সাততলা বস্তি
মহাখালীর সাততলা বস্তিতে আগুন: ক্ষতিগ্রস্তদের সহায়তার ঘোষণা মেয়র আতিকের
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারকে পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়া হবে।
সোমবার (২৭ মার্চ ২০২৩) ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন এ বিষয়টি জানিয়েছেন।
আরও পড়ুন: ১২ ঘণ্টার আগেই কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ করা হয়েছে: মেয়র আতিক
জানা যায়, সোমবার সকালে মহাখালীর সাততলা বস্তিতে আগুন লাগে। খবর পাওয়ার অল্পসময়ের মধ্যে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে আগুনে বস্তির অনেকগুলো টিনশেড ঘর পুড়ে গেছে।
উত্তর সিটির মেয়র আতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা করে প্রতিটি পরিবারকে পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়ার জন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দিয়েছেন।
এছাড়াও অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণেরও নির্দেশ দিয়েছেন তিনি।
আরও পড়ুন: রমজানে বাজার কঠোর মনিটরিং করবে ডিএনসিসি: মেয়র আতিক
পরিবেশ রক্ষায় প্লাস্টিক উৎপাদনকারী প্রতিষ্ঠানকেই দায়িত্ব নিতে হবে: মেয়র আতিক
১ বছর আগে
মহাখালীর বস্তিতে আগুনে শতাধিক ঘর পুড়ে গেছে
রাজধানী মহাখালী এলাকার একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক ঘর পুড়ে গিয়েছে।
সোমবার ভোর ৩টা ৫৭ মিনিটের দিকে এই ঘটনা ঘটে বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তর নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার কামরুল আহসান জানান, সোমবার ভোর ৩টা ৫৭ মিনিটের দিকে মহাখালীর ‘সাততলা বস্তিতে’ আগুন লাগে এবং খুব দ্রুত আগুন পুরো বস্তিতে ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন: আগুনে পুড়ে ছাই ২০ বিঘা জমির পান বরজ
খবর পেয়ে দমকল বাহিনীর ১৮ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে অংশ নেয়। সকাল ৬টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
সোমবার সকালে ঘটনাস্থলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন জানান, মহাখালীর সাততলা বস্তিতে অবৈধ গ্যাস ও বৈদ্যুতিক সংযোগ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।
আরও পড়ুন: গাজীপুর টেক্সটাইল কারখানায় আগুন
ফায়ার সার্ভিস মহাপরিচালক বলেন, ‘বস্তিতে টিনের ঘর বেশি হওয়াতে আমাদের আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আমাদের ১৮ টি ইউনিট কাজ করেছে। এখন পর্যন্ত আগুনে কোনও হতাহতের ঘটনা আমাদের চোখে পড়েনি। আমরা ধারণা করছি প্রায় ১০০ এর বেশি ঘর পুড়ে গেছে।’
আরও পড়ুন: আশুলিয়ায় ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ড
এক প্রশ্নের জবাবে তিনি জানান, এখানে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থের উপস্থিতি থাকায় আগুন পুরো বস্তিতে দ্রুত ছড়িয়ে পড়েছে।
এই ঘটনা তদন্তের জন্য চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে তিনি জানিয়েছেন।
৩ বছর আগে
মহাখালীর বস্তিতে পুড়ল ১০০ ঘর ও দোকান
রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে সোমবার রাতের আগুনে পুড়ে গেছে প্রায় ১০০ ছোট ঘর ও দোকান।
৪ বছর আগে