হলি আর্টিজান
হলি আর্টিজান দুর্ঘটনায় নিহতদের প্রতি জাপানের মন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী (এমইটিআই) ইয়াসুতোশি নিশিমুরা সোমবার (২৪ জুলাই) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (এইচএসআইএ) তৃতীয় টার্মিনালের মেট্রোরেল প্রকল্প ও নির্মাণস্থল পরিদর্শন করেছেন।
এ সফরে তার সঙ্গে ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
তারা উত্তরা নর্থ স্টেশন থেকে একসঙ্গে মেট্রোরেলে চড়ে পল্লবী পর্যন্ত কয়েকটি মেট্রোস্টেশন অতিক্রম করে একই স্টেশনে ফিরে আসে।
তারা মেট্রোরেল প্রদর্শনী ও তথ্য কেন্দ্র পরিদর্শন করেন এবং সেখানে স্মৃতিসৌধে হলি আর্টিজান ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানান।
জাপানের মন্ত্রী মেট্রোরেলে চড়ে খুব খুশি হন এবং বিমানবন্দর তৃতীয় টার্মিনালের চলমান নির্মাণ কাজে সন্তোষ প্রকাশ করেন।
সফরে তার সঙ্গে থাকার জন্য তিনি প্রতিমন্ত্রী আলমকে ধন্যবাদ জানান।
আরও পড়ুন: বাংলাদেশকে উচ্চ আয়ের দেশে রূপান্তরে সহযোগিতা করবে জাপান: নিশিমুরা ইয়াসুতোশি
দেশের বড় প্রকল্পে বিনিয়োগ করতে চায় জাপান: বাণিজ্যমন্ত্রী
ঢাকায় জাপানের মন্ত্রী নিশিমুরা ইয়াসুতোশি
১ বছর আগে
হলি আর্টিজানের ঘটনায় প্রাণ হারানো জাপানি নাগরিকদের স্মরণ করেছে জাইকা
জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) বলেছে যে তারা প্রকল্পটি পর্যবেক্ষণ অব্যাহত রাখবে, যাতে বাংলাদেশের ত্বরান্বিত অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সামাজিক পরিবর্তনের মধ্য দিয়ে সাত জাপানি নাগরিকের উত্তরাধিকার বেঁচে থাকে।
জাইকা ২০১৬ সালের ১ জুলাই হলি আর্টিজান হামলার সময় মারা যাওয়া সাত জাপানি পরামর্শকের প্রতি সমবেদনা জানাতে ৩ জুলাই উত্তরার মেট্রোরেল প্রদর্শনী ও তথ্য কেন্দ্রে (এমইআইসি) একটি বার্ষিক স্মরণ অনুষ্ঠানের আয়োজন করে।
নিহত সাতজন জাপানি ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টে উল্লেখযোগ্য অবদান রেখেছে।
জাইকার এক্সিকিউটিভ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ড. ইয়ামাদা জুনিচি বলেন, এই মর্মান্তিক ঘটনার সাত বছর পেরিয়ে গেছে এবং বাংলাদেশি পুলিশ কর্মকর্তা ও নাগরিকসহ অনেক মূল্যবান প্রাণ হারিয়েছে।
জুনিচি বলেন, ‘মর্মান্তিক এ ঘটনার সাত বছর পার হয়েছে-বাংলাদেশি পুলিশ কর্মকর্তা ও নাগরিকরাসহ প্রাণ হারিয়েছেন অনেক মানুষ। আন্তর্জাতিক সহযোগিতামূলক ক্ষেত্রের সঙ্গে সম্পৃক্ত একজন পেশাদার হিসেবে, বাংলাদেশের উন্নয়নে যারা সময় ও অক্লান্ত শ্রম দিয়ে নিবেদিতভাবে কাজ করেছেন তাদের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তাদের অবদান চির স্মরণীয়। আমরা কখনওই তাদের অবদান ভুলবো না। গত বছর, আমরা মেট্রোরেল এক্সিবিশন অ্যান্ড ইনফরমেশন সেন্টারে একটি স্মৃতিস্তম্ভ স্থাপন করেছি। এ স্মৃতিস্তম্ভটি তারই প্রতীক।’
আরও পড়ুন: হলি আর্টিজান হামলা: সপ্তম বার্ষিকীতে নিহতদের প্রতি কূটনীতিকদের শ্রদ্ধা
