গোপন বৈঠক
আবাসিক হোটেলে ‘গোপন বৈঠকের’ অভিযোগে ১৯ ইউপি সদস্য আটক
কক্সবাজার শহরে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ‘গোপন বৈঠকের’ অভিযোগে ১৯ জন ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৮ নভেম্বর) রাত ১১টার দিকে শহরের কলাতলী ইউনি রিসোর্টের পঞ্চম তলার হল রুম থেকে তাদের আটক করা হয়।
আটক হওয়া টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য জহির আহমেদ বলেন, ‘জেলার ৯টি উপজেলার ইউপি সদস্যদের নিয়ে গঠিত সংগঠন মেম্বার অ্যাসোসিয়েশনের আলোচনা সভা চলছিল। আমরা প্রায় ৭০ জনের মতো ইউপি সদস্য উপস্থিত ছিলাম। সেখানে দেশের ক্রান্তিকালে কীভাবে কাজ করা যায়, সেটি নিয়ে আলোচনা হচ্ছিল। পুলিশ ও সমন্বয়করা ঢুকে আমাদের অশ্লীল ভাষায় গালিগালাজ করে আটক করে। আমাদের যদি গোপন বৈঠক থাকতো তাহলে সড়কের পাশে হোটেলে এতবড় অনুষ্ঠান হতো না। আমাদের হয়রানি করা হচ্ছে।’
আরও পড়ুন: চট্টগ্রামে পর্যটন কেন্দ্রে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ১
পুলিশের কাছ থেকে ছাড়া পাওয়া মহেশখালী এলাকার ইউপি সদস্য সেলিম বলেন, ‘আজ আমাদের মেম্বার অ্যাসোসিয়েশনের আলোচনা সভা ছিল। সেখানে সব রাজনৈতিক দলের মানুষও ছিলেন। কিন্তু এভাবে আমাদের ভাইদের আটক করার তীব্র নিন্দা জানাই।’
এদিকে পুলিশ হোটেল ঘেরাও করায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। একারণে হোটেলের পর্যটদের কাউকে কাউকে হোটেল ছেড়ে চলে যেতে দেখা গেছে।
ইউনি রিসোর্টে ৫০৫ নম্বর কক্ষের পর্যটক মিরাজ বলেন, ‘আমি আমার পরিবারকে নিয়ে এই হোটেলে উঠেছিলাম। হঠাৎ পুলিশ হোটেল ঘেরাও করে। কিছুক্ষণ পর কেয়কজন ছাত্র পরিচয় দিয়ে হোটেলে ডুকে পড়েন। আমরা নিজেদের নিরাপদ মনে করছি না। তাই চলে যাচ্ছি।‘
এদিকে অভিযানের নিউজ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের ভিডিও ফুটেজ নিতে বাধা দেন সমন্বয়ক পরিচয়ধারীরা। এক পর্যায়ে সাংবাদিকদের উপর হামলাও করেন তারা।
দৈনিক বাংলার জেলা প্রতিনিধি আশরাফ বিন ইউছুফ বলেন, হোটেলে পুলিশের অভিযান চলছে এমন খবরে আমরা নিউজ সংগ্রহ করতে আসি। আমরা ছবি তুলতে গেলে আমাদের বাধা দেওয়া হয়। ভিডিও ধারণ করতে গেলে দালাল বলে গালিগালাজ করেন এক যুবক। তিনি নিজেকে সমন্বয়ক পরিচয় দেন।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান বলেন, আওয়ামী লীগ সমর্থিত ইউপি সদস্যরা ইউনি রিসোর্টে গোপন বৈঠক করছে- এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এখানে অনেক ইউপি সদস্য আছেন। যাদের বিরুদ্ধে মামলা আছে, তাদের আটক করা হবে এবং যাদের বিরুদ্ধে মামলা নেই তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
পুলিশের অভিযানে অর্ধশত কথিত সমন্বয়ক কেন- এমন প্রশ্নের জবাব দেননি পুলিশের এই কর্মকর্তা।
আরও পড়ুন: পটুয়াখালীতে যৌথবাহিনীর অভিযানে পিস্তল-গুলি জব্দ, আটক ১
১ মাস আগে
যশোরে ‘নাশকতার পরিকল্পনায়’ গোপন বৈঠক থেকে জামায়াতের ৬ নেতা-কর্মী গ্রেপ্তার
যশোরের শার্শায় জামায়াতের সাবেক উপজেলা সেক্রেটারিসহ ৬ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) রাতে নাশকতার পরিকল্পনায় গোপন বৈঠকের সময় তাদের গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- উপজেলার টেংরা গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে উপজেলা জামাতি ইসলামের সাবেক সেক্রেটার মাওলানা হাবিবুর রহমান (৫০), শ্যামলাগাছি গ্রামের মৃত কাওছার আলীর ছেলে আহম্মদ আলী (৫০), পান্তাপাড়া গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে আব্দুস সালাম (৫০), সামাদের ছেলে নূর ইসলাম (৩৮), স্বরুপদাহ গ্রামের আবু তালেবের ছেলে মহসিন আলী (২৮) ও ফকির চাঁদের ছেলে মসলেম আলী (৫৫)।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ইজিবাইক চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার: র্যাব
