প্রাণ গেল বৃদ্ধের
লালমনিরহাটের পচা আম বিক্রি নিয়ে সংঘর্ষ, প্রাণ গেল বৃদ্ধের
লালমনিরহাটের কালীগঞ্জে পচা আম বিক্রিকে কেন্দ্র করে সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
মঙ্গলবার (১১ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার কাকিনা ইউনিয়নের সিরাজুল মার্কেটে এ ঘটনা ঘটে।
নিহত আজিজার রহমান (৭৫) রংপুরের গংগাচড়া উপজেলার লক্ষীটারী ইউনিয়নের ইচলির চর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানান, ইচলির চর গ্রামের আনারুল ইসলাম সিরাজুল মার্কেটে আম বিক্রি করেন। সোমবার (১০ জুলাই) তার কাছ থেকে আম কেনেন একই গ্রামের শামীম ও শাহীন। সেই আম পচা ছিল, যা নিয়ে ওইদিন ক্রেতা-বিক্রেতার মাঝে বিতর্ক হয়।
আরও পড়ুন: সিলেটে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে কিশোর নিহত
এর জেরে মঙ্গলবার পুনরায় ক্রেতা-বিক্রেতার তর্কবিতর্ক শুরু হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে গড়ায়। এ সময় আনারুল ইসলামকে লাঠি দিয়ে আঘাত করতে গেলে পাশের দোকানে বসে থাকা বৃদ্ধ আজিজার রহমান হামলার শিকার হন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হাবিবুর রহমান বলেন, আম বিক্রি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে পাশে বসে থাকা বৃদ্ধ আজিজার রহমান নিহত হয়েছেন। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন: রাজশাহীতে জমি নিয়ে সংঘর্ষ: নিহত বেড়ে ৪
সুনামগঞ্জে মসজিদে দানের একটি কাঁঠাল নিয়ে সংঘর্ষ, নিহত ৩
১ বছর আগে
ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের
লালমনিরহাটের কালীগঞ্জে ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
৪ বছর আগে