ধর্ষণের অভিযোগে
গৃহপরিচারিকাকে ধর্ষণের অভিযোগে সিলেটে গৃহকর্তা আটক
সিলেট, ০১ মে (ইউএনবি)-গৃহপরিচারিকাকে ধর্ষণের অভিযোগে সিলেট নগরীর পাঠানটুলা থেকে এক ব্যক্তিকে আটক করেছে জালালাবাদ থানা পুলিশ।
মঙ্গলবার তাকে আদলতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার রাতে তাকে নিজ বাসা থেকে আটক করা হয়।
আটক বোরহান উদ্দিন (৪৫) মোহনা-১৩০, পার্কভিউ আলতাফ খান রোড, পাঠানটুলার মৃত আনোয়ার মিয়ার ছেলে।
আরও পড়ুন: মেয়েকে ধর্ষণের অভিযোগে নড়াইলে পালিত পিতা কারাগারে
মঙ্গলবার সিলেট মেট্রোপলিটন পুলিশ(এসএমপি)-এর মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মামলার ভুক্তভোগীকে (২৮) গত ৩০ মে দুপুর আড়াইটার আগে এবং বিভিন্ন তারিখ ও সময়ে নিজের ফ্ল্যাটে ধর্ষণ করেন ওই ব্যক্তি। এ বিষয়ে ভিকটিমের মা থানায় একটি অভিযোগ দাখিল করেন। অভিযোগের প্রেক্ষিতে সোমবার রাতে আসামিকে তার বাসা থেকে আটক করা হয়।
আরও পড়ুন: চাঁদপুরে হাত-পা বেঁধে ৯ বছরের শিশু ‘ধর্ষণ’, আটক ১
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান জানান, ভুক্তভোগী তরুণীকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। আসামিকে বিধি মোতাবেক মঙ্গলবার আদালতে চালান দেয়া হয়েছে।
আরও পড়ুন: আশুলিয়ায় চলন্ত বাসে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৬
১৩৯৬ দিন আগে
সুনামগঞ্জে কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
সুনামগঞ্জের জগন্নাথপুরে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
১৫২৬ দিন আগে
বাগেরহাটে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
বাগেরহাটের মোড়েলগঞ্জে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে বৃহস্পতিবার রাতে এক যুবককে আটক করেছে পুলিশ।
১৫৭৫ দিন আগে