উড়োজাহাজ
ঢাকা বিমানবন্দরে ঘন কুয়াশায় সাড়ে ৮ ঘণ্টা উড়োজাহাজ চলাচল ব্যাহত
ঘন কুয়াশার কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে ৮ ঘণ্টা উড়োজাহাজ চলাচল ব্যাহত হয়েছে।
এই সময়ে বিমানবন্দরে আসা ৬টি ফ্লাইট ঢাকায় নামতে না পেরে সিলেট ও চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম ইউএনবিকে এ তথ্য জানান।
তিনি বলেন, কুয়াশার কারণে রাত ১২টা থেকে আজ সকাল সাড়ে ৮টা পর্যন্ত ফ্লাইট স্বাভাবিকভাবে চলাচল করতে পারেনি। ৯টায় যথারীতি ফ্লাইট অবতরণ শুরু হয়। ফ্লাইট চলাচল ব্যাহত থাকা অবস্থায় ৬টি ফ্লাইট চট্টগ্রাম ও সিলেটে পাঠানো হয়েছে।
কামরুল ইসলাম জানান, সকাল ৯টার পর চট্টগ্রাম ও সিলেট থেকে ডাইভার্ট ফ্লাইটগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাভাবিকভাবে ফিরে আসা শুরু করে।
আরও পড়ুন: মার্চ থেকে ঢাকা-রোম রুটে ফ্লাইট পরিচালনা শুরু করবে বিমান
আন্তর্জাতিক পর্যবেক্ষক-সাংবাদিকদের জন্য ঢাকা বিমানবন্দরে প্রস্তুত অভ্যর্থনা লাউঞ্জ
১১ মাস আগে
বাংলাদেশ-ভিয়েতনাম সরাসরি ফ্লাইট চালু ডিসেম্বরে
বাংলাদেশের সঙ্গে ভিয়েতনামের সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে ভিয়েতজেট এয়ার। আগামী ডিসেম্বরের মাঝামাঝি থেকে হ্যানয়-ঢাকা-হ্যানয় রুটে ফ্লাইট পরিচালনা করবে ভিয়েতনামের এই উড়োজাহাজ সংস্থা। শুরুতে চার্টার্ড ফ্লাইট দিয়ে কার্যক্রম শুরু হলেও যাত্রী চাহিদার ভিত্তিতে পর্যায়ক্রমে নিয়মিত ফ্লাইট শুরুর পরিকল্পনা করা হয়েছে।
এ ছাড়া বাংলাদেশের পর্যটকদের জন্য সাশ্রয়ী ভিসা প্রসেসিংসহ নানা ধরনের ভ্রমণ প্যাকেজও ঘোষণা করেছে ভিয়েতনামের ট্যুর অপারেটর প্রতিষ্ঠান ভিক্টোরিয়া ট্যুর।
সোমবার রাতে রাজধানীর একটি হোটেলে অনাড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানে এসব তথ্য জানান ভিক্টোরিয়া ট্যুরের বাংলাদেশের অংশীদার প্রতিষ্ঠান ইনোগ্লোব ট্রাভেল ও ট্যুরস লিমিটেডের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তাসলিম আমিন শোভন।
তিনি বলেন, বাংলাদেশ থেকে ভিয়েতনাম যাওয়া আসায় তৃতীয় দেশ হয়ে যেতে হয়। তাই সময় ও খরচ দুটোই অনেক বেশি লাগছে। সরাসরি ফ্লাইট চালু হলে সব দিক থেকেই সাশ্রয়ী করা যাবে।
আরও পড়ুন: ইউএস-বাংলার ঢাকা-ব্যাংকক ও চট্টগ্রাম-কলকাতা ফ্লাইট শুরু
অনুষ্ঠানের ভিক্টোরিয়া ট্যুর ভিয়েতনামের ব্যবস্থাপনা পরিচালক নোং ভ্যান চিয়েন ভিক্টর বলেন, বাংলাদেশ ও ভিয়েতনাম দুই দেশই স্বাধীনতা অর্জনের জন্য দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে গেছে। আকাশপথে সরাসরি যোগাযোগ প্রতিষ্ঠার মাধ্যমে দুই বন্ধুপ্রতিম দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
বাংলাদেশের পর্যটন খাতের সম্ভাবনা তুলে ধরে ভিক্টর বলেন, এ দেশের প্রকৃতি, সমৃদ্ধ সংস্কৃতি, ঐতিহ্য ও বন্ধুসুলভ আতিথেয়তা পর্যটনশিল্পের বড় সম্পদ। ভবিষ্যতে দুই দেশের সহযোগিতার ক্ষেত্র প্রসারে পর্যটন খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তিনি মত দেন।
তাসলিম আমিন শোভন বলেন, পর্যটনশিল্প ও বিমান যোগাযোগ খাতের উন্নয়নে দুই দেশের একসঙ্গে কাজ করার বড় সুযোগ রয়েছে। সরাসরি ফ্লাইট চালু হলে তা বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে বাণিজ্য প্রসারের পাশাপাশি দুদেশের জনগণের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সদস্য ও টোয়াবের সাবেক সভাপতি মো. রাফিউজ্জামান, আটাবে'র সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরেফ, সায়মন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও আটাবের সহ-সভাপতি আফসিয়া জান্নাত সালেহসহ দেশের শীর্ষস্থানীয় পর্যটন উদ্যোক্তা ও পেশাজীবীরা।
