লস অ্যাঞ্জেলস
গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড ২০২৩: রেড কার্পেটে ঝড় তুললেন যারা
লস অ্যাঞ্জেলসের বেভারলি হিলটনে বসেছিল এবারের গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড এর আসর। যেখানে বিশ্বের নামীদামী তারকারা এ পুরস্কারের ৮০তম সংস্করণে অংশ নিতে জড়ো হয়েছিলেন।
স্টুডিও ও সেলিব্রিটিদের বয়কটের কারণে এক বছর বন্ধ থাকার পর মঙ্গলবার গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস অনুষ্ঠান তার চিরাচরিত স্টাইলে উদযাপিত হয়।
এ অনুষ্ঠানটি শুধুমাত্র আগামী অস্কার কে জিতবে সেজন্যই নয়, বছরের ফ্যাশন ট্রেন্ড নির্ধারণেও ভূমিকা রাখে।
সেলেনা গোমেজের নাটকীয় ভ্যালেন্টিনো গাউন থেকে শুরু করে জ্যামি লি কার্টিসের স্ট্র্যাপলেস জাম্পসুট, রিহানার কাস্টম কালো মখমল শিয়াপারেলি ক্যুচার গাউন, লিজা কোশি ও অভিনেতা পেইজ বুচারের লেসের পোশাক, ল্যাভার্ন কক্স এর ভিনটেজ জন গ্যালিয়ানো গাউন, জুলিয়া গার্নার হালকা গোলাপী রঙের পোশাক, লিলি জেমস ও মনিকা বারবারোর লাল গাউন সকলের নজর কাড়ে।
এছাড়াও এডি রেডমায়ের টাক্সেডোতে লাগানো বিশাল সিল্ক ফুল থেকে শুরু করে ব্যারি কেওগানের পাউডার ব্লু লুই ভিটন স্যুট এবং রিস ফেল্ডম্যানের প্লিটেড স্কার্ট ও জোশ রিচার্ডস এর পিনস্ট্রাইপ স্যুট নিয়েও কম আলোচনা হয়নি।
তবে খ্রিস্টান সিরিয়ানো টাক্সেডো গাউনে সন্ধ্যার অন্যতম আর্কষণে পরিণত হন বিলি পোর্টার।
এবারের গোল্ডেন গ্লোব সন্ধ্যার সেরা রেড কার্পেট লুক হলো-
১ বছর আগে
যুক্তরাষ্ট্রে ভ্যাকসিন বিরোধী বিক্ষোভ, ভ্যাকসিন সাইট ‘সাময়িক’ বন্ধ
কয়েক ডজন ভ্যাকসিন বিরোধীদের বিক্ষোভে শনিবার যুক্তরাষ্ট্রের বৃহত্তম একটি ভ্যাকসিন দেয়ার সাইট সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে বলে লস অ্যাঞ্জেলস টাইমসের খবরে বলা হয়েছে।
৩ বছর আগে
করোনার কারণে এবার মার্চে দেওয়া হবে অস্কার পুরস্কার
সম্প্রতি করোনাভাইরাস আবারও ভয়াবহ রূপ নেওয়ায় চলতি মাসে লস অ্যাঞ্জেলসে অস্কার পুরস্কার দেওয়া হচ্ছে না।সব কিছু ঠিক থাকলে আগামী মার্চে দেওয়া হবে চলচ্চিত্র অঙ্গনের সবচয়ে মর্যাদাকর এ পুরস্কার।
৩ বছর আগে
বছরের সেরা শিল্পী টেইলর সুইফট
আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডে এ বছর টানা তৃতীয়বারের মতো বর্ষসেরা শিল্পীর পুরস্কার পেয়েছেন টেইলর সুইফট।
৩ বছর আগে