মূল হোতা
গাইবান্ধায় চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ চক্রের মূল হোতা গ্রেপ্তার
চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের মূল হোতা শাহারুলকে গাইবান্ধার পলাশবাড়ী থেকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। চাকরিপ্রার্থীদের সঙ্গে প্রতারণা করতে বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা সেজে প্রতারণা করতেন বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, বৃহস্পতিবার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দেওয়া তথ্যের ভিত্তিতে র্যাব-১৩ তাকে গ্রেপ্তার করে।
আরও পড়ুন: শ্রীমঙ্গলে শিশুকে বিষ খাইয়ে হত্যার অভিযোগে বাবা-মা গ্রেপ্তার
গ্রেপ্তারের সময় সেনাবাহিনী, পুলিশ ও বিজিবির উচ্চপদস্থ কর্মকর্তাদের পরিচয়পত্রসহ খালি চেকবই ও স্ট্যাম্প জব্দ করা হয়।
২০০৫ সালে বিজিবিতে যোগ দেওয়া শাহারুলের বিরুদ্ধে বিভিন্ন জেলা থেকে চাকরিপ্রার্থীদের প্রলোভন দেখিয়ে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ ছিল। এরপর ২০২০ সালের ২৭ অক্টোবর তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয় এবং ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।
চাকরিচ্যুত হওয়ার পর শাহারুল দালাল চক্র গড়ে তোলেন। একাধিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে পরিচয় দিতেন। এসব পরিচয় দিয়ে তিনি সশস্ত্র বাহিনী, পুলিশ, বিজিবিসহ অন্যান্য সরকারি প্রতিষ্ঠানে চাকরির প্রতিশ্রুতি দিয়ে অনেককে প্রতারিত করেছেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহারুল তার অপরাধের কথা স্বীকার করেছেন। তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাইবান্ধার পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: কুড়িগ্রামে ১৫০ বোতল ফেনসিডিল জব্দ, গ্রেপ্তার ১
সিলেটে ১৫৩ বস্তা ভারতীয় চিনি জব্দ, গ্রেপ্তার ১
৬ মাস আগে
কক্সবাজারে লুট হওয়া সাড়ে ৫৬ লাখ টাকাসহ আটক ৩
কক্সবাজারে বিকাশ ডিলারের লুট হওয়া সাড়ে ৫৬ লাখ টাকাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
৪ বছর আগে