টাকা ছিনতাই
ভারতগামী যাত্রীর টাকা ছিনতাই, গ্রেপ্তার ৩
ভারতে যাওয়ার সময় দুই পাসপোর্ট যাত্রীকে ভয় দেখিয়ে ৩৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগে করা মামলায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২২ ডিসেম্বর) তাদের গ্রেপ্তার করা হয়।
ভুক্তভোগী দুই যাত্রী হলেন- মনোজ কুমার কর ও তার মেয়ে অবন্তি কর। তারা নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা।
গ্রেপ্তাররা হলেন- বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামের আব্দুল কাদের, শেখ রাহাদ অন্তর ও শোয়েব আক্তার।
পুলিশ জানায়, হৃদরোগের চিকিৎসা করাতে মনোজ ও তার মেয়ে অবন্তি ভারতে যাওয়ার উদ্দেশে বেনাপোল চেকপোস্টে আসেন। এ সময় কয়েকজন লোক তাদের প্রাণ নাশের ভয়ভীতি দেখিয়ে ইমিগ্রেশন-সংলগ্ন ওয়ান ব্যাংকের এটিএম বুথের পাশের গলিতে নিয়ে ১ লাখ টাকা চাঁদা দাবি করেন। এরপর তাদের কাছে থাকা ৩৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা।
এ সময় ভুক্তভোগীদের চিৎকারে মানুষজন ছুটে আসে। পরে তারা পুলিশকে খবর দিলে অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।
আরও পড়ুন: বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সড়ক অবরোধ
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া বলেন, খবর পেয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তার ও টাকা উদ্ধারে অভিযান চলছে। আটকদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় মনোজ কুমার বাদি হয়ে বেনাপোল পোর্ট থানায় পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন বলে জানান ওসি রাসেল মিয়া।
১৯ ঘণ্টা আগে
চাঁদপুরে আ. লীগ নেতাকে কুপিয়ে আহত করে টাকা ছিনতাইয়ের অভিযোগ
চাঁদপুর সদরের হাণারচর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আবদুল ছাত্তার রাঢ়ীকে কুপিয়ে আহত করে পৌনে ২ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
বুধবার (১২ এপ্রিল) বিকালে গোবিন্দিয়া রাস্তায় হরিণা ফেরিঘাটের টোল আদায়ের টাকা নিয়ে বাড়ি ফেরার সময় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: সীতাকুণ্ডে ঐতিহ্যবাহী শিব চতুর্দশী মেলা শুরু
এ ঘটনায় বৃহস্পতিবার (১১ এপ্রিল) বাদী হয়ে বিল্লাল ছৈয়াল, আলী আকবর ছৈয়াল ও ইউসুফ ছৈয়ালসহ ৫ থেকে ৬ জনকে আসামি করে সদর মডেল থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
এ সংবাদ জেনে হাসপাতালে ভর্তি থাকা মো. আবদুল ছাত্তার রাঢ়ীকে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল দেখতে যান এবং শারীরিক খোঁজ খবর নেন।
ভুক্তভোগী মো. আবদুল ছাত্তার রাঢ়ী ইউএনবিকে বলেন, এলাকায় মাদক বেচাবিক্রির প্রতিবাদ করায় ও এলাকায় আধিপত্য দেখাতেই আমার উপর এরা হামলা চালিয়েছে। এ সময় তারা আমাকে কুপিয়ে আহত করে হরিণা ফেরিঘাটের টোল আদায়ের পৌনে ২ লাখ টাকা ছিনিয়ে ছিনতাই করে নিয়ে যায়।
এছাড়া তার মাথায় ৬টি সেলাই লেগেছে বলে তিনি ইউএনবিকে জানান।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহসীন আলম ইউএনবিকে বলেন, এ ব্যাপারে তদন্ত চলছে । তদন্ত করছেন চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সেলিম।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সেলিম বলেন, আমি হাসপাতালে গিয়ে চেয়ারম্যানকে দেখে এসেছি এবং তার সঙ্গে কথাও হয়েছে।
আরও পড়ুন: ধুনটে বাদীকে কুপিয়ে আহত করল ‘ধর্ষণ’ মামলার আসামিরা
সীতাকুণ্ডে যুবলীগ কর্মীকে কুপিয়ে আহত , মহাসড়ক অবরোধ
৮ মাস আগে
কুয়াকাটায় পর্যটকদের মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ২
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভ্রমণে আসা পর্যটকদের মারধর করে নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করেছে ট্যুরিস্ট পুলিশ। শনিবার (৬ মে) সন্ধ্যায় এ হামলা ও ছিনতাইয়ের ঘটনা ঘটে।
এ ঘটনায় ওইদিন রাতেই সাব্বির হোসেন নামের এক পর্যটক মহিপুর থানায় তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাত পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন।
আরও পড়ুন: শেরপুরে চালককে খুন করে ইজিবাইক ছিনতাই
গ্রেপ্তারেরা হলেন-মহিপুরের আব্দুস সালামের ছেলে মো. বাইজিদ ও ফোরকান দফাদারের ছেলে তানভির ওরফে শান্ত।
কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাইন পারভেজ জানান, শনিবার সন্ধ্যায় কুয়াকাটা পৌর শহরের আনন্দবাড়ি গেস্ট হাউজের সামনে কয়েকজন নারী ও পুরুষ পর্যটকের পথরোধ করে তাদের মারধর করে এবং সঙ্গে থাকা ১৩ হাজার সাতশ’ টাকা ছিনিয়ে নিয়ে যায়। সংঘবদ্ধ ওই গ্রুপের সদস্যদের বয়স ১৭ থেকে ১৯ বছরের মধ্যে।
তিনি আরও বলেন, পর্যটকরা বিষয়টি মুঠোফোনে ট্যুরিস্ট পুলিশের অভিযোগ কক্ষে জানালে তাৎক্ষণিক তারা অভিযান চালিয়ে ওই দুইজনকে গ্রেপ্তার করে মহিপুর থানায় সোপর্দ করেন।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার আবুল খায়ের বলেন, দুইজনকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে রবিবার (৬ মে) আদালতে পাঠানো হয়েছে।
এছাড়া এ চক্রের পলাতক অপর সদস্যদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ওসি।
আরও পড়ুন: কক্সবাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশের এএসআই আহত
রাজশাহীতে ছিনতাইয়ের অভিযোগে পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ২
১ বছর আগে
নাটোরে ব্যবসায়ীকে হত্যার পর ৩ লাখ টাকা ছিনতাই
নাটোরের নলডাঙ্গায় শনিবার রাতে এক সার ব্যবসায়ীকে হত্যা করে ৩ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
৪ বছর আগে