পশুর নদী
পশুর নদীতে সিমেন্টের ক্লিংকারবোঝাই লাইটার জাহাজডুবি
বাগেরহাটের মোংলার কাইনমারী এলাকায় পশুর নদীতে ৮০০ মেট্রিক টন সিমেন্টের ক্লিংকারবোঝাই (কাঁচামাল) একটি লাইটার জাহাজ ডুবে গেছে।
রবিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৮টায় খুলনার রূপসা নদীর পাড়ে সেভেন রিংস সিমেন্ট কারখানার উদ্দেশে যাওয়ার সময় পশুর নদীর কাইনমারী পয়েন্টে ১০ জন নাবিকসহ ‘এমভি আনমোনা-২’ নামের জাহাজটি ডুবে যায়।
এ সময় জাহাজের সব নাবিক সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হয়।
আরও পড়ুন: যশোরে ট্রাকচাপায় এনজিও কর্মকর্তা নিহত
লাইটারেজ জাহাজ শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মাইনুল ইসলাম মিন্টু জানান, নদীতে প্রবল স্রোতের কারণে নোঙর ছিঁড়ে জাহাজটি ডুবে যায়।
ডুবে যাওয়া জাহাজটি উদ্ধার করতে ঘটনাস্থলে একটি উদ্ধারকারী জাহাজ পাঠানো হয়েছে।
আরও পড়ুন: কক্সবাজারে সমুদ্রে ডুবে দুই বন্ধুর মৃত্যু
৫২৯ দিন আগে
পশুর নদী থেকে ৪ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ: আটক ২
বাগেরহাটের মোংলায় পশুর নদী থেকে চার হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ করা হয়েছে। এসময় দুইজনকে আটক করেছে কোস্টগার্ড সদস্যরা।
রবিবার ভোরে পশুর নদীর ওমেরা গ্যাস জেটি সংলগ্ন এলাকায় এ অভিযান চালায় কোস্টগার্ড মোংলা পশ্চিম জোনের সদস্যরা।
আটক ব্যক্তিরা হলেন- খুলনা জেলার কয়রা উপজেলার কুসুডাংগা গ্রামের বিল্লাল সরদার (৩১) এবং নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ থানার গাংচিল গ্রামের নূর আলম (৫৩)।
আরও পড়ুন: নাটোরে রুপা ও ভারতীয় রুপি উদ্ধার, আটক ২
কোস্টগার্ড মোংলা পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা এম মামুনুর রহমান জানান, গোপন সূত্রে খবর পেয়ে কোস্টগার্ড সদস্যরা পশুর নদীতে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে কোস্টগার্ড সদস্যরা দু’টি নৌকা জব্দ করে। ওই দু’টি নৌকা তল্লাশি করে ব্যারেল ভর্তি চার হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ করা হয়। এসময় চোরাকারবারি সিন্ডিকেটের দুই সদস্যকে আটক করা হয়।
ওই সিন্ডিকেটের কয়েকজন সদস্য নৌকা থেকে নদীতে ঝাপ দিয়ে পালিয়ে যায়। আইনগত ব্যবস্থা নিতে ডিজেলসহ আটক দুইজনকে মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
আরও পড়ুন: সাবেক স্বামীকে পিটিয়ে হত্যা, স্ত্রী ও তার বর্তমান স্বামী আটক
১১০৪ দিন আগে
পশুর নদীতে কয়লাবাহী লাইটার জাহাজডুবি
বাগেরহাটের মোংলা বন্দরের পশুর নদীতে কয়লাবাহী ‘এমভি নওমী’ নামে একটি লাইটার জাহাজ ডুবে গেছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে বন্দরে হারবারিয়া-৪ এই ঘটনা ঘটে।
আরও পড়ুন: লঞ্চের ধাক্কায় বালুবাহী জাহাজডুবি, ৩ শ্রমিক নিখোঁজ
সংশ্লিষ্টরা জানান, লাইটার জাহাজ এমভি ‘নওমী’ হারবারিয়া- ৫ এ অবস্থানরত পানামা পতাকাবাহী জাহাজ এমভি জর্দান থেকে ৬০০ মেট্রিক টন কয়লা নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হলে হারবারিয়া-৪ এর কাছাকাছি আসলে তলা ফেটে ডুবে যায়। এই সময় জাহাজে থাকা ১০ বাংলাদেশি নাবিককে কোস্টগার্ড ও স্থানীয় জেলেরা জীবিত উদ্ধার করেছে।
