। এতে বেশ উচ্ছ্বসিত দুজনের ভক্তরাও। আসিফের পোস্টে অনেকে শুভ কামনা জানান।
পড়ুন: ‘হাওয়া’য় মেতেছে দর্শক
আর ‘বিকৃত’ করে গান গাইবেন না হিরো আলম
৯৭২ দিন আগে
বিরতির পর ফিরছেন আরফিন রুমি ও জীবন
অনেকদিন আলোচনা ও গান থেকে দূরে ছিলেন সঙ্গীতশিল্পী আরফিন রুমি। তবে সেই বিরতির শেষ হয়েছে সম্প্রতি। আবারও নিজের গণ্ডিতে ফিরেছেন তিনি। গত ঈদের পর নতুন আরও একটি গান প্রকাশ হবে এই তারকার।
আরিফিন রুমির জন্য ‘খুব আদরে’ গানটি লিখেছেন জনপ্রিয় গীতিকার রবিউল ইসলাম জীবন। এতে আরও কণ্ঠ দিয়েছেন আতিয়া আনিসা। সিডি চয়েজের ব্যানারে এটি প্রকাশ হবে ২৬ জুলাই।
‘খুব আদরে’র মিউজিক ভিডিও নির্মাণ করেছেন মাসুদ রানা অনিক। এতে মডেল হয়েছেন আরফিন রুমি ও সামিহা আক্তার।
নতুন গানটি প্রসঙ্গে আরফিন রুমি বললেন, ‘জীবন ভাইয়ের কথায় আমার বেশ কয়েকটি জনপ্রিয় গান রয়েছে। অনেকদিন পর আমাদের জুটির নতুন গান আসছে। আমি বিশ্বাস করি, শ্রোতারা দারুণ একটি গান পেতে যাচ্ছেন। আমাদের এক হয়ে ফেরাটা নতুন কিছু নিয়ে আসবে আশা করি।’
অন্যদিকে গান নিয়ে রবিউল ইসলাম জীবন বলেন, ‘গীতিকার ও সঙ্গীতশিল্পীর জুটি জনপ্রিয়তা পেলে শ্রোতাদের প্রত্যাশাও বেড়ে যায়। কিন্তু অনেকদিন আমাদের একসঙ্গে কাজ হয়নি। সেই বিরতি শেষ হচ্ছে নতুন এই গান দিয়ে। এছাড়া ভক্তদের আবদার পূরণ করার সুযোগও হলো। বাকিটা গানটি প্রকাশের পর বোঝা যাবে।’
উল্লেখ্য, রবিউল ইসলাম জীবনের কথায় আরফিন রুমি জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘জ্বলে ওঠো বাংলাদেশ’, ‘সহে না যাতনা’, ‘প্রতিদিন দেখি তোমায়’, ‘এতটা ভালোবাসি তোমায়’ ইত্যাদি।
আরও পড়ুন: বিয়ে করলেন এসআই টুটুল
সঙ্গীত পরিচালক আলম খানের প্রতি শিল্পকলা একাডেমির শ্রদ্ধা
৯৭৭ দিন আগে
বিয়ে করলেন এসআই টুটুল
নতুন সংসার বেঁধেছেন সঙ্গীতশিল্পী এসআই টুটুল। তার দ্বিতীয় স্ত্রীর নাম শারমিন সিরাজ সোনিয়া। আরটিভির একটি রিয়্যালিটি শো থেকে দুজনের পরিচয়ের শুরু।বিয়ের খবরটি ইউএনবিকে নিশ্চিত করেছেন এসআই টুটুলের ঘনিষ্ঠজন সঙ্গীত পরিচালক ও লেখক তানভীর তারেক। শুধু তাই নয়, সামাজিক মাধ্যমে নতুন দম্পতির ছবি প্রকাশ করে অভিনন্দন জানিয়েছেন তিনি।প্রথম স্ত্রী অভিনেত্রী তানিয়া আহমেদের সঙ্গে ডিভোর্স ও নতুন বিয়ে প্রসঙ্গে গণমাধ্যমে দেয়া এক বক্তব্যে এসআই টুটুল বলেন, ‘তানিয়া ও আমি সেপারেট ছিলাম ৫ বছর। গতবছর আমাদের অফিসিয়াল ডিভোর্স হয়। এরপর নিউইয়র্কে কনসার্টসহ নানান কাজেই আমার যাতায়াত। সেখানে আরটিভির বাংলা গায়েন থেকেই সোনিয়ার সঙ্গে পরিচয়। দুইজনই যেহেতু আমরা সিঙ্গেল এবং ম্যাচিউরড তাই বিয়ের সিদ্ধান্ত নিই।’অন্যদিকে নতুন জীবন শুরু করা নিয়ে সোনিয়া বলেন, আমি ১২ বছর ধরে সিঙ্গেল। টুটুলের সঙ্গে পরিচয় মূলত আরটিভির একটি রিয়েলিটিতে কাজ করতে গিয়ে। আমি নিজেও জীবন সঙ্গী খুঁজছিলাম। তাই টুটুল যখন বললো, আমার সঙ্গে বাকি জীবন থাকতে পারবে। তখন আমি তুমি থেকে আমরা হওয়া। মুসলিম রীতিতে আমাদের আক্দ হয়েছে শুধু। খুব জলদিই এখানে (আমেরিকা) ও বাংলাদেশের বন্ধু বান্ধবদের নিয়ে একটি আনুষ্ঠানিকতা করবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’প্রসঙ্গত, উপস্থাপক হিসেবে একাধিক চ্যানেলে কাজ করেছেন শারমিনা সিরাজ সোনিয়া। এক সময় যুক্তরাষ্টে পাড়ি দেন। আর সেখানেই এখন স্থায়ী বসবার করছেন তিনি।
আরও পড়ুন: মুক্তির আগেই আলোচনায় ‘হাওয়া’
কন্যার ছবি প্রকাশ্যে আনলেন তিশা
৯৮৪ দিন আগে