সাক্ষাৎ
বিএনপি নেতাদের সঙ্গে তুরস্কের আইনজীবীদের সাক্ষাৎ, বিচার ব্যবস্থা নিয়ে আলোচনা
সফররত তুরস্কের ইন্টারন্যাশনাল জুরিস্ট ইউনিয়নের একটি প্রতিনিধি দল বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হয়।
বৈঠকে বাংলাদেশের বিচার ব্যবস্থা এবং গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া দমনমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিচারসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছে প্রতিনিধি দল।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন ইন্টারন্যাশনাল জুরিস্ট ইউনিয়নের (আইইউজে) ১৬ সদস্যের প্রতিনিধি দল।
বৈঠক শেষে খসরু সাংবাদিকদের বলেন, বৈঠকে বাংলাদেশের বিচার ব্যবস্থা, গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ব্যক্তিদের ফিরিয়ে আনা এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে জড়িতদের কীভাবে জবাবদিহিতার আওতায় আনাসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
তিনি বলেন, 'আমরা স্বৈরাচারের পতনের পর এই ক্রান্তিকালে বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ে আলোচনা করেছি। এ বিষয়ে তুরস্কের অভিজ্ঞতা ও কর্মকাণ্ডের আলোকে দেশ থেকে পালিয়ে যাওয়া ব্যক্তিদের কীভাবে বিচারের আওতায় আনা যায়, তা নিয়েও আমরা কথা বলেছি।’
আরও পড়ুন: রাজনৈতিক দল নিয়ে মন্তব্য, উপদেষ্টা নাহিদের সমালোচনায় বিএনপি
বিএনপি জানায়, গণহত্যা, গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চালানো এবং অন্যান্য দমনমূলক কর্মকাণ্ডে রাজনীতিবিদ ও স্বৈরাচারী সরকারকে সহায়তাকারী ব্যক্তিদের কীভাবে বিচার করা যায় তাও আলোচনায় স্থান পেয়েছে।
খসরু বলেন, দেশ ছেড়ে পালিয়ে যাওয়া স্বৈরাচারী শাসক ও তার সহযোগীদের ফিরিয়ে আনতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া নিয়েও কথা বলেছেন তারা। ‘বিচার বিভাগের সংস্কারের পাশাপাশি তাদের সঙ্গে আমাদের আলোচনা অব্যাহত থাকবে। বিচার ব্যবস্থা সঠিকভাবে কাজ না করলে শৃঙ্খলা রক্ষা অসম্ভব।’
খসরু আরও বলেন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের বিরুদ্ধে ব্যর্থ অভ্যুত্থানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১২ হাজার বিচারক ও কৌঁসুলির মধ্যে চার হাজার জনকে অপসারণ করা হয়েছে।
তিনি বলেন, এরদোগানকে ক্ষমতাচ্যুত করার ব্যর্থ চেষ্টার পর অনেক রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তা তুরস্ক ছেড়ে পালিয়েছেন। ‘এ বিষয়ে তাদের অভিজ্ঞতা থেকে কীভাবে কাজে লাগানো যায়, তা নিয়ে আলোচনা হয়েছে।’
বৈঠকে বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য তাসভীর উল ইসলাম, ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম ও শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: আগরতলা অভিমুখে বিএনপির সহযোগী সংগঠনের লংমার্চ শুরু
৫ দিন আগে
জামায়াতের সঙ্গে তুরস্কের ইন্টারন্যাশনাল জুরিস্ট ইউনিয়নের প্রতিনিধি দলের সাক্ষাৎ
তুরস্কভিত্তিক ইন্টারন্যাশনাল জুরিস্ট ইউনিয়নের একটি প্রতিনিধি দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে রাজধানীর মগবাজারের দলটির কেন্দ্রীয় কার্যালয়ে তারা সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে বাংলাদেশে আইনের শাসন ও ন্যায়বিচার সম্পর্কে খোলামেলা আলোচনা করা হয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া স্বচ্ছ ও আন্তর্জাতিক মানদন্ড অনুসরণ করে সম্পন্ন হবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।
আরও পড়ুন: বিএফআইইউ প্রধান পদে সাক্ষাৎকার নিয়ে উদ্বেগ
প্রতিনিধি দলে ছিলেন ড. রফিক কোরকুসুজ, কামাল কেয়া, মেহসুরেত আকিনলি, হোসনি ইয়াযযান, হান্না একবুলাট, রাসিম আয়তিন।
