ট্রাক্টরের ধাক্কা
লালমনিরহাটে ট্রাক্টরের ধাক্কায় বৃদ্ধ নিহত
লালমনিরহাটের কালীগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার (২৯ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার সুকানদিঘী বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল জব্বার (৬৫) চলবলা ইউনিয়নের তেঁতুলিয়া এলাকার মৃত গমরদ্দির ছেলে।
স্থানীয়রা জানান, বুধবার সকালে উপজেলার সুকানদিঘী বাজারে যাচ্ছিলেন আব্দুল জব্বার। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি।
আরও পড়ুন: মালয়েশিয়ায় গুদাম ধসে ৩ বাংলাদেশি শ্রমিক নিহত
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৃদ্ধ পরিবারের পক্ষ থেকে এখনো থানায় কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে নিহত ১
১ বছর আগে
পঞ্চগড়ে ট্রাক্টরের ধাক্কায় পথচারী নিহত
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ট্রাক্টরের ধাক্কায় পথচারী নিহত হয়েছেন। রবিবার উপজেলার শালবাহানহাট ইউনিয়নের কৈমারী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত জিয়া (৪২) উপজেলার শালবাহানহাট ইউনিয়নের সোনাকন্দর এলাকার দেবারু মোহাম্মদের ছেলে।
আরও পড়ুন: রৌমারীতে ট্রাক্টরের চাপায় যুবক নিহত
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছায়েম মিয়া জানান, তেঁতুলিয়া উপজেলার শালবাহানহাট ইউনিয়নের কৈমারী এলাকায় একটি ট্রাক থেকে মুরগির লিটার (বিষ্ঠা) আনলোড করা হচ্ছিল। জিয়া রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় পেছন থেকে একটি ট্রাক্টর তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জিয়াকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: সাতক্ষীরায় ট্রাক্টরের ধাক্কায় ইটভাটার ২ শ্রমিক নিহত
২ বছর আগে
নওগাঁয় ট্রাক্টরের ধাক্কায় ২ সহোদর নিহত
নওগাঁ পত্নীতলা উপজেলার জলকার মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহতের ঘটনা ঘটেছে।
শুক্রবার রাত ৯ টার দিকে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই সহদর ভাই নিহত হয়।
নিহতরা হলেন- উপজেলার মহিমাপুর গ্রামের মৃত নেপাল চন্দ্রের ছেলে অলিত চন্দ্র (৩২) ও সুভাষ চন্দ্র (২৬)।
আরও পড়ুন: মেহেরপুরে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম শাহ্ জানান, অলিত চন্দ্র ও সুভাষ চন্দ্র দুই ভাই মোটরসাইকেল যোগে মধইলবাজার থেকে নজিপুর পৌরসভা এলাকায় আসার পথে জলকার মোড়ে তাদের মোটরসাইকেলটি ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের ফলে ঘটনাস্থলে অলিত চন্দ্র নিহত হন। স্থানীয়রা ছোট ভাই সুভাষ চন্দ্রকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়ার পথে তিনিও মারা যান।
আরও পড়ুন: গৌরনদীতে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ ভাইয়ের মৃত্যু
ওসি জানান, ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে পত্নীতলা থানায় একটি মামলা দায়ের হয়েছে।
৩ বছর আগে
সাতক্ষীরায় ট্রাক্টরের ধাক্কায় ইটভাটার ২ শ্রমিক নিহত
সাতক্ষীরায় মাটি বহনকারী ট্রাক্টরের ধাক্কায় ইটভাটার দুই শ্রমিক নিহত হয়েছেন।
৩ বছর আগে
কুড়িগ্রামে ট্রাক্টরের ধাক্কায় শিশুর মৃত্যু
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ট্রাক্টরের ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে।
৪ বছর আগে