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিকুল ইসলাম জানান, সোমবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে শার্শা উপজেলার আহম্মদ আলীর বাড়িতে নাশকতা করার জন্য মিটিং করছিল। পুলিশ গোপন সংবাদ পেয়ে আহম্মদ আলীর বাড়িতে অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, এ সময় আরও অনেক নেতাকর্মী সেখান থেকে পালিয়ে যায়।
ওসি জানান, নাশকতার প্রস্তুতিকালে শার্শা উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারিসহ ৬ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে চারটি ককটেল, লাঠিসোটা, লোহার রডসহ ইট পাটকেল উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এ ঘটনায় শার্শা থানায় গ্রেপ্তার ব্যক্তিদেরসহ অজ্ঞাতনামা ২৫ থেকে ৩০ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা হয়েছে। মামলা তদন্ত করে বাকি আসামিদের গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
আরও পড়ুন: যশোরে অস্ত্র-মাদক জব্দ, গ্রেপ্তার ১
১ বছর আগে
চাঁপাইনবাবগঞ্জে গোপন বৈঠকে বিএনপির ১৫ নেতাকর্মী আটক, ককটেল উদ্ধারের দাবি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গোপন বৈঠককালে বিএনপির ১৫ নেতাকর্মীকে আটক করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে সাতটি তাজা ককটেল জব্দ করার দাবি করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার রাণীহাটি এলাকা থেকে বিএনপি নেতাকর্মীদের আটক করা হয়।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু
পুলিশের দাবি, নাশকতা চালানোর উদ্দেশ্যে এই গোপন বৈঠকের আয়োজন করা হয়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ জানান, শিবগঞ্জ উপজেলার রাণীহাটি এলাকায় বিএনপি নেতা আশরাফ চেয়ারম্যানের বাড়ির পাশে তার একটি গোডাউনে বিএনপি নেতাকর্মীরা গোপন বৈঠক করছে।
তিনি আরও বলেন, তথ্য পেয়ে পুলিশ সেখানে অভিযান চালালে সাতটি ককটেল বোমা উদ্ধার করে এবং বিএনপির ১৫ নেতাকর্মীকে আটক করে।
পুলিশ এই বৈঠকের আলোচ্যসূচি হিসেবে নাশকতা কর্মকাণ্ডকেই দেখছে।
আটকদের মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ৫ দিন পর বৃদ্ধের লাশ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি জব্দ, এনজিও পরিচালক আটক
২ বছর আগে
চাঁপাইনবাবগঞ্জে ৫৭ শিবির নেতাকর্মী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে গোপন বৈঠক করার সময় ইসলামী ছাত্র শিবিরের ৫৭ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে সংগঠনের বই, জিহাদি লিফলেট ও গেঞ্জি উদ্ধার করে পুলিশ। নাচোল উপজেলার নেজাপুর ইউনিয়নের দোগাছী এলাকার স্বপ্নপল্লী পার্ক থেকে রবিবার সন্ধ্যায় দিকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নেতা-কর্মীর বাড়ি চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ, জয়পুরহাট, সিরাজগঞ্জ জেলায় বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন: রেটিনা কোচিং সেন্টার থেকে শিবিরের ৯ নেতা-কর্মী আটক
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান জানান, স্বপ্নপল্লী পার্কে শিবির নেতাকর্মীরা নাশকতামূলক কর্মকাণ্ড করার জন্য সমবেত হয়েছে এমন খবরের ভিত্তিতে রবিবার সন্ধ্যায় সেখানে অভিযান চালানো হয়। এই সময় ১২ থেকে ১৩ বছরের অল্প বয়সি বেশ কিছু ছেলেসহ ২০২ জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। সেখান থেকে সংগঠনের বিভিন্ন বই, জেহাদি লিফলেট, গেঞ্জি উদ্ধার করে পুলিশ। এর গভীর রাত পর্যন্ত যাচাই বাছাই শেষে সোমবার ৫৭ জনের বিরুদ্ধে নাচোল থানায় মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: সিলেটে ২ উপজেলায় বিএনপির ১০ নেতা-কর্মী আটক
২ বছর আগে
ঠাকুরগাঁওয়ে জেএমবি সামরিক শাখার ২ সদস্য গ্রেপ্তার
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানা পুলিশ নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেএমবি'র সামরিক শাখার দুই সদস্যকে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার ভোরে রাণীশংকৈল উপজেলার ভরনিয়া শিকনাথপুর গ্রামের ভরনিয়া ডিসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গোপন বৈঠক চলাকালে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ঠাকুরগাঁও জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. কামাল হোসেন ও রাণীশংকৈল থানার ওসি এস এম জাহিদ ইকবাল এ তথ্য জানান।
