সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু
ভোট দিতে গিয়ে মাগুরায় সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু
ভোট দিতে গিয়ে মাগুরা সদর উপজেলায় হৃদরোগে আক্রান্ত হয়ে সাবেক এক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার গোপালগ্রাম ইউনিয়নের সংকোচখালি গ্রামে একটি ভোট কেন্দ্রে এই ঘটনা ঘটে।
মতৃ আফতাউদ্দিন মোল্লা সাবেক গোপালগ্রাম ইউপি চেয়ারম্যান ও স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক।
আরও পড়ুন: ফেনীতে মন্দিরে হামলা-সংঘর্ষে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু
মৃতের ছেলে ও ওই ইউনিয়নের জাসদের চেয়ারম্যান প্রার্থী আল ইমরান জানান, সকাল ১০টার দিকে সংকোচখালি গ্রামের একটি কেন্দ্রে তিনি ভোট দিতে যান। এই সময় চেয়ারম্যান পদে একটি ভোট দেয়ার পর আকষ্মিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে মাগুরা ২৫০ শর্য্যা হাসাপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
৩ বছর আগে
যশোরে দুর্ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু
যশোরের ঝিকরগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপির স্থানীয় নেতা রেজাউল হাসান (৪৯) নিহত হয়েছেন।
৩ বছর আগে