৩ জনের ফাঁসি
হবিগঞ্জে মা-মেয়েকে হত্যা মামলায় ৩ জনের ফাঁসি
হবিগঞ্জের বাহুবলে মা ও মেয়েকে হত্যা মামলায় তিনজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৯ অক্টোবর) অতিরিক্ত দায়রা জজ (২) আদালতের বিচারক মোহাম্মদ ইয়াছির আরাফাত এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- বাহুবল উপজেলার নোয়াঐ গ্রামের মনির মিয়া, একই উপজেলার দ্বিগাম্বর বাজার এলাকার আমির হোসেন ও আব্দুল হান্নান।
আরও পড়ুন: নড়াইলে স্ত্রীকে কুপিয়ে ও পুড়িয়ে হত্যার অভিযোগে স্বামীসহ দুইজনকে ফাঁসির আদেশ
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০২১ সালের ১৭ মার্চ দিবাগত রাতে বাহুবল উপজেলার পুটিজুরি বাজারের একটি দ্বিতল ভবনের একটি কক্ষে আসামিরা ডাকাতির উদ্দেশ্যে প্রবেশ করে বাসার বাসিন্দা অঞ্জলি মালাকার (৩৫) ও তার মেয়ে পূজা মালাকারকে (৮) হত্যা করে পালিয়ে যায়।
ঘটনার পরদিন নিহত অঞ্জলির স্বামী সঞ্জিত চন্দ্র বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে বাহুবল থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার প্রেক্ষিতে ২০২২ সালের ৩১ আগস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা প্রজিত সরকার তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র দাখিল করেন।
আদালত ২০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় দেন।
হবিগঞ্জের অতিরিক্ত পিপি হাবিবুর রহমান বলেন, রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করেছেন। আমরা চাই দ্রুত রায় কার্যাকর করা হোক।
আরও পড়ুন: সূত্রাপুরে অপু হত্যার চূড়ান্ত রায়ে ২ জনের ফাঁসির দণ্ড বহাল
৩ সপ্তাহ আগে
খুলনায় হত্যা মামলায় ৩ জনের ফাঁসির আদেশ
খুলনায় শ্রী এগ্রো লিমিটেডের কর্মী গৌতম গোবিন্দ সানা হত্যা মামলায় বৃহস্পতিবার তিনজনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত।
৩ বছর আগে