পরাজয়
গণমাধ্যমের পরাজয় মানে রাষ্ট্রের পরাজয়: কাদের গণি চৌধুরী
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) মহাসচিব কাদের গণি চৌধুরী বলেছেন, গণমাধ্যমের পরাজয় মানে জনগণের পরাজয়। আর জনগণের পরাজয় মানে রাষ্ট্রের পরাজয়। তাই গণমাধ্যমকে পরাজিত হতে দেওয়া যাবে না।
শুক্রবার (১ নভেম্বর) দুপুরে কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: ডিআরইউ ও জাতীয় প্রেসক্লাবে বিএফইউজে সভাপতি গাজীর জানাজা অনুষ্ঠিত
কাদের গণি চৌধুরী বলেন, সত্য বলার সাহসিকতা সাংবাদিকতার মূলমন্ত্র। সৎ সাংবাদিকতা সত্যকে প্রতিষ্ঠিত করে। সৎ সাংবাদিকতা সত্যের আরাধনা করে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজকে এগিয়ে নেয়, গণতন্ত্রকে বিকশিত করে। তাই সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতা করতে হবে। সততা না থাকলে সাংবাদিকতা থাকে না। সাংবাদিকদের কলম মুক্ত হলে সমাজ উপকৃত হয়। আবার কলমের শক্তিকে ইতিবাচক কাজে ব্যবহার না করলে জাতির সর্বনাশ ঘটে। তাই বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে কোনো অজুহাত নয়। একপেশে, দলবাজি সাংবাদিকতা নয়, বাণিজ্যিক উদ্দেশ্য নয়, গণমানুষের মনের কথা পত্রিকার পাতায় পাতায় তুলে ধরতে হবে। যতই অলিখিত সরকারি কালাকানুন থাকুক না কেন, ক্ষমতাশালীদের বাধা থাকুক না কেন, গণমানুষের কথা আমাদের বলতে হবে।
তিনি বলেন, জনগণ দাস সাংবাদিকতাকে মনেপ্রাণে ঘৃণা করে। তাদের আত্মসমর্পণকে ঘৃণা করে। তাই অন্যায়-অবিচারের বিরুদ্ধে সম্পাদক-সাংবাদিকদের নির্ভীক, নির্লোভ ভূমিকা পালন করতে হবে।
কাদের গণি চৌধুরী বলেন, সংবাদপত্র জাতির দর্পণ শুধু কাগজ-কলমে নয়, বক্তৃতা-ভাষণে নয়, সত্যিকারভাবে জাতির বিবেকের ভূমিকা পালন করতে হবে। মোহমুক্ত হয়ে সাংবাদিকতা করতে পারলেই বাংলাদেশকে দুর্নীতি ও ফ্যাসিবাদমুক্ত করা সম্ভব হবে।
সাংবাদিক নেতা গণি বলেন, তথ্যনির্ভর কোনো সংবাদ বা কলাম বিগত ১৫ বছরে পত্রিকায় দেখা যায়নি। তখন পত্রিকা অফিস থেকে বলা হতো, প্রকাশে অনেক ঝুঁকি আছে। ঝামেলা আছে। বাধা আছে।
কাদের গনি চৌধুরী বলেন, একজন সাংবাদিকের কাজ সমাজের প্রকৃত চিত্র তুলে ধরা। সে জন্য গণমাধ্যমকে সমাজের দর্পণ বলা হয়। এই দর্পণে প্রতিবিম্বিত হয় সমাজের প্রতিচিত্র। অন্যায়, অনিয়ম, নিগ্রহ, শোষণ-বঞ্চনা ও অধিকার হরণের বিরুদ্ধে একজন সাংবাদিককে সোচ্চার থাকতে হয় সবসময়।
জেইউসি'র সাধারণ সভায় বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা সাংবাদিক ইউনিয়ন সভাপতি মো. শহিদুল ইসলাম বলেন, আমাদের এখনও চুড়ান্ত বিজয় আসেনি। আংশিক বিজয় এসেছে। এখনও দেশের বিরুদ্ধে নানাভাবে ষড়যন্ত্র চলছে। কখনও আনসার বিদ্রোহ হয়ে, কখনও বিচার বিভাগে, কখনও সরকারের উপদেষ্টাদের বিতর্কিত করার চেষ্টার মধ্যদিয়ে। এখন আমাদের ধৈর্যের পরিচয় দিতে হবে।
তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, কাজ ও কথায় যদি আমাদের না মেলে তখন নিজেদের মধ্যে সম্পর্ক নষ্ট হয়। এখন সেই সময় নয়। ঐক্যবদ্ধ থাকতে না পারলে বিজয় ধরে রাখা যাবে না।
সাংবাদিক নেতা শহিদুল ইসলাম বলেন, যারা ফ্যাসিবাদের হয়ে যারা ভূমিকা রেখেছেন তাদের বড় একটা অংশ হলো সাংবাদিক। এই সাংবাদিকরা ঠিক থাকলে দেশে ফ্যাসিবাদ হতো না।
তিনি দেশে কোন গণমাধ্যম বন্ধ হবে না জানিয়ে বলেন, ফ্যাসিবাদের দোসরের মতো সাংবাদিকতা করলে হবে না।
সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার সাধারণ সম্পাদক মোস্তফা সরওয়ারের সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় আরও বক্তব্য দেন চট্টগ্রাম শ্রম অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুস সাব্বির ভূঁইয়া, কক্সবাজার প্রেসক্লাব সভাপতি মাহবুবর রহমান। শুভেচ্ছা বক্তব্য দেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার সভাপতি জি এ এম আশেক উল্লাহ।
আরও পড়ুন: কোটা সংস্কার আন্দোলনকারীদের ‘রাজাকার’ স্লোগানে এডিটরস গিল্ড ও বিএফইউজের নিন্দা
১ মাস আগে
আইসিসি বিশ্বকাপ ২০২৩: পাকিস্তানের কাছে হেরে টানা ষষ্ঠ পরাজয় বাংলাদেশের
মঙ্গলবার কলকাতায় পাকিস্তানের বিপক্ষে ম্যাচসহ টানা তৃতীয় ম্যাচে পুরো ৫০ ওভার ব্যাট করতে ব্যর্থ হয় বাংলাদেশ। একই সময়ে তারা চলমান আইসিসি বিশ্বকাপ ২০২৩-এ সাত ম্যাচে মাত্র একবার তাদের প্রতিপক্ষকে অলআউট করেছিল। এবারের আসরে বাংলাদেশ দলের ব্যাটিং এবং বোলিং উভয়ক্ষেত্রেই পারফরম্যান্সের অভাব ছিল। এছাড়া সাবপার ফিল্ডিংয়ের কারণে টাইগারদের জন্য আরও জটিল হয়েছিল পরিস্থিতি।
ফলে মাঠে নানা প্রতিকূলতার সঙ্গে লড়াই করা বাংলাদেশ বিশ্বকাপে আরও একটি পরাজয়ের মুখোমুখি হয়েছে।
মঙ্গলবার প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তানকে কঠিন চ্যালেঞ্জ দিতে পারেনি তারা। ২০৪ রানের কম স্কোর করে তারা ম্যাচটি সাত উইকেটের উল্লেখযোগ্য ব্যবধানে হেরেছিল।
আরও পড়ুন: আইসিসি বিশ্বকাপ ২০২৩: নিউজিল্যান্ডকে হারাল অস্ট্রেলিয়া
এই পরাজয়ের ফলে ২০২৫ সালে পাকিস্তানে অনুষ্ঠেয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পরবর্তী আসরে তাদের অংশগ্রহণ নিয়ে সংশয় দেখা দিয়েছে।
টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন দলের সঙ্গে লড়াই করা বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। তবে মাত্র ২৩ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে সেই সিদ্ধান্তের যৌক্তিকতা প্রমাণে ব্যর্থ হয় তারা।
ওপেনার তানজিদ হাসান রান না করেই আউট হন এবং পরের দুই ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত মাত্র চার ও পাঁচ রান করে বিদায় নেন।
লিটন দাস ও মাহমুদউল্লাহ রিয়াদ চতুর্থ উইকেট জুটিতে ৭৯ রানের জুটি গড়েন। দুজনকেই ক্রিজে স্থির মনে হচ্ছিল। তবে ৪৫ রানের আশাব্যঞ্জক ইনিংসের পর লিটনের আউট হওয়াটা ছিল আকস্মিক ধাক্কা। তার কাছে আরও বড় স্কোরের জন্য প্ল্যাটফর্ম ছিল, তবে আবারও পতন ঘটল।
মাহমুদউল্লাহ অবশ্য অনড় ছিলেন। তিনি এই বিশ্বকাপে একমাত্র বাংলাদেশি হিসেবে সেঞ্চুরি ও ফিফটি উভয়ই অর্জন করেছেন এবং এই টুর্নামেন্টে তিনি বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক।
আরও পড়ুন: আইসিসি বিশ্বকাপ ২০২৩: টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠাল ইংল্যান্ড
শেষ পর্যন্ত ৪৫ ওভার ১ বলে ২০৪ রান সংগ্রহ করে অলআউট হয় বাংলাদেশ। পাকিস্তানের পক্ষে শাহিন শাহ আফ্রিদি ও মোহাম্মদ ওয়াসিম ৩টি করে উইকেট নেন।
উদ্বোধনী জুটিতে ১২৮ রানের শক্ত ভিত গড়েন আবদুল্লাহ শফিক ও ফখর জামান। দুই ব্যাটসম্যানই হাফসেঞ্চুরি করেন। একাদশে ফখরের প্রত্যাবর্তন প্রভাবশালী প্রমাণিত হয়েছিল। বাকি কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
মেহেদী হাসান মিরাজের বলে তিন উইকেট হারায় পাকিস্তান। অন্য বোলাররা পাকিস্তানের টপ ও মিডল অর্ডারকে চ্যালেঞ্জ করতে ব্যর্থ হন।
