দুপচাঁচিয়া
দুপচাঁচিয়ায় ধানখেত থেকে ভ্যান চালকের লাশ উদ্ধার
বগুড়ার দুপচাঁচিয়ায় এক ভ্যান চালকের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার করমজী গুনাহার সড়কের পাশের ধানখেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত হারুন ফকির (৪৫) ইসলামপুর বড়বাড়িয়া এলাকার মৃত মঈন ফকিরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার বিকেল ৫টার পর হারুন ফকির ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর রাতে তিনি বাড়ি ফেরেননি। সোমবার সকালে ধানখেতে তার লাশ দেখতে পায় স্থানীয় লোকজন। পরে পুলিশে খবর দেয়া হলে লাশ উদ্ধার করা হয় এবং পাশের এক জঙ্গলে তার ভ্যান গাড়িটি পাওয়া যায়। তবে ভ্যানে থাকা চারটি ব্যাটারি পাওয়া যায়নি।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, নিহত ভ্যান চালকের শরীরে একাধিক জখমের চিহ্ন রয়েছে। তাকে পেটে, পিঠে, মাথায় ছুরিকাঘাতসহ পায়ের রগ কেটে দেয়া হয়েছে।
তার ব্যবহৃত ভ্যান ঘটনাস্থলের কিছু দূরের একটি জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: খুলনায় কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
নাটোরে এসএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার
বরিশালে পৃথক স্থান থেকে শিশুসহ ৪ লাশ উদ্ধার
২ বছর আগে
বগুড়ায় ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
বগুড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুজন নিহত হয়েছেন। রবিবার সকাল ৭টার দিকে জেলার দুপচাঁচিয়ার থানা বাসস্ট্যান্ড এলাকার নওগাঁ-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বগুড়া শহরের খান্দার স্টেডিয়াম গেট এলাকার মৃত শাহাদাত হোসেনের ছেলে সাখাওয়াত হোসেন পলাশ (৪৮) এবং সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার আলোবাদিয়া গ্রামের মৃত গাজী আবু সাঈদ শেখের ছেলে শোয়েব মাহমুদ (৪২)।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বগুড়ার নির্বাহী প্রকৌশলী অফিসে কর্মরত শোয়েব সম্প্রতি নওগাঁর পোরশায় বদলি হয়েছেন। অফিসের কাজের জন্য পলাশ এবং শোয়েব দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে পোরশার উদ্দেশ্যে রওয়ানা হন। পথিমধ্যে দুপচাঁচিয়া উপজেলা সদরের থানা বাসট্যান্ড এলাকায় বিপরীতমুখী পণ্যবাহী একটি ট্রাকের সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শোয়েব নিহত হন। পরে পলাশকে স্থানীয়রা দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুপচাঁচিয়া থানার উপপরিদর্শক (এসআই) মিয়ামান নাসির জানান, ঘটনার পরপরই পণ্যবাহী ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছে। লাশ দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
পড়ুন: জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩
ঢাকা আরিচা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ নিহত ৩
২ বছর আগে
বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬
বগুড়ার মাঝিড়া ও দুপচাঁচিয়ায় শুক্রবার পৃথক সড়ক র্দুঘটনায় সিএনজি চালিত অটোরিকশার চালকসহ ছয়জন নিহত হয়েছেন।
৩ বছর আগে
স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে বগুড়ায় যুবক গ্রেপ্তার
দুপচাঁচিয়া উপজেলায় স্কুলছাত্রীকে (১৬) ধর্ষণের অভিযোগে মামলা দায়েরের পর শনিবার এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
৪ বছর আগে