উসকানিমূলক বক্তব্য
প্রধানমন্ত্রীকে নিয়ে উসকানিমূলক বক্তব্য: বিএনপি নেত্রী সুলতানা রিমান্ডে
আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে উসকানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগে জাতীয়তাবাদী মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক ও সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য সুলতানা আহম্মেদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রবিবার (৬ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
আরও পড়ুন: ফরিদপুরে বিএনপি নেত্রীর গাড়ি বহরে হামলার অভিযোগ
এদিন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপপরিদর্শক আশরাফুল আলম পল্টন থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় সুলতানা আহম্মেদকে আদালতে হাজির করে গ্রেপ্তার দেখিয়ে ৭ দিন রিমান্ডে নেয়ার আবেদন করেন।
আসামির পক্ষের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধীতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামির দুই দিনের রিমান্ডের আদেশ দেন।
এর আগে রবিবার রাজধানীর পল্টন থানায় মামলাটি করেন গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ।
এরপর রবিবার সকালে গুলশানের বাসা থেকে সুলতানা আহম্মেদকে গ্রেপ্তার করে র্যাব।
আরও পড়ুন: বিএনপি নেত্রী নিপুণ রায় জামিনে মুক্ত
চট্টগ্রামে সিআইডি কর্মকর্তার কোটিপতি স্ত্রী বিএনপি নেত্রী কারাগারে
২ বছর আগে
ভাস্কর্য ও মূর্তি নিয়ে ভুল বোঝাবুঝি আছে: ধর্ম প্রতিমন্ত্রী
ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান মঙ্গলবার বলেছেন, ভাস্কর্য ও মূর্তি এক নয়। এ সম্পর্কে ভুল বোঝাবুঝি আছে।
৪ বছর আগে