বাড়ি ফিরতে পারেনি
আম্পান: সাতক্ষীরায় ৬ মাসেও দুর্গত এলাকার মানুষ বাড়ি ফিরতে পারেনি
‘আম্পান ছয় মাস হয়ি (হয়ে) গেল। এহনো (এখনো) আমরা বাঁধের ওপর বাস করতিছি (করছি)। আমাগির (আমাদের) দিখার (দেখার) কেউনি (কেউ নেই)। কনে (কোথায়) যাবো আমরা। ছয় মাস আগেও আমার সব ছেল (ছিল)। ইটির (ইটের) বাড়ি, রান্নার ঘর, গরু-ছাগল, হাঁস-মুরগি। কি ছেল না আমার। এখন আমি রাস্তার ফকির। ভিটে বাড়ির ওপর দিয়ে বয়ে যাতিছে (যাইতেছে) নদীর পানি। ছয় মাস ধরে বাঁধের ওপর থাকতিছি। খুব কষ্ট হতিছে (হচ্ছে)। বাচা-গাচা (বাচ্চা-কাচ্চা) নিয়ে আর কদ্দিন (কতদিন) এমনে থাকতি হবে আমাগির (আমাদের)?
৪ বছর আগে