আরও পড়ুন: ৩১ অক্টোবর থেকে ঢাকা-মালদ্বীপ ফ্লাইট চালু করবে ইউএস-বাংলা
ঢাকা-গুয়াংজু রুটে বিমানের ফ্লাইট চালু
২ বছর আগে
দুই উড়োজাহাজের সংঘর্ষ: বিমানের ৩ কর্মকর্তা সাময়িক বরখাস্ত
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি উড়োজাহাজের সংঘর্ষের ঘটনায় তিনজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
গত ৩ জুলাই রাতে বিমানবন্দরের হ্যাঙ্গারে ওই ঘটনা ঘটে।
বরখাস্ত হওয়া বিমানের তিন কর্মকর্তা হলেন-প্রধান প্রকৌশলী মো. হারুনুর রশীদ চৌধুরী, প্রকৌশল কর্মকর্তা শাহ নেওয়াজ ও জুনিয়র টেকনিক্যাল কর্মকর্তা নুরুল আলম।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার ইউএনবিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এ ঘটনায় তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে ৫ জুলাই তাদেরকে বরখাস্ত করা হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রাম বিমানবন্দরে কোটি টাকা মূল্যের সিগারেট জব্দ
ঢাকা বিমানবন্দরে ৬ কোটি টাকা মূল্যের সৌদি রিয়াল জব্দ
২ বছর আগে
নিজস্ব ব্যবস্থাপনায় উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ার প্রতিস্থাপন বিমান বাংলাদেশের
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রথমবারের মতো সম্পূর্ণ নিজস্ব ব্যবস্থাপনা এবং জনবল দ্বারা অত্যাধুনিক বোয়িং ৭৭৭-৩০০ উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ার প্রতিস্থাপন কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেছে।
বিমানের দক্ষ প্রকৌশলীগণ বিদেশ থেকে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে যথাযথ কারিগরি জ্ঞান অর্জনের পর বিমান হ্যাঙ্গার কমপ্লেক্সে গত ২০ অক্টোবর,২০২১ তারিখে ল্যান্ডিং গিয়ার প্রতিস্থাপন কার্যক্রম শুরু করে যা ৪ নভেম্বর, ২০২১ তারিখে সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ বছর ডিসেম্বরে বিমানের নিজস্ব ব্যবস্থাপনায় আরেকটি বোয়িং ৭৭৭-৩০০ এয়ার উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ার প্রতিস্থাপন করা হবে বলে জানা গেছে।
আরও পড়ুন: আগামীকাল থেকে বিমানের ঢাকা-সিঙ্গাপুর ফ্লাইট শুরুবিমান প্রকৌশল ও উৎপাদন ব্যবস্থাপনা পরিদপ্তরের সক্ষমতা অর্জনের ক্ষেত্রে এটি একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে বলে আশা করা হচ্ছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পূর্বে বিদেশি সংস্থার মাধ্যমে এই ল্যান্ডিং গিয়ার প্রতিস্থাপনের কাজটি করাতে বিমানের বিপুল বৈদেশিক মুদ্রা ব্যয় হতো। বিমানের নিজস্ব স্থাপনা, ব্যবস্থাপনা ও জনবল দ্বারা কাজটি সফলভাবে সম্পন্ন করার ফলে আনুমানিক চার লাখ মার্কিন ডলার সাশ্রয় হয়েছে। চারটি বোয়িং ৭৭৭-৩০০ এয়ার উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ার প্রতিস্থাপন কাজ সম্পন্ন হলে বিমানের প্রায় ১.৬ মিলিয়ন মার্কিন ডলার সাশ্রয় হবে।
আরও পড়ুন: ২৩ যাত্রী নিয়ে রাশিয়ায় বিমান বিধ্বস্ত
৩ বছর আগে
কাবুলে ইউক্রেনের বিমান ছিনতাই!