জামায়াতের প্রতিনিধি দলে ছিলেন নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান ও ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াযযম হোসাইন হেলাল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।
আরও উপস্থিত ছিলেন ব্যারিস্টার আবু বকর মোল্লা ও ব্যারিস্টার নাজিব মোমেন।
সাক্ষাৎকারটি অত্যন্ত হৃদ্যতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
১ সপ্তাহ আগে
প্রধান উপদেষ্টার সঙ্গে ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজ’র প্রতিনিধি দলের সাক্ষাৎ
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজের প্রতিনিধি দল।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় ৩০ জনের প্রতিনিধিদল বৈঠকে অংশ নেয়।
এর মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, দুবাই, কানাডা, অস্ট্রেলিয়া, মালেশিয়া ও গ্রিসের প্রতিনিধিরা ছিলেন।
তারা প্রধান উপদেষ্টার প্রতি পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন এবং প্রবাসীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় বিভিন্ন দাবির বিষয়ে সংক্ষেপে আলোচনা করেন।
আরও পড়ুন: সোমবার ২৮ রাষ্ট্রদূতের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
লিখিতভাবে তাদের বক্তব্য ও দাবিগুলো প্রধান উপদেষ্টার কাছে পেশ করেন তারা।
প্রতিনিধিদলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘আপনাদের সঙ্গে আলোচনার সূত্রপাত হলো। সময়ের স্বল্পতায় অনেক কথা বলা হলো না। ছোট করে শুনলাম। লিখিত পত্র থেকে বিস্তারিত জানব। এগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা হবে।’
যুক্তরাজ্যসহ আন্তজার্তিক পরিমণ্ডলে বাংলাদেশ সম্পর্কে সত্য তথ্য তুলে ধরতে প্রতিনিধিদলের প্রতি আহ্বান জানান তিনি।
আরও পড়ুন: জাতীয় ঐক্য: আজ ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপ করবেন প্রধান উপদেষ্টা
১ সপ্তাহ আগে
তারেকের সঙ্গে সাক্ষাৎ করতে লন্ডন যাচ্ছেন ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১০ দিনের সফরে যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শনিবার সকাল ৮টা ২৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ফখরুলের সঙ্গে তার স্ত্রী রাহাত আরা বেগম রয়েছেন।
তিনি বলেন, বিএনপি মহাসচিব আগামী ১১ ডিসেম্বর দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন: বাংলাদেশকে সাম্প্রদায়িক করার ষড়যন্ত্র চলছে, সতর্ক থাকুন: ফখরুল
বিএনপি সূত্রে জানা গেছে, রাজনৈতিক ও দলীয় বিষয়ে আলোচনা করতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করতে লন্ডনে যাচ্ছেন মির্জা ফখরুল।
মির্জা ফখরুল ফিরলে চিকিৎসার জন্য লন্ডন যেতে পারেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
৭৯ বছর বয়সি সাবেক এই প্রধানমন্ত্রী প্রথমে যুক্তরাজ্যে চিকিৎসা নেবেন। এরপর আরও উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যেতে পারেন।
আরও পড়ুন: অভ্যুত্থানে ‘ইউনিক নেতৃত্ব’ দিয়েছেন তারেক রহমান: ফখরুল
২ সপ্তাহ আগে
খালেদা জিয়ার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল-দুহাইলান।
সোমবার (২৫ নভেম্বর) রাত ৮টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাক্ষাৎ করেন সৌদি রাষ্ট্রদূত।
আরও পড়ুন: দুর্নীতিবাজদের ভোট না দেওয়ার অনুরোধ খালেদার উপদেষ্টা আমিনুলের
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্যএ জেড এম জাহিদ হোসেন ও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ড. এনামুল হক চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যাওয়ার পর বিদেশি রাষ্ট্রদূতের সঙ্গে এটিই খালেদা জিয়ার প্রথম সাক্ষাৎ।
আরও পড়ুন: খালেদার সেনানিবাসের বাড়ি ফেরতের দাবি জানালেন বিএনপির আলাল
৩ সপ্তাহ আগে
ফখরুলের সঙ্গে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সার্ক নিয়ে আলোচনা
