অস্ত্র বিক্রি
রাজশাহীতে অস্ত্র বিক্রি করতে যাওয়ার পথে গ্রেপ্তার ২
রাজশাহী নগরীতে অস্ত্র বিক্রি করতে যাওয়ার পথে দুই অস্ত্র কারবারিকে গ্রেপ্তারের দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।
সোমবার (২০ মার্চ) রাত ৯টার দিকে নগরীর বেলপুকুর থানার বেলপুকুর রেলক্রসিং এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র্যাব-৫।
মঙ্গলবার র্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট রিয়াজ শাহরিয়ারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে আগ্নেয়াস্ত্র ও ১৩ কেজি গাঁজা জব্দ, গ্রেপ্তার ৩
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- নাটোরের লালপুর উপজেলার শেরপাড়ার মৃত সেকেন্দার আলীর ছেলে রেজাউল করিম (৩৮) ও একই এলাকার মৃত আবুল কাশেমের ছেলে আবু রায়হান ওরফে তোঁতা (৩০)।
এ সময় তাদের কাছ থেকে চারটি ওয়ান শুটারগান, এক বোতল ফেনসিডিল, একটি মোটরসাইকেল ও নগদ আট হাজার টাকা জব্দ করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
র্যাবের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল জানতে পারে যে অভিযুক্তরা অস্ত্র বিক্রি করতে রাজশাহীর বিনোদপুরের দিকে যাচ্ছে।
খবর পেয়ে র্যাব-৫ এর আভিযানিক দল ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় মোটরসাইকেলে যাওয়ার পথে তারা র্যাব সদস্যদের হাতেনাতে ধরা পরে।
এ ঘটনায় নগরীর বেলপুকুর থানায় আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে র্যাবের গাড়ি ডাকাতি করতে গিয়ে গ্রেপ্তার ৮: র্যাব
৭৪২ দিন আগে
মুক্তিযুদ্ধে ব্যবহৃত অস্ত্র বিক্রির ওপর নিষেধাজ্ঞা
মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রগুলো বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে এইসব অস্ত্র রক্ষায় কী পদক্ষেপ নেওয়া হয়েছে সে বিষয়ে ছয় মাসের মধ্যে একটি প্রতিবেদন দিতে বলা হয়েছে।
১৫৮৯ দিন আগে