বক্তৃতার সময় তিনি আরও জানান যে জাইকা প্রকল্প কাজে নিয়োজিতদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। এছাড়াও, বিভিন্ন যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে এবং তারা যেনো মেট্রোরেলের সুবিধা উপভোগ করতে পারেন এজন্য ঢাকা মেট্রো রেলের লাইন ৬ -এ লিফট, স্বয়ংক্রিয় প্রশস্ত টিকিট গেট, ব্রেইল ব্লক, বয়স্কদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে আসন, শুধুমাত্র নারীরা ব্যবহার করবেন এমন গাড়িসহ নানা সুবিধার ব্যবস্থা করা হয়েছে। নিহত সাত জাপানি নাগরিকের স্মৃতি ও অবদান যেনো বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সামাজিক পরিবর্তনের মধ্য দিয়ে বেঁচে থাকে এজন্য ধারাবাহিকভাবে এ প্রকল্প পর্যবেক্ষণ করবে জাইকা।
বাংলাদেশ সরকারের সঙ্গে জাপান সরকার অনুষ্ঠানের অংশীদার ছিল এবং জাপানি পরামর্শদাতা যেমন আলমেক করপোরেশন, ওরিয়েন্টাল কনসালট্যান্ট গ্লোবাল এবং কাতাহিরা অ্যান্ড ইঞ্জিনিয়ার্স ইন্টারন্যাশনাল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাইকার এক্সিকিউটিভ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ড. ইয়ামাদা জুনিচি, বাংলাদেশ নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি, ওরিয়েন্টাল কনসালটেন্টস গ্লোবাল কোম্পানির সিইও ও প্রেসিডেন্ট ইয়োনেজাওয়া এইজি, বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক জনাব মোঃ নাজমুল হুদা, মহাপরিচালক, (দক্ষিণ পূর্ব এশিয়া), ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম.এ.এন. সিদ্দিক, বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নীলিমা আখতার এবং বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খান।
আরও পড়ুন: শনিবার হলি আর্টিজানে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাবে বাংলাদেশ
হলি আর্টিজানে নিহতদের প্রতি রাষ্ট্রদূতদের শ্রদ্ধা
১ বছর আগে
হলি আর্টিজানে নিহতদের প্রতি রাষ্ট্রদূতদের শ্রদ্ধা
রাজধানীর গুলশানে হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামরায় প্রাণ হারানো ২২ জনের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা।
শুক্রবার হামলার ষষ্ঠ বার্ষিকী উপলক্ষে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি, ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী, মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস প্রাণ হারানো ব্যক্তিদের সম্মানে ঢাকাস্থ ইতালীয় দূতাবাসে যোগ দেন।
ঢাকাস্থ মার্কিন দূতাবাস জানিয়েছে, ‘আমরা স্মরণ করছি অবন্তি কবীরকে যিনি ছিলেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের দ্বৈত নাগরিক।আরও স্মরণ করছি তার সহপাঠী ফারাজ হোসেনকে যিনি নিরাপদে চলে যাওয়ার সুযোগ পাওয়া সত্ত্বেও তার বন্ধুদের সাথে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।’
আরও পড়ুন: হলি আর্টিজান হামলার ৪র্থ বার্ষিকী আজ
দূতাবাস আরও জানায়, ‘আমরা আরও স্মরণ করছি বার্কলি’র দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও ঢাকাস্থ আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুলের প্রাক্তন শিক্ষার্থী তারিশি জৈনকে যিনি গ্রীষ্মকালীন শিক্ষানবিশির জন্য ফিরে এসেছিলেন।’
