জর্জিয়া
জর্জিয়ায় ইইউ আলোচনা স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ, আহত ৪৪
জর্জিয়া সরকার ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ নিয়ে আলোচনা স্থগিতের ঘোষণার পর শনিবার তিবলিসিতে টানা তৃতীয় রাতের মতো বিক্ষোভ ছড়িয়ে করেন বাসিন্দারা। এ সময় ৪৪ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে ২৭ জন বিক্ষোভকারী, ১৬ জন পুলিশ কর্মকর্তা এবং একজন সাংবাদিক রয়েছেন।
হাজার হাজার বিক্ষোভকারী জর্জিয়ার পার্লামেন্টের বাইরে জড়ো হয়ে এই সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।
এ সময় বিক্ষোভকারীরা পাথর নিক্ষেপ করেন এবং আতশবাজি ফোটান। ক্ষমতাসীন জর্জিয়ান ড্রিম পার্টির প্রতিষ্ঠাতা বিদজিনা ইভানিসভিলির কুশপুত্তলিকাও পোড়ান। এধিকে জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।
ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে সরকারের প্রতিরক্ষা
প্রধানমন্ত্রী ইরাকলি কোবাখিদজে জর্জিয়ার ইউরোপীয় সংহতি প্রচেষ্টা পরিত্যাগের অভিযোগ অস্বীকার করেছেন। রবিবার এক ব্রিফিংয়ে তিনি বলেন, ‘আমরা যা প্রত্যাখ্যান করেছি, তা কেবল লজ্জাজনক ও অপমানজনক ছিল।’
এই বিক্ষোভের জন্য বিরোধী রাজনীতিবিদদের দায়ী করেন কোবাখিদজে এবং আইন লঙ্ঘনের জন্য কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন।
আরও পড়ুন: কপ২৯: স্বল্পোন্নত-ঝুঁকিপূর্ণ দেশগুলোকে ২০০ মিলিয়ন বরাদ্দ দিতে ইইউ’র সমর্থন চাইল বাংলাদেশ
কোবাখিদজে জর্জিয়ার সঙ্গে মার্কিন পররাষ্ট্র দপ্তরের কৌশলগত অংশীদারিত্ব স্থগিত করার ঘোষণাকেও খাটো করে দেখেছেন। এটিকে বিদায়ী প্রশাসনের একটি প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেছেন, যার উদ্দেশ্য ছিল আসন্ন ইউএস নেতৃত্বের জন্য ট্রানজিশনকে জটিল করে তোলা।
যুক্তরাষ্ট্র ও ইইউ সমালোচনা
ইউরোপীয় ইউনিয়ন রবিবার একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছে। সেখানে পররাষ্ট্রনীতি প্রধান কাজা কাল্লাস এবং সম্প্রসারণ কমিশনার মার্তা কোস জর্জিয়ার সিদ্ধান্তের নিন্দা করেছেন। তারা এই পদক্ষেপকে বেশিরভাগ জর্জিয়ানের ইউরোপীয় সমর্থনের আকাঙ্ক্ষা থেকে একটি বিচ্যুতি হিসেবে বর্ণনা করেছেন। একই সঙ্গে কর্তৃপক্ষকে গণতান্ত্রিক স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের করার অধিকারকে সম্মান করার আহ্বান জানান।
ইউরোপীয় ইউনিয়নের সিদ্ধান্তের পর এসব বিক্ষোভ শুরু হয়। এর আগে বিতর্কিত "ফরেন ইনফ্লুয়েন্স" আইন পাসের পর জর্জিয়ার জন্য আর্থিক সহায়তা স্থগিত করেছিল এটি। সমালোচকরা দাবি করেন এটি গণতান্ত্রিক স্বাধীনতাকে ক্ষতিগ্রস্ত করেছে।
ইউএস স্টেট ডিপার্টমেন্ট ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আলোচনা স্থগিতের জন্যও সমালোচনা করেছে। তারা জর্জিয়ায় গণতান্ত্রিক অবক্ষয়ের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং বিক্ষোভকারীদের শান্তিপূর্ণভাবে মতপ্রকাশের অধিকারকে সমর্থন জানিয়েছে।
বিরোধীদের নির্বাচনের আহ্বান
