রোহিঙ্গা যুবক আটক
উখিয়ায় রোহিঙ্গা যুবক আটক, ৫ লাখ ইয়াবা জব্দ
কক্সবাজারের উখিয়া বালুখালী থেকে রোহিঙ্গা যুবক আটক করা হয়েছে। এই সময় তার কাছ থেকে পাঁচ লাখ ইয়াবা ও ইয়াবা চালানে ব্যবহৃত ব্যাটারিচালিত অটোরিকশা জব্দের দাবি করেছে র্যাব-১৫।
রবিবার (৯ জানুয়ারি) দিবাগত রাত ২টায় র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক মো. ছৈয়দুল আমিন (২৩) বালুখালী ক্যাম্প-৮ এর ব্লক বি/৭৪’র বাসিন্দা।
আরও পড়ুন: উখিয়ায় ৬ লাখ ইয়াবা জব্দ, রোহিঙ্গা যুবক আটক
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার জানান, রবিবার ইয়াবার একটি বড় চালান কুতুপালং, পালংখালী রোহিঙ্গা ক্যাম্পে ঢুকবে এমন সংবাদে ওই এলাকায় গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়। এরপর রাত সাড়ে ৮টার দিকে ওই স্থানে সন্দেহজনক কয়েকজনকে বালুখালী ব্রিজের নিচ দিয়ে কয়েকটি বস্তা নিয়ে পার হতে দেখা যায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেরে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে একজনকে আটক করা হয়।
তিনি জানান, আটক ব্যক্তির হেফাজতে থাকা বস্তা তল্লাশি করে পাঁচ লাখ পিস ইয়াবা ও ইয়াবা পাচারের উদ্দেশে ব্যবহৃত একটি ব্যাটারি চালিত অটোরিকশা জব্দ করা হয়।
আরও পড়ুন: উখিয়া থেকে পালিয়ে আসা রোহিঙ্গা যুবক যশোরে আটক
জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, পলাতকরাসহ এই চক্রটি দীর্ঘদিন যাবত উক্ত রুট ব্যবহার করে বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ইয়াবা পাচার করে আসছেন। আটক ও পলাতকদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
২ বছর আগে
মেরিন ড্রাইভ সড়কে দেড় লাখ ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক
কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের বাইল্যাখালী এলাকা থেকে দেড় লাখ ইয়াবাসহ এক রোহিঙ্গাকে আটক করেছে র্যাব।
৪ বছর আগে