আরও পড়ুন: জয়পুরহাটে ‘জেএমবি সদস্য’ গ্রেপ্তার
গ্রেপ্তার দু’জন হলেন রংপুরের গঙ্গাচড়া থানার মহুভাষা জুম্মাপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে আব্দুল কাফি (২৭) ও কুড়িগ্রাম জেলার নলেয়া ব্যাপারী মোড় মহল্লার জাহাঙ্গীর হোসেনের ছেলে হযরত আলী (২১)।
অতিরিক্ত পুলিশ সুপার মো. কামাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। তারা দুজনেই নিষিদ্ধ ঘোষিত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবির) সামরিক বিভাগের সদস্য। আদালতে তাদেরকে হাজির করে ১০ দিনের রিমান্ড চাওয়া হবে।
এর আগে গত ১৭ মার্চ রাণীশংকৈলে অস্ত্রসহ দুই জেএমবি সদস্য আটকের মামলায় এ দুজন এজাহারভুক্ত পলাতক আসামি ছিল।
আরও পড়ুন: রাজশাহীতে ‘জেএমবি’র ৩ সদস্য আটক
রাণীশংকৈল থানার ওসি (তদন্ত) মো. আব্দুল লতিফ শেখ জানান, গ্রেপ্তার দু’জন এখানে এসেছিল তাদের কী করণীয় ও সংগঠনের কাযর্ক্রমে গতিশীলতা এবং নাশকতামূলক কর্মকাণ্ড ঘটিয়ে সরকারকে বেকায়দায় ফেলানোর নীল নকশা তৈরি করতে।
আরও পড়ুন: সাভারে দুই জেএমবির সদস্য আটক
উল্লেখ্য, গত ১৭ মার্চ ৩ টি আগ্নেয়াস্ত্র, ৫ রাউন্ড গুলি, জেহাদী বই ও মোবাইল সেটসহ নিষিদ্ধ ঘোষিত জেএমবির সামরিক শাখার ২ সদস্যকে গ্রেপ্তার করেছিল রাণীশংকৈল থানা পুলিশ। গ্রেপ্তারকৃত এমদাদুল হক (৩১) ও শহিদুল ইসলাম (১৮) সহোদর ভাই ছিলেন। ওই ঘটনায় রাণীশংকৈল থানায় সন্ত্রাস বিরোধী আইনে এবং অস্ত্র আইনে পৃথক দুটি মামলা হয়।
৩ বছর আগে
লালমনিরহাটে ‘গোপন বৈঠকের’ সময় জামায়াত ও হেফাজতের ৯ নেতা গ্রেপ্তার
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ‘গোপন বৈঠকের’ সময় জামায়াতের আমীরসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে উপজেলার তুষভান্ডার ইউনিয়নের কাশিরাম মুন্সির বাজার এলাকার একটি বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন:ভারতে প্রবেশকালে লালমনিরহাট সীমান্তে আটক ১২
তারা হলেন- উপজেলার তুষভান্ডার ইউনিয়নের কাশিরাম গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে তুষভান্ডার ইউনিয়ন জামায়াতের আমীর মোজাম্মেল হক(৫৩), একই গ্রামের ইসমাইল হোসেনের ছেলে শাহীন মিয়া(৩৫), মৃত উসমান আলীর ছেলে আবু বক্কর(৭০), মৃত নজমুদ্দিনের ছেলে নজরুল ইসলাম(৫৭), মৃত ফয়জার উদ্দিনের ছেলে ফুয়াদ হোসেন(৪০), মৃত নজরুল হকের ছেলে সাবু মিয়া(৫০), বৈরাতি গ্রামের ফজলে রহমানের ছেলে শহিদুল ইসলাম(৪০), একই গ্রামের ইমান আলীর ছেলে ফরিদুল ইসলাম(৩০) ও জামির বাড়ি গ্রামের বেলাল মোস্তফার ছেলে আবু সাঈদ (২৬)।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেনের ভাষ্যমতে, ওই এলাকায় আবু বক্কর সিদ্দিকের বাড়িতে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা একটি গোপন বৈঠকে বসেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই বাড়িতে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে সবাই পালিয়ে গেলেও তুষভান্ডার ইউনিয়ন জামায়াতের আমীর মোজাম্মেল হকসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে কিছু জিহাদী বই, লিফলেট ও চাঁদা আদায়ের রশিদ উদ্ধার করে পুলিশ।
আরও পড়ুন:লালমনিরহাটে হারিয়ে যাওয়ার ২৭ দিন পর ম্যাগজিনসহ গুলি উদ্ধার
তিনি আরও বলেন, পুলিশের ধারণা, তারা নাশকতামূলক কাজ করতে ওই বৈঠকে বসেছিলেন। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন: চট্টগ্রামে ‘হেফাজতের’ হামলায় আহত আ’লীগ নেতার মৃত্যু
৩ বছর আগে
কুষ্টিয়ায় ‘গোপন বৈঠক’ থেকে জামায়াতের ২৫ নারী কর্মী আটক
কুষ্টিয়ায় ‘নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক’ করার অভিযোগে শনিবার রাতে জামায়াতের ২৫ নারী কর্মীকে আটক করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা পুলিশ।
৪ বছর আগে