সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত
আবুল মুহিত ছিলেন আলোকিত সফল মানুষ: তাজুল ইসলাম
স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো.তাজুল ইসলাম বলেছেন, প্রয়াত আবুল মুহিত ছিলেন আলোকিত সফল মানুষ।
শনিবার সিলেট নগরীর ধোপাদিঘীর পারস্হ হাফিজ কমপ্লেক্সে সাবেক অর্থমন্ত্রী সদ্য প্রয়াত আবুল মাল আবদুল মুহিতের চেহলাম অনুষ্ঠানে মন্ত্রী এই কথা বলেন।
তিনি বলেন, তিনি বিশ্ব মানবতার জন্য কাজ করে গেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন বিশ্বস্ত ও ঘনিষ্ঠ সঙ্গী হিসেবে তার নেতৃত্বে বাংলাদেশ দরিদ্র একটি দেশ থেকে আজ বিশ্বের দরবারে মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হয়েছে। বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়নে আজ বহুদূর এগিয়ে গেছে। সর্বক্ষেত্রে একজন সফল মানুষ হিসেবে দেশের উন্নয়নে তার অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে।
আরও পড়ুন: সুষ্ঠু নির্বাচন করতে সহযোগিতা করবে সরকার: তাজুল ইসলাম
এসময় বড় ভাই এএমএ মুহিতের জন্য সকলের কাছে দোয়া চেয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেন, মুহিত ভাই ছিলেন একজন জিনিয়াস টেলেন্টেড (মেধাবী প্রতিভাবান) ব্যক্তি। তার চিন্তা ও চেতনায় সবসময় ছিল মানুষের কল্যাণ, দেশের টেকসই উন্নয়ন। তার সে স্বপ্ন বাস্তবায়নে জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে সুযোগ করে দিয়েছেন, এজন্য তিনি পরিবারের পক্ষ থেকে শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে প্রশাসনের পদস্থ কর্মকর্তা, রাজনৈতিক নেতা-কর্মী, পেশাজীবী, জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও পরিবারের সদস্যবৃন্দসহ সমাজের সকল শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: নিজ এলাকার মানুষের পাশে সাবেক প্রতিমন্ত্রী তাজুল ইসলাম
এর আগে শুক্রবার বিকালে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সম্মিলিত নাগরিক উদ্যোগ সিলেটের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত হয়।
এতে মন্ত্রীসভার অন্যান্য সদস্যরা, জাতীয় সংসদ সদস্যসহ সিলেটের সকল প্রগতিশীল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবীসহ সকল শ্রেণির মানুষ তার কর্মময় জীবনের প্রতি শ্রদ্ধা জানান।
২ বছর আগে
মুহিতের মৃত্যুতে এফবিসিসিআই প্রধানের শোক
সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন।
শনিবার ভোররাতে রাজধানীর একটি হাসপাতালে বাংলাদেশের অর্থনীতির স্থপতি মুহিত শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৮ বছর।
আরও পড়ুন: এএমএ মুহিত: আওয়ামী লীগের উন্নয়ন যুগের স্থপতি আর নেই
শোকবার্তায় এফবিসিসিআই প্রধান বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে তার অতুলনীয় অবদানের জন্য জাতি তাকে মনে রাখবে।
তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
২ বছর আগে
প্রবৃদ্ধির জন্য দেশে আরও গবেষণা প্রতিষ্ঠান প্রয়োজন: মুহিত
সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখতে বাংলাদেশে আরও গবেষণা প্রতিষ্ঠান প্রয়োজন।
৪ বছর আগে