আসাদুজ্জামান নূর
আসাদুজ্জামান নূর ও মাহবুব আলী কারাগারে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকালে হোটেল কর্মচারী মো. সিয়াম সরদারকে গুলি করে হত্যার ঘটনায় মিরপুর মডেল থানায় দায়ের করা মামলায় সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর ও সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (১৬ সেপ্টেম্বর) শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেনের আদালত।
আরও পড়ুন: ইনু-মেনন, পলকসহ সাবেক আইজিপি মামুন রিমান্ড শেষে কারাগারে
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহমান আসামিদের কারাগারে আটক রাখার আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিন নামঞ্জুরের আবেদন জানান। অপরদিকে আসামিপক্ষের আইনজীবীরা জামিন চান।
উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান আসামি পক্ষের আইনজীবী তানভীর উল ইসলাম।
রবিবার রাত ১১টায় রাজধানীর বেইলি রোডের নওরতন কলোনি থেকে সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার করা হয়। আর সেগুনবাগিচা থেকে সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
গত ১২ সেপ্টেম্বর নিহত সিয়ামের বাবা মো. সোহাগ সরদার বাদী হয়ে ১১৪ জনের নাম উল্লেখ করে মামলা করেন। এ মামলার ৮ নম্বর আসামি আসাদুজ্জামান নূর।
আরও পড়ুন: ৩৮৮ জন আনসার সদস্যকে কারাগারে পাঠানোর আদেশ
অপর আসামিরা হলেন- আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, হারুন অর রশীদ, মনির হোসেন, মাইনুল হোসেন খান নিখিল ও কামাল আহমেদ মজুমদার।
মামলায় অভিযোগ করা হয়েছে, গত ১৮ জুলাই রাত ১১টার দিকে মিরপুর-১০ এ আবু তালেব স্কুলের সামনে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আসাদুজ্জামান খান কামালের নির্দেশে নির্বিচারে গুলি করে। এ সময় সিয়াম সরদার হোটেলের কাজ শেষে বাসায় ফিরছিলেন। তখন গুলিবিদ্ধ হয়ে সিয়াম মারা যান।
আরও পড়ুন: সাবেক বিচারপতি মানিক কারাগারে, আদালত প্রাঙ্গণে ডিম-জুতা নিক্ষেপ
৩ মাস আগে
দ্বিতীয়বার করোনা আক্রান্ত আসাদুজ্জামান নূর
বিখ্যাত অভিনেতা ও আওয়ামী লীগের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর রবিবার দ্বিতীয়বারের মতো করোনায় আক্রান্ত হয়েছেন।
একাদশ জাতীয় সংসদের শীতকালীন অধিবেশনে যোগ দেয়ার জন্য নমুনা দিলে রবিবার তার পরীক্ষার ফলাফলে পজিটিভ আসে।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস গণমাধ্যমকে বলেন, স্বাস্থ্যগত জটিলতা এড়াতে আসাদুজ্জামান নূরকে সোমবার সকালে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে ২০২০ সালের ডিসেম্বরে নূর প্রথমবারের মতো করোনায় আক্রান্ত হন।
আরও পড়ুন: আসাদুজ্জামান নূর কোভিড-১৯ আক্রান্ত
আসাদুজ্জামান নূর ২০১৪-১৯ মেয়াদে ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী। তিনি নীলফামারি-২ আসন থেকে বেশ কয়েকবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বর্তমানে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থানীয় কমিটির সদস্য।
হুমায়ুন আহমেদের ধারাবাহিক নাটক ‘কোথায় কেউ নেই’-এ বাকের ভাইয়ের চরিত্রে অভিনয়ের জন্য এ অভিনেতা বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পদক-২০১৮ লাভ করেন।
আরও পড়ুন: সুস্থ হয়ে বাসায় ফিরেছেন সোহেল রানা
২ বছর আগে
আসাদুজ্জামান নূর কোভিড-১৯ আক্রান্ত
অভিনেতা ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের বৃহস্পতিবার রাতে কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়েছে।
৪ বছর আগে