জর্জিয়ান ড্রিম পার্টির বিরুদ্ধে ২৬ অক্টোবরের সংসদীয় নির্বাচনে রাশিয়ার সমর্থন এবং ভোট কারচুপির অভিযোগ করেছেন বিরোধী নেতারা। তাদের দাবি, এই নির্বাচন জর্জিয়ার ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়ার আকাঙ্ক্ষাকে ক্ষতিগ্রস্ত করেছে।এর ফলস্বরূপ ব্যাপক বিক্ষোভ ও সংসদ বর্জন করেন বিরোধীরা।
অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে জর্জিয়ার পশ্চিমা সমর্থক প্রেসিডেন্ট স্যালোমে জৌরাবিখভিলি সরকারের বিরুদ্ধে দেশের গতিপথ ‘আধা রুশ’ রাষ্ট্রে পরিণত করার অভিযোগ করেছেন। তিনি বলেন, ‘আমরা নতুন নির্বাচন চাই, তবে সেখানে যেন মানুষের ইচ্ছাকে পুনরায় বিকৃত বা চুরি না করা হয়।’
ইউরোপীয় আকাঙ্ক্ষা ঝুঁকিতে
ব্লকের সুপারিশ মেনে চলার শর্তে ২০২৩ সালের ডিসেম্বরে জর্জিয়াকে ইউরোপীয় ইউনিয়নের প্রার্থী দেশ হিসেবে মর্যাদা দেওয়া হয়েছিল। তবে, এই বছর শুরুর দিকে গণতান্ত্রিক অবক্ষয়ের উদ্বেগের মধ্যে দেশটির সদস্যপদ নিয়ে আলোচনা স্থগিত করা হয়।
বিক্ষোভকারীরা ইউরোপীয় ইউনিয়নে সদস্যপদ এবং গণতান্ত্রিক সংস্কারের প্রতি নতুন প্রতিশ্রুতির দাবি জানিয়েছেন।
উত্তেজনা অব্যাহত থাকায় সংকট মোকাবিলা এবং গণতান্ত্রিক নীতির প্রতি তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করার জন্য ক্রমবর্ধমান আন্তর্জাতিক এবং দেশীয় চাপের মুখোমুখি হচ্ছে জর্জিয়ার সরকার।
সূত্র: এজেন্সি
আরও পড়ুন: ২৮ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ
২ সপ্তাহ আগে
জর্জিয়া ও নর্থ ক্যারোলাইনার জয়ে হোয়াইট হাউস পুনরুদ্ধারের দ্বারপ্রান্তে ট্রাম্প
এক সময়ের রিপাবলিকানদের শক্তিশালী ঘাঁটি জর্জিয়ায় বুধবারের নির্বাচনে জয়ী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে চার বছর আগে এই রাজ্যে ডেমোক্রেটিক দলের পক্ষে ভোট পড়েছিল।
ট্রাম্পের জর্জিয়া ও উত্তর ক্যারোলাইনায় জয় লাভের ফলে কমলা হ্যারিসের বিজয়ের আশা ক্ষীণ হয়ে পড়েছে। একই সঙ্গে ট্রাম্পের ২৭০টি ইলেকটোরাল ভোট পাওয়ার পথ সুগম হয়েছে। এটি তাকে পরবর্তী প্রেসিডেন্ট হতে সাহায্য করবে।
এদিকে ট্রাম্পের এই বিজয়ের ফলে হ্যারিসের হোয়াইট হাউসে যাওয়া এখন মিশিগান, পেনসিলভানিয়া ও উইসকনসিনের "নীল প্রাচীর" এর ওপর ব্যাপকভাবে নির্ভরশীল করে তুলেছে।
ওয়াশিংটনে হাওয়ার্ড ইউনিভার্সিটিতে তার ওয়াচ পার্টিতে উপস্থিত জনতা মধ্যরাতের পর বের হতে শুরু করে।
ডেমোক্র্যাটিক ভাইস প্রেসিডেন্টের কথা বলার কোনো পরিকল্পনা নেই উল্লেখ করে হ্যারিসের একজন শীর্ষ সহযোগী তার সমাবেশ থেকে সমর্থকদের বাড়ি পাঠিয়েছেন।
হ্যারিসের ক্যাম্পেইনের কো-চেয়ার সেড্রিক রিচমন্ড বলেন, ‘আমরা রাতভর লড়াই চালিয়ে যাব যাতে নিশ্চিত করা যায় যে প্রতিটি ভোট গণনা করা হয়েছে। প্রতিটি কণ্ঠস্বরে নিজেদের কথা বলা হয়েছে।’
তিনি বলেন, ‘আজ রাতে ভাইস প্রেসিডেন্ট কোনো কথা বলবেন না। তবে আগামীকাল আপনার তার কথা শুনতে পাবেন। তিনি আগামীকাল আবার এখানে ফিরে আসবেন।’
এদিকে, বুধবার ভোরে ফ্লোরিডায় ওয়াচ পার্টি থেকে সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা ছিল রিপাবলিকান সাবেক প্রেসিডেন্টের।