এবারের বিশ্বকাপে সাত ম্যাচের মধ্যে এটি বাংলাদেশের ষষ্ঠ পরাজয়। শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের এখনও দুটি ম্যাচ বাকি রয়েছে। যদি তারা একই ফলাফলের মুখোমুখি হয় তবে এটি ২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে খারাপ পারফরম্যান্স হবে।
আরও পড়ুন: আইসিসি বিশ্বকাপ ২০২৩: পাকিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ
১ বছর আগে
তৃতীয় টি-টোয়েন্টি: বাংলাদেশের বিপক্ষে টস জিতে বোলিংয়ে ইংল্যান্ড
ঢাকায় বাংলাদেশের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড। এছাড়া প্রথম দুই ম্যাচে টানা দুই পরাজয়ের মধ্যদিয়ে সিরিজ হারলেও, সফরকারীরা ভালো অভিজ্ঞতা নিয়ে সিরিজ শেষ করতে চায়।
বাংলাদেশ তার আজকের একাদশে দুটি পরিবর্তন করেছে।
আরও পড়ুন: ক্যারিয়ারের সেরা বোলিংয়ে মিরাজের রেকর্ড, ইংল্যান্ড ১১৭ রানে অলআউট
আফিফ হোসেন ও নাসুম আহমেদের জায়গায় অভিষেক হওয়া তানভীর ইসলাম ও শামীম হোসেনকে আনা হয়েছে।
আফিফ ফর্মের জন্য লড়াই করছেন এবং ইংল্যঅন্ডের বিপক্ষে সিরিজের পাঁচটি ইনিংসে সর্বোচ্চ ২৩ রান করেছেন।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসরে তানভীর সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন। সেসময় ১২ ম্যাচে ১৭ উইকেট নিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি।
শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশ একাদশ-লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, শামীম হোসেন, সাকিব আল হাসান (অধিনায়ক), তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও তানভীর ইসলাম।
ইংল্যান্ড একাদশ-ফিলিপ সল্ট, ডেভিড ম্যালান, মঈন আলী, জস বাটলার, বেন ডাকেট, স্যাম কারেন, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, রেহান আহমেদ, আদিল রশিদ ও জফরা আর্চার।
আরও পড়ুন: শেখ কামাল আন্তঃস্কুল ও মাদরাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৩: ঢাকায় চূড়ান্ত পর্ব শুরু আজ
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি সিরিজ জিতে ইতিহাস গড়ল বাংলাদেশ
১ বছর আগে
১৯৭১ সালের পরাজয়কে ‘সামরিক ব্যর্থতা’ বললেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
১৯৭১ সালে পাকিস্তান ভেঙে বাংলাদেশ সৃষ্টি হওয়াকে ‘সামরিক ব্যর্থতা’বলেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি।
তিনি বলেন, তার দাদা জুলফিকার আলী ভুট্টোর নেতৃত্বাধীন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) জন্য ‘পরাজয় অনেক চ্যালেঞ্জ তৈরি করেছিল’।
সাবেক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া ‘পূর্ব পাকিস্তান হারানোকে একটি রাজনৈতিক ব্যর্থতা’ বলে অভিহিত করার কয়েকদিন পর বুধবার নিশতার পার্কে তার দলের ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল এই মন্তব্য করেন।
সংবাদপত্র দ্য ডনকে উদ্ধৃত করে তিনি বলেছিলেন, ‘যখন জুলফিকার আলী ভুট্টো সরকারের দায়িত্ব গ্রহণ করেছিলেন, তখন জনগণ ভেঙে পড়েছিল এবং সমস্ত আশা হারিয়ে ফেলেছিল।’
আরও পড়ুন: শাহরুখ ও সালমানের চেয়ে অনেক ভালো অভিনেতা ইমরান খান: পাকিস্তানের রাজনীতিবিদ
