সড়ক পারাপার
কুমিল্লায় সড়ক পার হওয়ার সময় ফুফু-ভাতিজি নিহত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার শব্দলপুর এলাকায় সড়ক পারাপারের সময় ফুফু-ভাতিজি নিহত হয়েছেন।
বুধবার (৮ নভেম্বর) এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুমিল্লার দেবিদ্বার উপজেলার বাউরা এলাকার আয়াত আলীর মেয়ে নাছিমা বেগম (৫০) ও তার ফুফু মুরাদনগর উপজেলার বাবুটিপাড়া এলাকার মনোয়ারা বেগম (৮০)।
বিষয়টি নিশ্চিত করেছেন ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম।
আরও পড়ুন: চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৭
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহাসড়কের শব্দলপুর এলাকা দিয়ে তারা পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
এসআই আব্দুর রহিম বলেন, স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তারা মারা যান। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: রাঙ্গামাটিতে সড়ক দুর্ঘটনায় নিহত ২
মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু
৮০২ দিন আগে
ব্যস্ততম এলাকা সাইনবোর্ডে ঝুঁকি নিয়ে সড়ক পারাপার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও ঢাকা-নারায়ণগঞ্জ সংযুক্ত সড়ক হলো সাইনবোর্ড বা বিশ্বরোড। প্রতিদিন হাজার হাজার যানবাহন ও মানুষ এই সড়ক দিয়ে যাতায়াত করছে। তাই এই এলাকায় ফুটওভার ব্রিজ নির্মাণ সময়ের দাবি।
১৮৭৮ দিন আগে