উপকেন্দ্র
সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ উপকেন্দ্রে সেনাবাহিনী মোতায়েন
ইন এইড টু দি সিভিল পাওয়ারের আওতায় সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্ত দক্ষিণ সুরমা বড়ইকান্দি বিদ্যুৎ উপকেন্দ্রে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার (১৮ জুন) থেকে সেনারা সেখানে কাজ করছেন।
আরও পড়ুন: হবিগঞ্জে নদ-নদীর পানি বিপৎসীমার উপরে, আশ্রয়কেন্দ্রে ৫৫ পরিবার
এই বিদ্যুৎ উপকেন্দ্র থেকে সিলেট রেলওয়ে স্টেশন, সিলেট শহরের পার্শ্ববর্তী বরইকান্দি, কামালবাজার, মাসুকগঞ্জ, বিসিক, লালাবাজার, শিববাড়ী ও কদমতলীর কেন্দ্রীয় বাস টার্মিনালসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয়।
এসব এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেনাসদস্যরা কাজ করে যাচ্ছে।
যেকোনো দুর্যোগ মোকাবিলায় ইন এইড টু দি সিভিল পাওয়ারের আওতায় বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক প্রশাসনকে সহায়তা দেয়।
আরও পড়ুন: ঈদের ছুটি শেষে প্রথম দিনে ডিএসইতে ২৪৬ কোটি টাকার লেনদেন
সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি, প্লাবিত শতাধিক গ্রাম
৫ মাস আগে
নারায়ণগঞ্জে বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন, বেশ কিছু এলাকা বিদ্যুৎহীন
নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় বিদ্যুতের পাওয়ার সাপ্লাই স্টেশনে অগ্নিকাণ্ড ঘটেছে। ফলে শহরের বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ভোরে খানপুরে অবস্থিত ৩৩/১১ কেভি বিদ্যুৎ উপকেন্দ্রে এ অগ্নিকাণ্ড ঘটে।
খবর পেয়ে নারায়ণগঞ্জ শহরের মন্ডলপাড়া ও হাজীগঞ্জ ফায়ার স্টেশনের ৫টি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে ভোর ছয়টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন বলেন, খানপুরে ৩৩/১১ কেভি বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন লেগেছে বলে আমরা ভোর পাঁচটায় খবর পাই। পরে আমাদের দুইটি স্টেশনের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। ভোর ছয়টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে পাটের গোডাউনে অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিস কর্মী আহত
তিনি বলেন, বৈদ্যুতিক ট্রিপ ফল্ট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে আমরা ধারণা করছি। আগুনে বিদ্যুৎ সরবরাহের বেশ কিছু তার, প্যানেল বোর্ড ও সরঞ্জাম পুঁড়ে গেছে। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ বিদ্যুৎ অফিসের কর্মকর্তারা নিশ্চিত করে বলতে পারবেন।
ফখরুদ্দিন আরও বলেন, অগ্নিকান্ডের পর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। এটা মেরামত করতে সময় লাগবে। তবে বিদ্যুৎ উপকেন্দ্র কর্তৃপক্ষ বিকল্প ব্যবস্থা করে বিদ্যুৎ সরবরাহ করবে বলে জানতে পেরেছি।
ডিপিডিসির নারায়ণগঞ্জ (পূর্ব) এর নির্বাহী প্রকৌশলী রুহুল আমিন ফকির জানান, অগ্নিকান্ডের মাত্রা বেশি পরিমাণ ছিল না। যে কারণে দ্রুত সময়ের মধ্যে আবার বিদ্যুৎ সংযোগ চালু করা সম্ভব হয়েছে। আনুমানিক সকাল সাতটার দিকেই সকল এলাকায় বিদ্যুৎ সংযোগ পুনরায় সচল করা গেছে। এখন স্বাভাবিকভাবে বিদ্যুৎ সরবরাহ হচ্ছে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে কারখানায় আগুন
নারায়ণগঞ্জে রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ড, দগ্ধ ৮
১ বছর আগে
সিলেটে বিদ্যুৎ ফিরল ৩১ ঘণ্টা পর
উপকেন্দ্রে আগুন লাগার ঘটনায় সিলেটে দীর্ঘ ৩১ ঘণ্টা পর সচল হতে শুরু করেছে বিদ্যুৎ ব্যবস্থা।
৪ বছর আগে