বাজিতপুর
বাজিতপুরে ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত
কিশোরগঞ্জের বাজিতপুরে ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. ইয়াসিন হাসান নামে এক যুবক নিহত হয়েছেন।
এ ঘটনায় সিফাত ও সানজিদ নামে আরও দুই যুবক আহত হয়েছেন।
আরও পড়ুন: পাবনায় সড়ক দুর্ঘটনায় ভাই-বোনের মৃত্যু, আহত ৫
শুক্রবার (২৮ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পৈলেনপুর মরাখলা এলাকায় ঘটনাটি ঘটে।
নিহত ইয়াসিন হাসান গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার উত্তরখান গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
আহত সিফাত ও সানজিদ একই গ্রামের আকবর আলীর ছেলে।
বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুর্শেদ জামান বলেন, ইয়াসিন, সিফাত ও সানজিদ মোটরসাইকেল করে বাজিতপুরের দিকে যাচ্ছিলেন। তখন পৈলেনপুর মরাখলা এলাকায় পৌঁছালে অপরদিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। মোটরসাইকেলে থাকা অপর দুইজন গুরুতর আহত হন।
ভারপ্রাপ্ত কর্মকর্তা মুর্শেদ জামান আরও বলেন, আহত দুইজনকে ভাগলপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুলিশ লাশ উদ্ধার করে কিশোরগঞ্জ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
আরও পড়ুন: ফিলিপাইনে সড়ক দুর্ঘটনায় আহত ৯
চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
৪ মাস আগে
বাজিতপুর আ’লীগ নেতা মেজবাহ উদ্দিনের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
মুক্তিযুদ্ধের সংগঠক, বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন আহম্মদের মৃত্যুতে রাষ্ট্রপতি আবদুল হামিদ গভীর শোক প্রকাশ করেছেন।
৪ বছর আগে