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করে সার্ককে সক্রিয় করা সহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েন্টসিল।
গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৃহস্পতিবার (২১ নভেম্বর) প্রায় ঘণ্টাব্যাপী এ বৈঠক হয়।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা আবেদ উপস্থিত ছিলেন।
আমীর খসরু সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, বাংলাদেশ ও ভুটানের মধ্যে পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
আরও পড়ুন: আওয়ামী লীগ নির্বাচন করবে কি না, তা ঠিক করবে জনগণ: ফখরুল
তিনি বলেন, ‘দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক সবসময়ই ভালো। বিএনপি সরকারের আমলে ভুটানের সঙ্গে বাণিজ্য উল্লেখযোগ্য হারে বেড়েছে, বিশেষ করে আমরা ভুটান থেকে আমদানি করা সবজির ওপর থেকে শুল্ক প্রত্যাহার করেছিলাম।’
বিএনপি নেতা উল্লেখ করেন, তারা ভবিষ্যতে মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) মাধ্যমে ভুটান ও বাংলাদেশের মধ্যে বৃহত্তর পরিসরে বাণিজ্য সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেছেন।
তিনি বাংলাদেশে জলবিদ্যুৎ রপ্তানিতে ভুটানের আগ্রহের কথাও তুলে ধরেন। ‘আমরা সহযোগিতার সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেছি, কারণ ভুটানের প্রায় ৩০ হাজার মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা রয়েছে। এটি একটি উল্লেখযোগ্য পরিমাণ। তারা এখনও এই সম্ভাবনার ২৫ হাজার মেগাওয়াট অনুসন্ধান করতে পারেনি, যা থেকে তারা বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি করতে পারে।
খসরু বলেন, আলোচনায় সার্ককে পুনরুজ্জীবিত ও শক্তিশালী করা এবং দক্ষিণ এশিয়ায় বৃহত্তর সংহতি জোরদারের বিষয়েও গুরুত্বারোপ করা হয়েছে।
তিনি বলেন, ‘জিয়াউর রহমানের স্বপ্ন ছিল সার্কের মাধ্যমে দক্ষিণ এশিয়ার একীভূত করা, যে স্বপ্ন আমরা এখনো বাস্তবায়ন করতে পারিনি। দক্ষিণ এশিয়ার সংহতির সম্ভাবনাকে কাজে লাগাতে আমরা সবাই একসঙ্গে কাজ করব।’
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর হাতে সব ক্ষমতা দেওয়ায় হাসিনার মতো দৈত্য সৃষ্টি হয়েছিল: আমির খসরু
৩ সপ্তাহ আগে
মির্জা ফখরুলের সঙ্গে অস্ট্রিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অস্ট্রিয়ার রাষ্ট্রদূত ড. ক্যাথারিনা উইজার।
দিল্লিতে নিযুক্ত অস্ট্রিয়ার রাষ্ট্রদূত ক্যাথারিনা উইজার বাংলাদেশেও দায়িত্ব পালন করছেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, দুপুর সাড়ে ১২টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে শুরু হয়ে ঘণ্টাব্যাপী চলে এ বৈঠক।
আরও পড়ুন: উপদেষ্টা নিয়োগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমন্বয়ের প্রয়োজন নেই: ফখরুল
বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের দায়িত্ব পালন করছেন
বৈঠকে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রিয়ার অনারারি কনসাল ও বিএনপি চেয়ারপারসনের বৈদেশিক উপদেষ্টা কমিটির সদস্য তাসভীর উল ইসলাম উপস্থিত ছিলেন।
শায়রুল বলেন, বৈঠকে বাংলাদেশ ও অস্ট্রিয়ার মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
আরও পড়ুন: বিতর্কিত ব্যক্তিকে অন্তর্বর্তীকালীন সরকারে অন্তর্ভুক্তির বিষয়ে সতর্ক করলেন ফখরুল
১ মাস আগে
মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের সাক্ষাৎ
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মেগান বোলদিনের সঙ্গে বৈঠক করেছেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান,বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় গুলশানের বোলদিনের বাসায় ঘণ্টাব্যাপী এ বৈঠক শুরু হয়।
তিনি বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবেদকে নিয়ে তার আমন্ত্রণে মার্কিন রাষ্ট্রদূতের বাসায় চা খেতে যান মির্জা ফখরুল।