এক সময়ের ব্যাটলগ্রাউন্ড ফ্লোরিডায়ও জয় পেয়েছেন ট্রাম্প। টেক্সাস, সাউথ ক্যারোলাইনা ও ইন্ডিয়ানার মতো রিপাবলিকান অঙ্গরাজ্যগুলোতেও আগাম জয় পেয়েছেন তিনি।
ভার্জিনিয়া রাজ্যে জয় লাভ করেছেন হ্যারিস। ডেমোক্রেটিকদের শক্তিশালী ঘাঁটি নিউ ইয়র্ক, নিউ মেক্সিকো ও ক্যালিফোর্নিয়াও জিতেছেন। এছাড়া, হ্যারিস নেব্রাস্কায় একটি ইলেকটোরাল কলেজ ভোটও জিতেছেন।
ট্রাম্প তার প্রচারে বলেছিলেন, কৃষ্ণাঙ্গ ও লাতিনো ভোটারদের মধ্যে ডেমোক্র্যাটদের ঐতিহ্যগত শক্তিকে কমিয়ে দেবে।
এপির ভোটকাস্ট অনুযায়ী, গত চার বছরে কৃষ্ণাঙ্গ ও লাতিনো ভোটাররা যেভাবে জো বাইডেনকে সমর্থন দিয়েছিলেন, তার তুলনায় এসব ভোটারের সমর্থন হ্যারিসের প্রতি খানিকটা কম বলে মনে হয়েছে। ২০২০ সালের তুলনায় ট্রাম্পের সমর্থন ওই ভোটারদের মধ্যে কিছুটা বেড়েছে।
দেশজুড়ে ১ লাখ ১০ হাজারের বেশি ভোটারের ওপর চালানো একটি জরিপে দেখা গেছে, ডেমোক্রেসির ভবিষ্যৎ হ্যারিসের সমর্থকদের জন্য প্রধান অনুপ্রেরণা। প্রচারের শেষ দিকে ট্রাম্পকে ধারাবাহিকভাবে ফ্যাসিবাদী হিসেবে অভিযুক্ত করেছিলেন হ্যারিস। সেটিই সম্ভবত কার্যকর হয়েছে।
এতে আরও দেখা গেছে, দেশটি নেতিবাচকতা ও পরিবর্তনের আকাঙ্ক্ষায় ডুবে রয়েছে। ট্রাম্পের সমর্থকরা মূলত অভিবাসন ও মুদ্রাস্ফীতির উপর ফোকাস করছিলেন—দুটি সমস্যা যা সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট তার প্রচারণার শুরু থেকেই তুলে ধরেছেন।
১ মাস আগে
যুক্তরাষ্ট্রে গুলিবিদ্ধ হয়ে বাংলাদেশি ব্যবসায়ীর মৃত্যু
যুক্তরাষ্ট্রের জর্জিয়ার আটলান্টায় বুধবার এক অজ্ঞাত হামলাকারীর গুলিতে ৪৭ বছর বয়সী এক বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন।
নিহত আবু সালেহ মোহাম্মদ মাহফুজ আহমেদ নোয়াখালীর বাসিন্দা এবং তিনি তার বাবা আবু তাহের, স্ত্রী মাহমুদা বেগম, ছেলে ফারুজ আহমেদ (৪) এবং মেয়ে ফাইজা মাহফুজকে (৯) নিয়ে আটলান্টায় থাকতেন বলে নিহতের ছোট ভাই মাসুম আহমেদ ইউএনবিকে জানিয়েছেন।
ডাইভারসিটি ইমিগ্র্যান্ট ভিসা লটারি বা ডিভি লটারি জিতে জীবিকার সন্ধানে প্রায় ১২ বছর আগে আমেরিকায় গিয়েছিলেন সালেহ। একটি দোকানে কাজ করা দিয়ে জীবিকা শুরু করলেও পরে তিনি জর্জিয়ায় নিজের ব্যবসা গড়ে তোলেন।
জর্জিয়ায় বসবাসকারী আরেক বাংলাদেশি তারেক হাসান জানান, বুধবার বাংলাদেশ সময় সকালে এক ব্যক্তি সালেহের দোকানের ভিতরে তাকে লক্ষ্য করে গুলি চালালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সালেহের বাবা জানান, শুক্রবার তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হবে।
আরও পড়ুন: ক্যালিফোর্নিয়ায় গুলিবিদ্ধ হয়ে নিহত ৬, আহত ১০
রাজধানীতে গুলিবিদ্ধ হয়ে আ’লীগ নেতাসহ নিহত ২
২ বছর আগে
জর্জিয়ায় জিতলেন জো বাইডেন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জর্জিয়ায় জিতে ১৬টি ইলেকট্রোরাল ভোট নিজের করে নিয়েছেন জো বাইডেন। দেশের দক্ষিণাঞ্চলের ‘সৌর বলয়ে’ দুর্গ সম্প্রসারণের চেষ্টায় থাকা ডেমোক্র্যাটদের জন্য এটি এক অসাধারণ বিজয়।
৪ বছর আগে