হলি আর্টিজান
হলি আর্টিজানে নিহতদের প্রতি রাষ্ট্রদূতদের শ্রদ্ধা
রাজধানীর গুলশানে হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামরায় প্রাণ হারানো ২২ জনের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা।
শুক্রবার হামলার ষষ্ঠ বার্ষিকী উপলক্ষে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি, ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী, মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস প্রাণ হারানো ব্যক্তিদের সম্মানে ঢাকাস্থ ইতালীয় দূতাবাসে যোগ দেন।
ঢাকাস্থ মার্কিন দূতাবাস জানিয়েছে, ‘আমরা স্মরণ করছি অবন্তি কবীরকে যিনি ছিলেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের দ্বৈত নাগরিক।আরও স্মরণ করছি তার সহপাঠী ফারাজ হোসেনকে যিনি নিরাপদে চলে যাওয়ার সুযোগ পাওয়া সত্ত্বেও তার বন্ধুদের সাথে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।’
আরও পড়ুন: হলি আর্টিজান হামলার ৪র্থ বার্ষিকী আজ
দূতাবাস আরও জানায়, ‘আমরা আরও স্মরণ করছি বার্কলি’র দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও ঢাকাস্থ আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুলের প্রাক্তন শিক্ষার্থী তারিশি জৈনকে যিনি গ্রীষ্মকালীন শিক্ষানবিশির জন্য ফিরে এসেছিলেন।’
মার্কিন দূতাবাস জানায়, ‘আমরা নিহত দুই পুলিশ কর্মকর্তা এবং ২৫ জন আহত কর্মকর্তার সাহসিকতার কথাও স্মরণ করছি। এই গৌরবময় অনুষ্ঠানে, মার্কিন যুক্তরাষ্ট্র সন্ত্রাসবাদ মোকাবিলায় তাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। ‘প্রাণোৎসর্গকারী সকলেই শান্তিতে সমাহিত থাকুন।’
২০১৬ সালের ১ জুলাই হলি আর্টিজানে হামলায় ১৭ জন বিদেশি নাগরিক এবং দুই পুলিশ কর্মকর্তাসহ ২২ জন নিহত হন।
হলি আর্টিজান হামলায় নিহতদের স্মরণে ভারতীয় হাইকমিশনার দোরাইস্বামী ইতালীয় দূতাবাসে স্মৃতিসৌধে, হামলার স্থানে এবং ঢাকার গুলশানে পুলিশ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।
আরও পড়ুন: হলি আর্টিজান হামলা: বলিউডের পর্দায় আসছে ‘ফারাজ’
হলি আর্টিজান হামলার রায় জঙ্গিদের প্রতি অশনিসংকেত: কাদের
হলি আর্টিজান হামলা: বলিউডের পর্দায় আসছে ‘ফারাজ’
গুলশানের বহুল আলোচিত হলি আর্টিজান সন্ত্রাসী হামলার ওপর ভিত্তি করে বলিউডে নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘ফারাজ’।
ভারতের একটি অন্যতম অনলাইন পোর্টাল পেপিংমুন.কমের সূত্র অনুসারে বলিউড নির্মাতা হংশাল মেহেতার পরিচালনায় এবং অনুভব সিনহার প্রযোজনায় ২০১৬ সালের ১ জুলাইয়ে বাংলাদেশের ইতিহাসে ঘটে যাওয়া অন্যতম ভয়াবহ জঙ্গি হামালার চিত্রায়ণ হতে চলেছে। হলি আর্টিজানে প্রায় ১২ ঘণ্টার সন্ত্রাসী তৎপরতার ঘটনাকে কেন্দ্র করে ‘ফারাজ’ নামের এই সিনেমাটি নির্মিত হচ্ছে।
আরও পড়ুনঃ হলি আর্টিজান হামলার ৪র্থ বার্ষিকী আজ
ইতোমধ্যে বুধবার ভারতের জনপ্রিয় অভিনেতা আয়ুষ্মান খুরানা তার অফিসিয়াল ফেসবুক অ্যাকউন্ড থেকে ফারাজ চলচ্চিত্রের ‘ফাস্ট লুক’ হিসেবে একটি ভিডিও প্রকাশ করেছেন।
এক বিবৃতিতে প্রযোজক সিনহা বলেন, ‘ফারাজ একটি মানবিক গল্প, যা আধুনিক ইতিহাসের সবচেয়ে অন্ধকার দিনগুলোর একটির ওপর ভিত্তি করে তৈরি। এটি এমন একটি চলচ্চিত্র যা দর্শক গভীরভাবে দেখবে। গল্পটি যেমন সন্ত্রাসের ফলে জীবনের ক্ষতির কথা বলবে, তেমনি জীবনে আশা এবং বিশ্বাসের কথাও বলবে।’
ছবিটির মধ্য দিয়ে প্রয়াত বলিউড তারকা শশী কাপুরের নাতি জাহান কাপুরের বলিউডে আত্মপ্রকাশ হতে চলেছে। এছাড়া প্রতিষ্ঠিত অভিনেতা পরেশ রাওয়ালের ছেলে আদিত্য রাওয়ালও এই ছবিতে অভিনয় করবেন। বর্তমানে মুম্বাইয়ে সিনেমাটির শ্যুটিং করা হচ্ছে।
আরও পড়ুনঃ হলি আর্টিজান হামলার রায় জঙ্গিদের প্রতি অশনিসংকেত: কাদের
উল্লেখ্য ২০১৬ সালের ১লা জুলাই পাঁচ জঙ্গি সদস্যের পরিচালিত এই হামলায় বেশিরভাগ জাপানি এবং ইতালিয়ানসহ প্রায় ৫০ জনকে জিম্মি করা হয়েছিল এবং ২২ জনকে হত্যা করা হয়েছিল।
বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে ২ জুলাই অপারেশ থান্ডারবোল্ট পরিচালনার মাধ্যমে জিম্মিদের উদ্ধার করা হয়। এসময় সকল জঙ্গি নিহত হয়।
হলি আর্টিজান মামলার রায়: আদালত চত্বরে কড়া নিরাপত্তা
বহুল আলোচিত হলি আর্টিজান ক্যাফেতে জঙ্গি হামলা মামলার রায় ঘোষণার আগে বুধবার রাজধানীর আদালত চত্বরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।