শায়রুল বলেন, বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।
আরও পড়ুন: পরাজিত ফ্যাসিস্টরা ভূত-পেত্নির মতো আওয়াজ দিচ্ছে: রিজভী
১ মাস আগে
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন ইন্দো-প্যাসিফিক কমান্ডারের সাক্ষাৎ
যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কমান্ডের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জশুয়া এম রুডের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সেনা সদর দপ্তরে বৈঠকটি অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআর জানায়, সাক্ষাৎকালে তারা দুই দেশের মধ্যে শক্তিশালী দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা করেন এবং ভবিষ্যৎ অগ্রগতির জন্য সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র অনুসন্ধান করেন।
এই সফরে উভয় দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং মানবিক সহায়তা ও দুর্যোগ ব্যবস্থাপনা (এইচএডিআর) প্রচেষ্টায় সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।
এছাড়া, প্রতিনিধি দলটি সেনা সদর দপ্তর আয়োজিত এইচএডিআর সম্পর্কিত একটি ব্রিফিংয়ে অংশ নেয়। এতে তারা ইন্দো-প্যাসিফিক অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় জড়িত চ্যালেঞ্জ এবং সক্ষমতা অন্বেষণ করেন। আলোচনায় দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি, সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ এবং সঙ্কটের সময়ে দ্রুত পুনরুদ্ধারের জন্য যৌথ প্রচেষ্টার ওপর জোর দেওয়া হয়।
আইএসপিআর জানায়, এই সফর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, আঞ্চলিক নিরাপত্তা ও মানবিক চ্যালেঞ্জ মোকাবিলায় ঘনিষ্ঠ সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন: প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান
১ মাস আগে
ধর্ম উপদেষ্টার সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলোহাব সাইদানি।
মঙ্গলবার (৫ নভেম্বর) সচিবালয়ে ধর্ম উপদেষ্টার কার্যালয়ে সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
উপদেষ্টা আলজেরিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে এ দেশের সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি মাদরাসা শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদানের অনুরোধ জানান।
সেদেশের ইসলামি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ও মাদরাসাগুলোতে আরবি ভাষা ও সাহিত্যে পাঠদানের প্রস্তাবও দেন উপদেষ্টা।
আরও পড়ুন: ইসলাম ধর্মকে নিয়ে কোনো হীন চক্রান্ত দেশে সফল হবে না: ধর্ম উপদেষ্টা
আলজেরিয়ার রাষ্ট্রদূত সেদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি চালুর বিষয়ে সম্মতি জানান।
তিনি রিসোর্স পার্সন বিনিময়ের মাধ্যমে আলজেরিয়ার অধ্যাপকদের দিয়ে বাংলাদেশের মাদরাসা শিক্ষার্থীদের পাঠদানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
এছাড়া রাষ্ট্রদূত বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট যেকোনো বিষয়ে সহযোগিতা করতে আগ্রহ ব্যক্ত করেন।
ধর্ম উপদেষ্টা বলেন, আলজেরিয়ার ও বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত নিবিড় ও বন্ধুত্বপূর্ণ। অর্থনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রে এই দুই দেশের পারস্পরিক সহযোগিতা সম্প্রসারিত করার অনেক সুযোগ রয়েছে। আগামী দিনে দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে। এছাড়া, তিনি বাংলাদেশের উন্নয়নে আলজেরিয়ার অব্যাহত সহযোগিতা কামনা করেন।
বৈঠকে ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. মতিউল ইসলাম ও উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: দেশের ভাবমূর্তি রক্ষা ও উজ্জ্বল করার দায়িত্ব সব ধর্মের মানুষের: ধর্ম উপদেষ্টা
১ মাস আগে