মনোনীত
৫ সদস্যের জাতীয় সংসদের প্যানেল সভাপতি মনোনীত
দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের জন্য পাঁচ সদস্যের চেয়ারম্যান প্যানেলের মনোনয়ন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২ মে) এই মনোনয়ন দেন স্পিকার।
প্যানেলের সদস্যরা হলেন- আবদুল মান্নান, আসাদুজ্জামান নূর, শহীদুল ইসলাম শিমুল, গোলাম কিবরিয়া টিপু ও ফজিলাতুন নেসা।
অধিবেশনের শুরুতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাদের নাম ঘোষণা করেন।
আরও পড়ুন: বিএনপি বাংলাদেশের জন্য আজরাইল: সংসদে শেখ হাসিনা
তারা স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে কালানুক্রমিক ক্রমানুসারে সংসদের কার্যক্রম পরিচালনা করবেন।
আরও পড়ুন: সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে ২ মে
৭ মাস আগে
স্বাধীনতা পদকের জন্য মনোনীত হলেন ১০ জন
দেশের জন্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পদকের জন্য মনোনীত হয়েছেন ১০ ব্যক্তি।
বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে মনোনীতদের নাম জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
মুক্তিযুদ্ধে অবদানের জন্য মুক্তিযোদ্ধা কাজী আবদুস সাত্তার, মুক্তিযোদ্ধা ফ্লাইট সার্জেন্ট মো. ফজলুল হক (মরণোত্তর) এবং মুক্তিযোদ্ধা শহীদ আবু নাঈম মোহাম্মদ নজিব উদ্দিন খান (খুররম) (মরণোত্তর) এ পদক পাচ্ছেন।
আরও পড়ুন: ১২ ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে স্বাধীনতা পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী
বিজ্ঞান ও প্রযুক্তিতে অবদানের জন্য ড. মোবারক আহমেদ খান এ পদক পাচ্ছেন।
চিকিৎসা শাস্ত্রে অবদানের জন্য সম্মাননা পাচ্ছেন ডা. হরিশঙ্কর দাস।
সংস্কৃতিতে অবদানের জন্য মোহাম্মদ রফিকুজ্জামান ও ও ক্রীড়ায় ফিরোজা খাতুন এ পদক পাচ্ছেন।
পাবলিক সার্ভিস ক্যাটাগরিতে অরণ্য চিরণ, মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. মোল্লা ওবায়দুল বাকী ও এস এম আব্রাহাম লিংকন স্বাধীনতা পদকের জন্য মনোনীত হয়েছেন।
দেশের জন্য গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ গত বছর ৯ ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পদকে ভূষিত করা হয়।
২৬ মার্চ স্বাধীনতা দিবস সামনে রেখে ১৯৭৭ সাল থেকে বাংলাদেশ প্রতি বছর ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এ পদক দিয়ে সম্মাননা দিয়ে আসছে।
আরও পড়ুন: স্বাধীনতা পদক প্রদানে স্বজনপ্রীতির অভিযোগ বিএনপির
স্বাধীনতা পদক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী
৯ মাস আগে
কোভিড-১৯ ও অন্যান্য সংক্রামক রোগ মোকাবেলায় প্রস্তুতি জোরদার প্রকল্পে মনোনীত বাংলাদেশ
কোভিড-১৯ ও অন্যান্য সংক্রামক রোগের প্রস্তুতি ও ব্যবস্থা গ্রহণের জন্য ‘স্টকপাইল’ প্রকল্পের অংশ হিসেবে ১০ মিলিয়ন ডলারের ২ বছর মেয়াদি সহযোগিতামূলক প্রকল্পের জন্য বাংলাদেশকে মনোনীত করা হয়েছে।
এ প্রকল্পের বাস্তবায়ন এজেন্সি (পিআইএ) হিসেবে এশিয়া-ইউরোপ ফাউন্ডেশন (এএসইএফ) এবং ফেডারেশন অব রেডক্রস অ্যান্ড রেডক্রিসেন্ট সোসাইটিজকে (আইএফআরসি) মনোনীত করা হয়েছে।
বাংলাদেশের পাশাপাশি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাকিস্তান এবং ফিলিপাইনকেও প্রকল্পের জন্য মনোনীত করা হয়েছে।
