কেনাবেচা
রাজবাড়ীতে মাদক কেনাবেচার দায়ে ২ জনের যাবজ্জীবন
রাজবাড়ীতে মাদক কেনাবেচার দায়ে মো. আশরাফুল ইসলাম দুলাল ও মো. আ. আলীম নামে দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
একইসঙ্গে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের দুটি ধারায় ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আরও পড়ুন: রংপুরে বন্ধুকে হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
রবিবার দুপুরে রাজবাড়ী অতিরিক্ত দায়রা জজ আদালত-১, অতিরিক্ত দায়রা জজ জান্নাতুন লিলিফা আকতার এ রায় দেন।
আসামিরা হলেন- কুষ্টিয়া জেলার বটতৈল মসজিদপাড়া গ্রামের মৃত আবজাল উদ্দিন খোকা মিয়ার ছেলে মো. আশরাফুল ইসলাম দুলাল এবং বটতৈল মোড় পাড়া মো. সিরাজ খাঁয়ের ছেলে মো. আ. আলীম।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০১১ সালের ৫ ডিসেম্বর এসআই আবু সায়েম ও তার ফোর্স গোয়ালন্দ পদ্মার মোড় স্থান থেকে একটি প্রাইভেটকার তল্লাশি করে ৮৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন।
এসময় চালকসহ দুইজনকে আটক করে। উপস্থিত সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করে পুলিশ বাদী হয়ে গেয়ালন্দ থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে।
পরে বিজ্ঞ দায়রা জজ আদালত ২০১২ সালের ১৫ মার্চ আশরাফুল ও আলীমের বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) ও ৩(খ) ধারায় অভিযোগ আমলে নিয়ে অভিযোগ গঠন করেন।
দীর্ঘ শুনানি শেষে রবিবার আদালত তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেন।
আরও পড়ুন: জয়পুরহাটে কৃষক বুলু মিয়া হত্যায় ৩ জনের যাবজ্জীবন
ছেলে হত্যা মামলায় বাবা-মায়ের যাবজ্জীবন
৭ মাস আগে
কুমিল্লায় আগ্নেয়াস্ত্র জব্দ, গ্রেপ্তার ৪
অস্ত্র কেনাবেচার অভিযোগে কুমিল্লাসদর উপজেলা থেকে চারজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে ২টি পিস্তল, ১২ রাউন্ড গুলি, ৩টি ম্যাগাজিন ও ২টি মোটরসাইকেল জব্দ করা হয় বলে জানায় পুলিশ।
বৃহস্পতিবার রাতে কুমিল্লার সদর উপজেলার বউয়ারা বাজার সীমান্তবর্তী এলাকায় এই অভিযান তাদের গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: যশোরে অস্ত্র-মাদক জব্দ, গ্রেপ্তার ১
গ্রেপ্তার আসামিরা হলেন- কুমিল্লা নগরীর মুরাদপুর এলাকার মো. রিপন, ঠাকুরপাড়া এলাকার মো. সাজ্জাদ আলম, মোস্তফা রেজোয়ান হায়দার ও উত্তর চর্থা এলাকার কাজী আল রাব্বি।
শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলনে জেলার অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান রাফি জানান, বৃহস্পতিবার রাতে ভারত সীমান্তবর্তী জগন্নাথপুর ইউনিয়নের বালুতুপা এলাকায় রাস্তায় চেকপোস্ট পরিচালনাকালে ২টি মোটরসাইকেল থামিয়ে আরোহীদের দেহ তল্লাশি করা হয়।
এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি রিভলবার, ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে মোটরসাইকেলের ৪ আরোহীকে আটক ও মোটরসাইকেল দুটি জব্দ করে পুলিশ। পরে মোস্তফা রেজওয়ানকে জিজ্ঞাসাবাদ করে তার ঠাকুরপাড়ার বাড়ি থেকে ৭ রাউন্ড গুলি, দুটি ম্যাগজিন ও দু্টি পিস্তলের কভার জব্দ করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, আসামির রিপনের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতিসহ তিনটি মামলা, রাব্বি ও রেজওয়ানের বিরুদ্ধে একটি করে মামলা রয়েছে।
তিনি বলেন, আসামিরা ভারত ও সীমান্তবর্তী এলাকা থেকে অস্ত্র সরবরাহ ও কেনাবেচার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
আরও পড়ুন: চাঁদপুরে ১০ হাজার ইয়াবা জব্দ, গ্রেপ্তার ১
চাঁদপুরে ৫০০০ ইয়াবাজব্দ, গ্রেপ্তার ৫
১ বছর আগে
কুমিল্লায় কোরবানির পশু কেনাবেচায় অ্যাপ চালু
করোনাভাইরাস প্রাদুর্ভাবে পশুর হাট বসা নিয়ে শঙ্কার মাঝে কুমিল্লায় খামারিদের অনলাইনে কোরবানির পশু কেনাবেচার সুবিধা দিতে অ্যাপ চালু করা হয়েছে।
৪ বছর আগে
যে হাটে পণ্যের মতো কেনাবেচা হয় মানুষের শ্রম
কুমিল্লা বিভিন্ন হাটবাজারে এখন পণ্যের মতো দর-কষাকষি করে কেনাবেচা হচ্ছে মানুষের শ্রম। দেশের বিভিন্ন স্থান থেকে অভাবী মানুষ দলে দলে এ সকল হাট-বাজারে শ্রম বিক্রির জন্য আসেন। এদের শ্রম বিক্রি হয় দিন, সপ্তাহ কিংবা মাস চুক্তিতে।
৫ বছর আগে