এনজিও কর্মকর্তা
মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে নাটোরে এনজিও কর্মকর্তা নিহত
নাটোর শহরের হরিশপুর বাইপাস এলাকায় মঙ্গলবার দুপুরে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক এনজিও কর্মকর্তা নিহত হয়েছেন।
নিহত দুরুল হুদা (৪৫) এনজিও প্রতিষ্ঠান প্রশিকার ব্রাঞ্চ ম্যানেজার,তার বাড়ি রাজশাহীর গোদাগাড়ি উপজেলায়।
আরও পড়ুন: সাজেকে চাঁদের গাড়ি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২
ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএনএম মাসুদ জানান, নাটোরের বাগাতিপাড়া উপজেলার প্রশিকার ব্রাঞ্চ ম্যানেজার দুরুল হুদা মঙ্গলবার দুপুরে স্ত্রীর জন্য রক্ত সংগ্রহ করতে মোটরসাইকেলে নাটোর শহরের যাচ্ছিলেন। পথে হরিশপুর বাইপাস এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলটি মুখোমুখি সংঘর্ষে হয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
আরও পড়ুন: নওগাঁয় ট্রাকের ধাক্কায় এনজিও কর্মকর্তা নিহত
দুর্ঘটনার পরে পুলিশ অভিযান চালিয়ে ট্রাকের চালকের সহকারি সুইট হোসেনকে আটক করে এবং ট্রাকটি জব্দ করেছে।
২ বছর আগে
বরিশালে সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মকর্তার মৃত্যু
বরিশাল নগরীতে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে এক এনজিও কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে নগরীর কাশিপুর হাই স্কুল অ্যান্ড কলেজের সামনে বরিশাল-ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।নিহত মো. খাইরুল ইসলাম (৩৫) নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের রুপাতলী উকিলবাড়ি সড়কের বাসিন্দা মোফাজ্জেল হোসেনের ছেলে। তিনি শরীয়তপুর জেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘শক্তি’র শাখা ব্যবস্থাপক পদে কর্মরত ছিলেন।নিহতের শ্বশুর মোকসেদ আলী খান জানান, সোমবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ছুটিতে বাড়িতে এসেছিলেন খাইরুল ইসলাম। ছুটি কাটিয়ে কর্মস্থলে যোগদানের জন্য মঙ্গলবার সকালে মোটরসাইকেলে শরীয়তপুরের উদ্দেশে রওনা হয়েছিলেন তিনি। কিন্তু কিছুটা পথ অতিক্রমের পরেই এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: চকরিয়ায় সড়ক দুর্ঘটনা: আরেক ভাই রক্তিমও মারা গেলেনঘটনার প্রত্যক্ষদর্শীরা জানায়, সড়কের পাশে ট্রাক রেখে পাশের মসজিদে নামাজ পড়তে যান চালক। এসময় মোটরসাইকেলটি ঢাকা-বরিশাল মহাসড়ক ধরে ফরিদপুরের দিকে যাচ্ছিল। ট্রাকটিকে অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে একটি টেম্পু চলে আসে। টেম্পুকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি ট্রাকের পেছনের অংশে আছড়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।বরিশাল এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ চন্দ্র হালদার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: বিয়ের ৩ মাসের মাথায় সড়কে প্রাণ গেল নববধূর
২ বছর আগে
ট্রাকের ধাক্কায় খুলনায় এনজিও কর্মকর্তা নিহত
খুলনা মহানগরীর কেডিএ ভবনের সামনে শনিবার সকালে ট্রাকের ধাক্কায় এক এনজিও কর্মকর্তা নিহত হয়েছেন।
নিহত হাফিজুল ইসলাম (৪৮) পাইকগাছা উপজেলার আবু বক্কর সিদ্দিকের ছেলে ও এনজিও আশা ফুলবাড়িগেট শাখার ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
আরও পড়ুন: মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১
সোনাডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) শান্তুনু জানান, সকালে হাফিজুল বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলের উদ্দেশ্যে রওনা হন। সকাল ৮টার দিকে কেডিএ ভবনের কাছে পৌঁছালে একটি বালুবাহী ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়েন। এসময় তার মাথা থেতলে যায় এবং ঘটনাস্থলে নিহত হন। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
তবে ট্রাক জব্দ বা চালককে আটক করতে পারেনি পুলিশ।
আরও পড়ুন: মার্চে সারাদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ৫১৩: আরএসএফ
৩ বছর আগে
অপহরণের ১ বছর পর এনজিও কর্মকর্তার লাশের সন্ধান
বন্যপ্রাণী তক্ষক বিক্রির লোভ দেখিয়ে ঢাকার এনজিও কর্মকর্তা হেলাল উদ্দিনকে চট্টগ্রামে ফটিকছড়িতে এনে অপহরণের এক বছর পর তার লাশের সন্ধান মিলেছে।
৩ বছর আগে