ইউক্রেনীয়দের সরিয়ে নেয়ার জন্য আফগানিস্তানে পৌঁছানো একটি উড়োজাহাজ অজ্ঞাত ব্যক্তিরা ছিনতাই করেছে বলে ইউক্রেনের উপ -পররাষ্ট্রমন্ত্রী ইয়েভজেনি ইয়েনিন দাবি করেছেন।
মঙ্গলবার এ ব্যাপারে ইয়েভজেনি বলেন, ‘গত রবিবার, আমাদের বিমানটি অজ্ঞাত লোকেরা ছিনতাই করেছে। বিমানটি আমাদের কাছ থেকে কার্যত চুরি করা হয়েছে। ইউক্রেনীয়দের পরিবর্তে অজ্ঞাত যাত্রীদের নিয়ে উড়োজাহাজটি ইরানে গেছে।’
আরও পড়ুন: কাবুল বিমানবন্দরে ভিড়ের চাপে ৭ আফগানের মৃত্যু
ইয়েভজেনি ইয়েনিন আরও জানান, আফগানিস্তানে থাকা ইউক্রেনীয়দের সরিয়ে নেয়ার তিনটি প্রচেষ্টা সফল হয়নি। কারণ তাদের নাগরিকরা বিমানবন্দরেই প্রবেশ করতে পারেনি।
তার মতে, ছিনতাইকারীরা সশস্ত্র ছিল। তবে বিমানটির সাথে কী ঘটেছে বা কিয়েভ (ইউক্রেনের রাজধানী) এটি ফেরত চাইবে কিনা বা ইউক্রেনের নাগরিকরা কাবুল থেকে কীভাবে ফিরে যাবে এসব বিষয়ে কিছুই জানাননি উপমন্ত্রী ।
আরও পড়ুন: দেশ ছাড়ছে আফগানরা, বিমানবন্দরে বিশৃঙ্খলা
রবিবার ৩১ জন ইউক্রেনিয়ানসহ ৮৩ জন যাত্রী নিয়ে একটি সামরিক পরিবহন বিমান আফগানিস্তান থেকে কিয়েভ পৌঁছেছে। রাষ্ট্রপতির কার্যালয় জানিয়েছে, ১২ ইউক্রেনীয় সামরিক কর্মী দেশে ফিরেছে। বিদেশি সাংবাদিক এবং জনসাধারণ যারা সাহায্য চেয়েছেন তাদেরও সরিয়ে নেয়া হয়েছে। আরও প্রায় ১০০ ইউক্রেনিয়ানকে আফগানিস্তান থেকে সরিয়ে নেয়ার প্রত্যাশা করা হচ্ছে।
আরও পড়ুন: রাশিয়ায় নিখোঁজ বিমানের সন্ধান, ২৮ আরোহীই নিহত
৩ বছর আগে
বিমানের বহরে ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজ যুক্ত করলেন প্রধানমন্ত্রী
জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অভ্যন্তরীণ ও দক্ষিণ এশিয়া অঞ্চলের স্বল্প দূরত্বের ফ্লাইট পরিচালনায় সক্ষমতা বাড়াতে প্রতিষ্ঠানটির বহরে যুক্ত হয়েছে নতুন একটি ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজ।
৩ বছর আগে
বিমানের বহরে ড্যাশ ৮-৪০০ ‘ধ্রুবতারা’ যুক্ত হচ্ছে মঙ্গলবার
বাংলাদেশ ও কানাডা সরকারের মধ্যে জিটুজি ভিত্তিতে ক্রয় করা তিনটি উড়োজাহাজের প্রথমটি জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে আগামী মঙ্গলবার যুক্ত হতে যাচ্ছে।
৪ বছর আগে