এই ৫টি দেশ বাছাই করার ক্ষেত্রে, আইএফআরসি প্রাকৃতিক বিপত্তির কারণে সৃষ্ট দুর্যোগের ঝুঁকিতে থাকা দেশগুলোকে অগ্রাধিকার দিয়েছে, যার প্রভাবসমূহ জলবায়ু পরিবর্তনের কারণে আরও খারাপ হয়েছে। এর ফলে কোভিড-১৯ এবং অন্যান্য সংক্রামক রোগের উচ্চ ঝুঁকি রয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশ বিশ্বব্যাংক গ্রুপের মনোনীত প্রেসিডেন্ট অজয় বঙ্গকে স্বাগত জানিয়েছে
জাপান সরকার এই ১০ মিলিয়ন ডলার এশিয়া-ইউরোপ মিটিং (এএসইএম) দেশগুলোতে কোভিড-১৯ সংক্রামক রোগ প্রতিরোধের জন্য ‘স্টকপাইল’ প্রকল্পে প্রদান করছে।
এই তহবিলটি ব্যবহার করে, আইএফআরসি এবং ন্যাশনাল সোসাইটিসমূহ একটি কাঠামোবদ্ধ কার্যক্রমের মাধ্যমে সরকারি কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে ‘স্টকপাইল’ প্রকল্প বাস্তবায়ন করবে।
মঙ্গলবার (২৮ নভেম্বর) কুয়ালালামপুরে মালয়েশিয়ান রেড ক্রিসেন্ট ন্যাশনাল হেডকোয়ার্টারে এ সংক্রান্ত একটি চুক্তি সইয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: বাংলাদেশ আইএমও অ্যাসেম্বলির সহ-সভাপতি নির্বাচিত
এএসইএফ এবং আইএফআরসি’র চুক্তি সইয়ের সময় মালয়েশিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারপার্সন, দাতো' সেরি ডি রাজা তান শ্রী টুঙ্কু পুতেরি ইন্তান সাফিনাজ বিন্তি আলমারহুম সুলতান আব্দুল হালিম মু'আদজাম শাহ, টুঙ্কু তেমেনগং কেদাহ স্বাগত বক্তব্য রাখেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত মালয়েশিয়ায় জাপানের রাষ্ট্রদূত তাকাহাশি কাতসুহিকো; এএসইএফয়ের নির্বাহী পরিচালক, রাষ্ট্রদূত তোরু মরিকাও এবং আঞ্চলিক পরিচালক আইএফআরসি, আলেকজান্ডার ম্যাথিউ বক্তৃতা করেন।
চুক্তি সইয়ের সময় অন্যান্যের মধ্যে মালয়েশিয়ায় বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগীর এবং কাউন্সেলর (রাজনৈতিক) প্রনব কুমার ভট্টাচায্য উপস্থিত ছিলেন।
মালয়েশিয়ায় বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার এই গুরুত্বপূর্ণ চুক্তি সইয়ের বিষয়ে তার গভীর সন্তুষ্টি প্রকাশ করে বলেন, ‘এই প্রকল্পটি বাংলাদেশের স্বাস্থ্যসেবা ক্ষেত্র, চিকিৎসা ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া এবং জনগণের স্বাস্থ্য সেবা প্রাপ্তির সুযোগ বিকাশে কার্যকর ভূমিকা পালন করবে।’
আরও পড়ুন: কমন ফান্ড ফর কমোডিটিজের এমডি নির্বাচিত হওয়ায় রাষ্ট্রদূত বেলালকে পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন
১ বছর আগে
সংসদের ২৩তম অধিবেশনের জন্য ৫ সদস্যের প্যানেল চেয়ারম্যান মনোনীত
একাদশ জাতীয় সংসদের ২৩তম অধিবেশনের জন্য পাঁচ সদস্যের প্যানেল অব চেয়ারম্যান মনোনীত করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
বুধবার তিনি এই প্যানেল মনোনীত করেন।
প্যানেল সদস্যরা হলেন আ স ম ফিরোজ, তানভীর শাকিল জয়, ডা. প্রাণ গোপাল দত্ত, ডা. রুস্তম আলী ফরাজী ও বেগম আঞ্জুম সুলতানা।
দিনের কার্যক্রমের শুরুতে স্পিকার তাদের নাম ঘোষণা করেন।
তারা স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে কালানুক্রমিকভাবে সংসদের কার্যক্রম পরিচালনা করবেন।
আরও পড়ুন: জাতীয় সংসদে বিইআরসি আইনের সংশোধনী পাস
দেশে শিশুশ্রমিকের সংখ্যা ১৭ লাখ: জাতীয় সংসদে প্রতিমন্ত্রী
১ বছর আগে
একাদশ জাতীয় সংসদের ২২তম অধিবেশনের ৫ সদস্যের সভাপতিমণ্ডলী মনোনীত
একাদশ জাতীয় সংসদের ২২তম অধিবেশনের জন্য বৃহস্পতিবার পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী মনোনীত করেন স্পিকার।
