হেডফোন
কানে হেডফোন, ট্রেনের ধাক্কায় প্রাণ গেল কিশোরের
মামার বাসায় বেড়াতে এসে কানে এয়ারফোন লাগিয়ে গান শুনার সময় ট্রেনের ধাক্কায় সীতাকুণ্ডে মো. রবিউল হাসান (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে।
সোমবার রাতে উপজেলার ফৌজদারহাট রেল স্টেশনের সন্নিকটে এ ঘটনা ঘটে। নিহত রবিউল হাসান বরিশাল জেলার হিজলা উপজেলার কাউলিয়া বাজার গ্রামের মাহবুবুর আলমের পুত্র।
আরও পড়ুন: যশোরে ট্রেনের ধাক্কায় ব্যবসায়ী নিহত
জানা যায়, নিহত রবিউল মামার বাসায় বেড়াতে এসে রাতে কানে এয়ারফোন লাগিয়ে গান শুনে রেললাইনে হাটার সময় চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে ফৌজদারহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. ফারুক বলেন, কানে এয়ারফোন লাগিয়ে রেললাইন ধরে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় এক কিশোরের মৃত্যু হয়েছে।
তিনি আরও বলেন, লাশ উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
আরও পড়ুন: যশোরে ট্রেনের ধাক্কায় চাচা-ভাতিজার মৃত্যু
নাটোরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু
৫৫২ দিন আগে
কানে হেডফোন, নাটোরে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু
নাটোরের আব্দুলপুর রেলওয়ে জংশনে কানে হেডফোন লাগিয়ে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রকি ও সাকিব।
আব্দুলপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার এমদাদউল হক জানান, কানে হেডফোন লাগিয়ে রেললাইনের কাছে হাঁটার সময় ওই যুবককে ঢাকাগামী ‘বনলতা এক্সপ্রেস’ ধাক্কা দেয়। ঘটনাস্থলেই রকি মারা যায়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান জানান, সাকিবকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে সোমবার দুপুরে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: জগিং শেষে বাড়ি ফেরার পথে ট্রেনের ধাক্কায় ব্যবসায়ী নিহত
১১৪১ দিন আগে
হেডফোন লাগিয়ে গেম খেলার সময় ট্রেনের ধাক্কায় কিশোরের মৃত্যু
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার দিনোবাজার এলাকায় হেডফোন লাগিয়ে গেম খেলার সময় ট্রেনের ধাক্কায় এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মো. রাসেল (১৫) রাজারহাট উপজেলার মো. মজিদ মিয়ার ছেলে।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু সরকার বলেন, রাসেল হেডফোন লাগিয়ে রেল লাইনে বসে গেম খেলছিল। এমতাবস্থায় ঢাকাগামী ‘রংপুর এক্সপ্রেস’ শাটল ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে স্থানীয় হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে ওসি জানিয়েছেন।
আরও পড়ুন: সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে নিহত ১
১৫ জানুয়ারি থেকে অর্ধেক যাত্রী নিয়ে ট্রেন চলবে
১১৭৪ দিন আগে
দারাজের সাথে বিখ্যাত ব্র্যান্ড মনস্টারের চুক্তি
নিজেদের প্ল্যাটফর্মে গ্রাহকদের জন্য নতুন পরিসরের অডিও, ভিডিও এবং গেমিং পণ্য যুক্ত করার লক্ষ্যে সম্প্রতি আন্তর্জাতিকভাবে স্বনামধন্য ব্র্যান্ড ‘মনস্টার’র সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে দেশের বৃহত্তম ই-কমার্স মার্কেটপ্লেস দারাজ।
দারাজের অফিশিয়াল স্টোর হিসেবে সম্প্রতি মনস্টারের মেগা-ব্র্যান্ড উন্মোচন অনুষ্ঠিত হয়।
বর্তমানে মনস্টার অধিক পারফরমেন্সযুক্ত ক্যাবল তৈরিতে বিশ্বে শীর্ষস্থানীয়। অডিও-ভিডিও সরঞ্জাম সংযোগে মনস্টারের ক্যাবল ব্যাপকভাবে ব্যবহৃত হয়। প্রতিষ্ঠানটি এখন হেডফোন, স্পিকার, এইচডিএমআই ক্যাবল এবং পাওয়ার সল্যুশনসহ বিসৃত পরিসরের পণ্য নিয়ে বাজারে এগিয়ে রয়েছে। এখন থেকে দারাজেও তাদের পণ্য পাওয়া যাবে বলে জানা গেছে।
আরও পড়ুনঃ রিয়েলমি দারাজের যৌথ ঈদ ক্যাম্পেইন শুরু
দারাজের বাংলাদেশের হেড অব ক্রসবর্ডার এহতেসাম ইরাম বলেন, ‘আমরা সবসময় গ্রাহকদের সেরা মানের এবং বিস্তৃত পরিসরের পণ্য সরবরাহের চেষ্টা করে থাকি। এই চুক্তি স্বাক্ষর আমাদের সে প্রচেষ্টারই ধারাবাহিকতা।
তিনি বলেন, মনস্টার ইতোমধ্যে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছে; তাই আমরা তাদের সাথে চুক্তিবদ্ধ হয়েছি, যাতে মিউজিক এবং গেমপ্রেমীরা মনস্টারের পণ্যগুলো দারাজ থেকে সাশ্রয়ী মূল্যে কিনতে পারেন।’
এ চুক্তি স্বাক্ষরের ফলে দারাজ গ্রাহকরা সেরা মানের নিশ্চয়তার সাথে একটি আন্তর্জাতিক ব্র্যান্ডের পণ্য ক্রয় করতে পারবেন বলে জানান সংশ্লিষ্টরা।
দারাজ ইলেকট্রনিকস উইক উপলক্ষ্যে (যা চলবে ৯ থেকে ১৫ জুন পর্যন্ত) মনস্টার মেগা ডিলে ক্রেতারা পাবেন ৪৫ শতাংশ পর্যন্ত অফার। পণ্য কিনতে এবং অফারগুলো পেতে ভিজিট করা যাবে- https://www.daraz.com.bd/shop/monster-official-store।
১৩৯০ দিন আগে
হেডফোন ছাড়াই শুনতে পাবেন গান
এমন একটা পৃথিবীর কথা ভাবুন তো যেখানে কানে হেডফোন না থাকার পরও শুধু আপনিই পছন্দের শব্দগুলো শুনতে পাচ্ছেন। পাশের জনকে কোনো ধরনের বিরক্ত না করে আপনি পছন্দের গান শুনছেন, জোড়ালো শব্দে কম্পিউটার গেমস খেলছেন বা মুভি দেখছেন। আপনি নড়াচড়া করলেও সেই শব্দ শুধু আপনার কানেই পৌঁছে যাচ্ছে।
১৫৯৮ দিন আগে