মার্কিন দূতাবাস জানায়, ‘আমরা নিহত দুই পুলিশ কর্মকর্তা এবং ২৫ জন আহত কর্মকর্তার সাহসিকতার কথাও স্মরণ করছি। এই গৌরবময় অনুষ্ঠানে, মার্কিন যুক্তরাষ্ট্র সন্ত্রাসবাদ মোকাবিলায় তাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। ‘প্রাণোৎসর্গকারী সকলেই শান্তিতে সমাহিত থাকুন।’
২০১৬ সালের ১ জুলাই হলি আর্টিজানে হামলায় ১৭ জন বিদেশি নাগরিক এবং দুই পুলিশ কর্মকর্তাসহ ২২ জন নিহত হন।
হলি আর্টিজান হামলায় নিহতদের স্মরণে ভারতীয় হাইকমিশনার দোরাইস্বামী ইতালীয় দূতাবাসে স্মৃতিসৌধে, হামলার স্থানে এবং ঢাকার গুলশানে পুলিশ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।
আরও পড়ুন: হলি আর্টিজান হামলা: বলিউডের পর্দায় আসছে ‘ফারাজ’
হলি আর্টিজান হামলার রায় জঙ্গিদের প্রতি অশনিসংকেত: কাদের
২ বছর আগে
হলি আর্টিজান হামলা: বলিউডের পর্দায় আসছে ‘ফারাজ’
গুলশানের বহুল আলোচিত হলি আর্টিজান সন্ত্রাসী হামলার ওপর ভিত্তি করে বলিউডে নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘ফারাজ’।
ভারতের একটি অন্যতম অনলাইন পোর্টাল পেপিংমুন.কমের সূত্র অনুসারে বলিউড নির্মাতা হংশাল মেহেতার পরিচালনায় এবং অনুভব সিনহার প্রযোজনায় ২০১৬ সালের ১ জুলাইয়ে বাংলাদেশের ইতিহাসে ঘটে যাওয়া অন্যতম ভয়াবহ জঙ্গি হামালার চিত্রায়ণ হতে চলেছে। হলি আর্টিজানে প্রায় ১২ ঘণ্টার সন্ত্রাসী তৎপরতার ঘটনাকে কেন্দ্র করে ‘ফারাজ’ নামের এই সিনেমাটি নির্মিত হচ্ছে।
আরও পড়ুনঃ হলি আর্টিজান হামলার ৪র্থ বার্ষিকী আজ
ইতোমধ্যে বুধবার ভারতের জনপ্রিয় অভিনেতা আয়ুষ্মান খুরানা তার অফিসিয়াল ফেসবুক অ্যাকউন্ড থেকে ফারাজ চলচ্চিত্রের ‘ফাস্ট লুক’ হিসেবে একটি ভিডিও প্রকাশ করেছেন।
এক বিবৃতিতে প্রযোজক সিনহা বলেন, ‘ফারাজ একটি মানবিক গল্প, যা আধুনিক ইতিহাসের সবচেয়ে অন্ধকার দিনগুলোর একটির ওপর ভিত্তি করে তৈরি। এটি এমন একটি চলচ্চিত্র যা দর্শক গভীরভাবে দেখবে। গল্পটি যেমন সন্ত্রাসের ফলে জীবনের ক্ষতির কথা বলবে, তেমনি জীবনে আশা এবং বিশ্বাসের কথাও বলবে।’
ছবিটির মধ্য দিয়ে প্রয়াত বলিউড তারকা শশী কাপুরের নাতি জাহান কাপুরের বলিউডে আত্মপ্রকাশ হতে চলেছে। এছাড়া প্রতিষ্ঠিত অভিনেতা পরেশ রাওয়ালের ছেলে আদিত্য রাওয়ালও এই ছবিতে অভিনয় করবেন। বর্তমানে মুম্বাইয়ে সিনেমাটির শ্যুটিং করা হচ্ছে।
আরও পড়ুনঃ হলি আর্টিজান হামলার রায় জঙ্গিদের প্রতি অশনিসংকেত: কাদের
উল্লেখ্য ২০১৬ সালের ১লা জুলাই পাঁচ জঙ্গি সদস্যের পরিচালিত এই হামলায় বেশিরভাগ জাপানি এবং ইতালিয়ানসহ প্রায় ৫০ জনকে জিম্মি করা হয়েছিল এবং ২২ জনকে হত্যা করা হয়েছিল।
বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে ২ জুলাই অপারেশ থান্ডারবোল্ট পরিচালনার মাধ্যমে জিম্মিদের উদ্ধার করা হয়। এসময় সকল জঙ্গি নিহত হয়।
৩ বছর আগে
হলি আর্টিজান মামলার রায়: আদালত চত্বরে কড়া নিরাপত্তা
বহুল আলোচিত হলি আর্টিজান ক্যাফেতে জঙ্গি হামলা মামলার রায় ঘোষণার আগে বুধবার রাজধানীর আদালত চত্বরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
৫ বছর আগে