সদস্যরা হলেন- এইচ এন আশিকুর রহমান, আসাদুজ্জামান নূর, মো. মকবুল হোসেন, কাজী ফিরোজ রশীদ ও কানিজ ফাতেমা আহমেদ।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনের শুরুতে তাদের নাম ঘোষণা করেন।
স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে তারা কালানুক্রমিক সংসদের কার্যক্রম পরিচালনা করবেন।
আরও পড়ুন: মায়া ও কামরুল আ.লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মনোনীত
জাতীয় সংসদে বিইআরসি আইনের সংশোধনী পাস
১ বছর আগে
মোহাম্মদ সাহাবুদ্দিনই হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি
মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পুই হচ্ছেন বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি। রবিবার ক্ষমতাসীন দল আওয়ামী লীগ তাকে দলের রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে মনোনীত করেছে।
দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের একটি দল নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দিয়েছে।
আরও পড়ুন: শিশুদের সৃজনশীল কাজে নিয়োজিত করুন, অভিভাবকদের প্রতি রাষ্ট্রপতি
‘এখন কোনো প্রতিক্রিয়া নেই। এটা সর্বশক্তিমান আল্লাহর ইচ্ছা,’ নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেয়ার পর সাংবাদিকদের সাহাবুদ্দিন বলেন।
অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ সাহাবুদ্দিন দুর্নীতি দমন কমিশনে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম বলেছেন, ‘প্রধান নির্বাচন কমিশনার ও রাষ্ট্রপতি নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে একই ব্যক্তির জন্য সকাল ১১টা ও ১১টা ৫ মিনিটে দুটি আবেদন জমা পড়েছে। আগামীকাল (সোমবার) দুপুর ১টায় এ দুটি আবেদন যাচাই-বাছাই করা হবে। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে আগামীকাল প্রধান নির্বাচন কর্মকর্তা আপনাদের জানাবেন।’
আরও পড়ুন: একজন অসাধারণ ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেয়া হয়েছে: তথ্যমন্ত্রী
দেশের পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু
১ বছর আগে
সংসদে ৫ প্যানেল সভাপতি মনোনীত
একাদশ জাতীয় সংসদের ২০তম অধিবেশন কার্যক্রম পরিচালনার সুবিধার্থে কার্যপ্রণালী বিধি অনুযায়ী রবিবার পাঁচ সদস্যের প্যানেল অব চেয়ারম্যান মনোনীত করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
প্যানেল সদস্যরা হলেন-আবদুস শহীদ এমপি, মো. মকবুল হোসেন এমপি, মো. মনোয়ার হোসেন চৌধুরী এমপি, কাজী ফিরোজ রশীদ এমপি ও সুবর্ণা মুস্তাফা এমপি।
অধিবেশনের শুরুতে স্পিকার তাদের নাম ঘোষণা করেন।
তারা স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে কালানুক্রমিকভাবে সংসদের কার্যক্রম পরিচালনা করবেন।
আরও পড়ুন: একাদশ জাতীয় সংসদের ২০তম অধিবেশন শুরু
জাতীয় সংসদে ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট পাস
জাতীয় সংসদে শোক প্রস্তাব গৃহীত
২ বছর আগে
পৌরসভা নির্বাচন: ব্রাহ্মণবাড়িয়ায় মেয়র পদে লড়বেন ৬ জন
আগামী ২৮ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাচনে মেয়র পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৩ বছর আগে
পৌরসভা নির্বাচনে ২৫ প্রার্থী মনোনীত করল আওয়ামী লীগ
দেশের ২৫ পৌরসভার সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য শনিবার প্রার্থী মনোনীত করেছে আওয়ামী লীগ।
৪ বছর আগে