জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড
তরুণদের আরও দায়িত্ব দেয়ার সময় হয়েছে: রাদওয়ান মুজিব সিদ্দিক
তরুণদের ক্ষমতায়ন ও তাদের আরও দায়িত্ব দেয়া নিয়ে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক ‘কথাকে কাজে পরিণত’ করতে চান।
তিনি বলেন, ‘আমাদের শুধু কথা বললেই হবে না। একে কাজে পরিণত করতে হবে। শুধু এটা বললেই হবে না আমরা তরুণদের হাতে সব দায়িত্ব দিয়ে দেব। তাদের হাতে আরও দায়িত্ব দেয়ার সময় হয়েছে। ব্যবসা, রাজনীতি, এনজিও সবখানে তরুণদের সুযোগ করে দিতে হবে।’
সোমবার জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তরুণদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।
রাদওয়ান বলেন, ‘যেভাবে কাজ করছেন চালিয়ে যান। আমরা আপনাদের কাছ থেকে অনেক অনুপ্রেরণা পাই। বিশ্ব একটি কঠিন সময় পার করছে। তবে আপনারাই আমাদের উৎসাহ।’
তরুণদের নেতৃত্বাধীন সংগঠন যেগুলো সমাজে ইতিবাচক পরিবর্তন এনেছে এমন ৭৫০টি সংগঠন থেকে আবেদন পায় ইয়ুথ বাংলা। এরপর সেখান থেকে প্রাথমিকভাবে ৩১টি সংগঠনকে মনোনয়ন দেয়া হয় এবং সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে ভূমিকা রাখায় ১৫টি সংগঠনকে ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-২০২১’ দেয়া হয়।
তিনি বলেন, ‘যে তরুণরা সমাজে অবদান রেখেছেন তাদের জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের মাধ্যমে স্বীকৃতি দেয়া হয়েছে। আজকের এই দিনে আমরা স্মরণ করছি ১৯৭১ এর তরুণ প্রজন্মকে, যাদের সাহস ও ত্যাগের কারণে আমরা আজ এখানে এই অনুষ্ঠান করতে পারছি। ভিশন-২০২১ এরপর ২০৪১ এর দিকেও আমরা এগিয়ে যাচ্ছি। সবই করতে পারছি তাদের ত্যাগের জন্য। তাদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।’
আরও পড়ুন: বিজয়ীদের হাতে ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ তুলে দেবেন রাদওয়ান মুজিব
৩ বছর আগে
‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড ২০২১’ বিজয়ীদের নাম ঘোষণা ২০ ডিসেম্বর
দেশ গঠনে এগিয়ে আসা তরুণদের জন্য সর্বোচ্চ সম্মাননা জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড ২০২১ (জেবিওয়াইএ) আগামী ২০ ডিসেম্বর (সোমবার) বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। শুক্রবার এই আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট একটি ঘনিষ্ঠ সূত্র এ তথ্য জানিয়েছে।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ব্যবহৃত অবিস্মরণীয় স্লোগান ‘জয় বাংলা’র স্মরণে প্রতি দুই বছরে একবার এ পুরস্কার দেয়া হয়। তবে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে এবছর ব্যবধান কমিয়ে এক বছর করা হয়েছে।
আওয়ামী লীগের গবেষণা উইং সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) পৃষ্ঠপোষকতায় পরিচালিত ইয়াং বাংলার সূত্র জানায়, বিচারকেরা এই আয়োজনের প্রশংসা করে বলেছেন, তরুণ অর্জনকারীরা শুধু দেশকেই না, বিশ্বকেও পরিবর্তনের সম্ভাবনার অধিকারী বলে মনে করা হয়।
আরও পড়ুন: জাতিসংঘের ‘চ্যাম্পিয়ন অব গ্লোবাল চেঞ্জ’ পুরস্কার পেলেন ড.ইউনূস
ইয়াং বাংলা পুরস্কারের জন্য প্রায় ৭৫০টি যুব-নেতৃত্বাধীন সংস্থা থেকে আবেদন পেয়েছে। সেখান থেকে বাছাইয়ের মাধ্যমে তারা ১৫টি সংস্থাকে পাঁচটি বিভাগে পুরস্কার দেবে।
সিআরআই এর তরুণদের সংগঠন ইয়াং বাংলা ২০১৪ সালে আত্মপ্রকাশের পর মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্লোগান 'জয় বাংলা'র নামে চালু করে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড।
আরও পড়ুন: পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হলো প্রথম বাংলাদেশ কউচার উইক
প্রথম ইউনেস্কো-বঙ্গবন্ধু পুরস্কার প্রদান করলেন প্রধানমন্ত্রী
৩ বছর আগে
জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড প্রদান ১৭ নভেম্বর
দেশের তরুণদের অন্যতম বৃহৎ প্ল্যাটফর্ম ‘ইয়াং বাংলা’ আয়োজিত ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-২০২০’-এর চতুর্থ আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৭ নভেম্বর।
৪ বছর আগে