বিলাওয়াল আরও বলেন, ‘তিনি জাতিকে পুনর্গঠন করেছেন, জনগণের আস্থা পুনরুদ্ধার করেছেন এবং অবশেষে আমাদের ৯০ হাজার সৈন্যকে দেশে ফিরিয়ে এনেছেন। যারা 'সামরিক ব্যর্থতার' কারণে যুদ্ধবন্দি হয়েছিলেন। সেই ৯০ হাজার সৈন্য তাদের পরিবারের সঙ্গে পুনরায় মিলিত হয়েছিল। এবং এটি সবই সম্ভব হয়েছে আশার রাজনীতির কারণে... ঐক্যের... এবং অন্তর্ভুক্তির কারণে।’
অবসর গ্রহণের কয়েক দিন আগে জেনারেল কামার বাংলাদেশের মুক্তিযুদ্ধে ৯২ হাজার পাকিস্তানি সৈন্য আত্মসমর্পণের কথা প্রত্যাখ্যান করেছেন।
কামার বলেন, ‘আমি রেকর্ডটি সংশোধন করতে চাই। পূর্ব পাকিস্তানের পতন সামরিক নয়, রাজনৈতিক ব্যর্থতা ছিল। যুদ্ধরত সৈন্যের সংখ্যা ৯২ হাজার ছিল না, এটি ছিল মাত্র ৩৪ হাজার বাকিরা বিভিন্ন সরকারি দপ্তরের ছিল।’
আরও পড়ুন:পাকিস্তানে সরকারবিরোধী সমাবেশে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গুলিবিদ্ধ
২ বছর আগে
টি-২০ বিশ্বকাপ ২০২২: জিম্বাবুয়ের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় টাইগাররা
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় ব্যবধানে পরাজয়ের পর রবিবার ব্রিসবেনের গাব্বার মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ।
বাংলাদেশ দল ইতোমধ্যেই ব্রিসবেন পৌঁছেছে এবং পাকিস্তানের বিরুদ্ধে এক রানের ব্যবধানে জয়ী জিম্বাবুয়ের বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে।
রবিবারের লড়াইয়ের পূর্বে বাংলাদেশের টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম বলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের এখন দ্বিতীয় জয় দরকার। যা তাদের পাকিস্তান ও ভারতের বিপক্ষে ম্যাচে আত্মবিশ্বাস অর্জন করতে সাহায্য করবে।
প্রথম ম্যাচে তাসকিন আহমেদ ও হাসান মাহমুদের দুর্দান্ত ফাস্ট বোলিংয়ে জয় পায় বাংলাদেশ। কিন্তু দ্বিতীয়টিতে বাংলাদেশ খেলার প্রতিটি বিভাগেই খারাপ পারফরমেন্সে ১০৪ রানের ব্যবধানে পরাজিত হয়। সেই বড় পরাজয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠছে।
আরও পড়ুন: টি-২০ বিশ্বকাপ ২০২২: বাংলাদেশকে বড় ব্যবধানে হারাল দ. আফ্রিকা
তবে শ্রীধরন বলছেন, যা ঘটেছে তা নিয়ে তারা খুব একটা ভাবছেন না।
তিনি শনিবার ম্যাচের পূর্বে বলেন, ‘বড় ব্যবধানে হার বা জিতের পরের দিন তা চলে যায়। আবার জেগে উঠতে হয়, যাত্রা করতে হয় ও খেলতে হয়। তাই আমাদের দিক থেকে কোনো পরিবর্তন হয়নি।’
টুর্নামেন্টের পূর্বে বাংলাদেশের প্রধান চিন্তার মধ্যে একটি ছিল ওপেনিং ব্যাটিং। তবে শ্রীধরন বলছেন যে নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকার এখন পর্যন্ত যা করছেন তাতে তিনি খুশি। এবং তা নিয়ে তিনি কোনো উদ্বেগের কারণ দেখছেন না।
আরও পড়ুন: টি-২০ বিশ্বকাপ ২০২২: পেসারদের ওপর আস্থা বেড়েছে সাকিবের
তিনি বলেন, ‘আমরা একটি দল তৈরি করছি ও ছেলেদের আত্মবিশ্বাস তৈরি করছি, তারা জানে বিশ্ব ক্রিকেটে তারা কোথায় দাঁড়িয়েছে এবং তারা কোথায় যেতে চায়। আমরা ইতোমধ্যে একটি ভালো দলের ভিতে আছি। আমরা যদি আরও কিছু দক্ষতা যোগ করতে পারি, আমি মনে করি আমরা ভবিষ্যতের জন্য খুব ভালো টি-টোয়েন্টি দল গড়ে তুলতে পারব।’
আরও পড়ুন: টি-২০ বিশ্বকাপ ২০২২: নেদারল্যান্ডসকে ৯ রানে হারাল বাংলাদেশ
২ বছর আগে
অবশেষে নিজের পরাজয় স্বীকার করলেন ট্রাম্প!
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয় অবশেষে স্বীকার করে নিয়েছেন রিপাবলিকান দলের মনোনীত প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প!
৪ বছর আগে