দীপাবলি
‘জয় ভীম’: হলিউডকে পেছনে ফেলে আইএমডিবি রেটিং-এ শীর্ষে প্রথম ভারতীয় চলচ্চিত্র
দীপাবলির আগে অ্যামাজন প্রাইম ভিডিওতে চলতি মাসের ২ নভেম্বর মুক্তি পায় তামিল ছবি ‘জয় ভীম’। টুডি এন্টারটেইনমেন্ট স্ট্রিমিং পরিসেবা ২০২১ এর ৫ আগস্ট অ্যামাজন প্রাইম ভিডিওর সাথে পরপর চারটি ছবি রিলিজের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়৷ ‘জয় ভীম’ সেই চারটির মধ্যে প্রথম ছবি। চলচ্চিত্রটি তামিল ছাড়াও তেলেগু, মালায়ালাম, কন্নড় এবং হিন্দি ভাষায় মুক্তি পায়। এটিই সর্বপ্রথম ভারতীয় মুভি যেটি ৯.৫/১০ রেটিং নিয়ে আইএমডিবি’র সর্বোচ্চ রেটযুক্ত চলচ্চিত্রে পরিণত হয়েছে। সারা ভারতবর্ষ জুড়ে সাড়া ফেলে দেয়া এই মুভির বিস্তারিত নিয়েই আজকের বিনোদনধর্মী ফিচার।
বিচারপতি কে. চান্দ্রুর জীবনের গল্প ‘জয় ভীম’
ঘটনার প্রেক্ষাপটটি ১৯৯৩ সালে ইরুলার এক উপজাতি দম্পতি শিঞ্জিনি এবং রাজাকান্নুকে ঘিরে। রাজাকান্নুকে পুলিশ গ্রেপ্তার করে এবং পরে তিনি থানা থেকে নিখোঁজ হয়ে যান। অন্তঃসত্ত্বা শিঞ্জিনি স্বামীর বিচার চাইতে অ্যাডভোকেট চান্দ্রুর সরণাপন্ন হন। চান্দ্রু রাজাকান্নুকে জেলে নেয়ার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। পাশাপাশি সত্য অনুসন্ধানের জন্য ১৯৭৬ সালের ভারত জুড়ে জরুরি অবস্থা চলাকালীন পুলিশ দ্বারা নির্যাতনের মাধ্যমে কালিকাট প্রকৌশলী কলেজের ছাত্র রাজন হত্যার কথা উল্লেখ করেন।
আরও পড়ুন: সিয়াম-পূজা জুটি ও তাসকিনের অ্যাকশন থ্রিলার ‘শান’ দিয়ে শুরু হচ্ছে নতুন বছর
বিচারপতি কে. চান্দ্রুর সেই উপজাতি দম্পতির সুবিচারের জন্য আইনী লড়াইয়ের সত্য ঘটনা কে কেন্দ্র করেই ‘জয় ভীম’-এর গল্প।
তামিল মুভি ‘জয় ভীম’-এর নির্মাণের কথা
‘জয় ভীম’ মুভিটির পরিচালনা ও রচনা দুটোই করেছেন জে জ্ঞানভেল। টুডি এন্টারটেইনমেন্টের অধীনে মুভিটির প্রযোজনার কাজ করেছেন তামিলের জনপ্রিয় অভিনয় দম্পতি জ্যোথিকা এবং সুরিয়া।
২০২১ সালের এপ্রিলে আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে ছবিটি দৃশ্য ধারণ শুরু করে, যার অনেকগুলোই চেন্নাই এবং কোডাইকানালে শ্যুট করা হয়েছিল। করোনা মহামারির কারণে শ্যুটিং স্থগিত হওয়ার পর ২০২১ এর জুলাই মাসে আবার শুরু হয়। শ্যুটিং-এর সামগ্রিক কাজ শেষ হয় সেপ্টেম্বর নাগাদ।
আরও পড়ুন: বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘বায়োপিক’
চলচ্চিত্রটির সিনেমাটোগ্রাফিতে ছিলেন এস.আর. কাথির এবং সম্পাদনা করেছেন ফিলোমিন রাজ। মিউজিক ও ফিল্ম স্কোর করেছেন শন রোল্ডান। প্রোডাকশন ডিজাইনার জ্যাকি এবং স্টান্ট কো-অর্ডিনেটর জুটি আনবারিভও সিনেমাটির টেকনিক্যাল টীমের সদস্য ছিলেন। ২০২১ এর ২৩ জুলাই প্রথম লুক প্রকাশের সাথে ‘জয় ভীম’ ছবির শিরোনাম ঘোষণা করা হয়।
১৪৯৪ দিন আগে
একাত্তরের মুক্তিযুদ্ধে বর্বরতার কথা স্মরণ করলেন মোদী
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাত্তরের মুক্তিযুদ্ধের সময় হওয়া বর্বরতার কথা স্মরণ করে বলেছেন, এটি এমন এক সময় ছিল যখন পাকিস্তানি সেনাবাহিনী বাংলাদেশের নিরীহ নাগরিকদের হত্যা করা ছাড়াও তাদের ওপর অমানুষিক নির্যাতন ও নিপীড়ন চালিয়েছিল।
১৮৬৫ দিন আগে
নয়াদিল্লিতে কোভিড সংক্রমণ বৃদ্ধি অব্যাহত
ভারতে নতুন করে করোনাভাইরাস আক্রান্তের সার্বিক সংখ্যা শনিবার স্থির থাকলেও রাজধানী দিল্লিতে বিভিন্ন উৎসবের কারণে সংক্রমণের সংখ্যা বেড়েছে।
১৮৬৭ দিন আগে