শ্রম
যে হাটে পণ্যের মতো কেনাবেচা হয় মানুষের শ্রম
কুমিল্লা বিভিন্ন হাটবাজারে এখন পণ্যের মতো দর-কষাকষি করে কেনাবেচা হচ্ছে মানুষের শ্রম। দেশের বিভিন্ন স্থান থেকে অভাবী মানুষ দলে দলে এ সকল হাট-বাজারে শ্রম বিক্রির জন্য আসেন। এদের শ্রম বিক্রি হয় দিন, সপ্তাহ কিংবা মাস চুক্তিতে।
৫ বছর আগে