আরও পড়ুন: মোংলা বন্দরে সারবোঝাই কার্গো জাহাজডুবি
জাহাজডুবির ফলে অন্য জাহাজ চলাচলে কোনো ধরনের সমস্যা হবে না বলে জানিয়ে মোংলা বন্দর কর্তৃপক্ষের ডেপুটি হারবার মাস্টার ক্যাপটেন মো. শাহাদাৎ হোসেন জানান, ডুবে জাওয়া জাহাজের স্থানে নিশানা টানিয়ে রাখা হয়েছে। জাহাজটি উদ্ধারে মালিক পক্ষকে আগামী তিনদিনের ভেতর কাজ শুরুর নোটিশ দেয়া হয়েছে। এছাড়া ১৫ দিনের ভেতর পুনরুদ্ধার করতে বলা হয়েছে।
১১১৯ দিন আগে
পশুর নদীতে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার
বাগেরহাটের মোংলায় পশুর নদীতে নৌকা ডুবে নিখোঁজের আটদিন পর এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে নদীর চরে জয়মনি এলাকায় থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত বিধান হালদার (৫৮) উপজেলার দাসেরখন্ড গ্রামে বসবাস করতেন।
আরও পড়ুন: কুড়িগ্রামে খাল থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, দাসেরখন্ড গ্রামের বিধান হালাদার ও পার্শ্ববর্তী গ্রামের বিপ্র পোদ্দার গত ২৯ জানুয়ারি একটি নৌকা নিয়ে পশুর নদীতে মাছ ধরতে যায়। গভীর রাতে পশুর নদীর হারবারিয়া এলাকায় তলা ছিদ্র হয়ে নৌকাটি ডুবে যায়। এসময় বিপ্র পোদ্দার সাঁতরিয়ে তীরে উঠতে পারলেও বিধান নিখোঁজ থাকে। আটদিন পর পশুর নদীর চরে জয়মিন এলাকায় লাশ দেখতে পায় স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
আরও পড়ুন: গোয়ালন্দে যুবকের লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
ওসি জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা নথিভুক্ত করা হয়েছে।
১১৪৬ দিন আগে
বাগেরহাটে জেলের বাড়ি থেকে কুমির উদ্ধার
জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ কল পেয়ে শনিবার বাগেরহাটে এক জেলের বাড়ি থেকে একটি লবণাক্ত পানির কুমির উদ্ধার করা হয়েছে।
রামপাল উপজেলার কালেরবেড় গ্রাম থেকে আট বছর বয়সী চার ফুট লম্বা কুমিরটিকে উদ্ধার করেছে সুন্দরবন পূর্ব বিভাগের বন কর্মকর্তারা।
করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির জানান, শুক্রবার বিকালে পশুর নদী থেকে কুমিরটি জেলেদের জালে ধরা পড়ে এবং পরে স্থানীয় এক যুবক ৯৯৯ নম্বরে কল করে বিষয়টি জানান।সেখান থেকে বিষয়টি সুন্দরবন পূর্ব বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ বেলায়েত হোসেনকে জানানো হয়।
আজাদ কবির জানান, সুন্দরবনের একটি খালে কুমিরটিকে অক্ষত অবস্থায় অবমুক্ত করা হয়েছে।
আরও পড়ুন: ফরিদপুরে উদ্ধার হওয়া কুমির বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সুন্দরবনে ৩টি কুমির অবমুক্ত
১১৭৪ দিন আগে
মোংলা বন্দরে সারবোঝাই কার্গো জাহাজডুবি
খুলনার মোংলা বন্দরের পশুর নদীতে ‘এম ভি দেশ বন্ধু’ নামে সারবোঝাই একটি কার্গো (লাইটার) জাহাজ ডুবে গেছে। শুক্রবার (৮ অক্টোবর) দুপুরে নদীর কাইনমারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় জাহাজটিতে থাকা ১০ নাবিক সাঁতার কেটে নদীর পাড়ে উঠে আসেন।
দুর্ঘটনা কবলিত লাইটার জাহাজের মাস্টার মো. রিয়াদ আলী মোল্লা জানান, মোংলা বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়িয়ার-১৪ নম্বরে থাকা একটি বিদেশি জাহাজ থেকে ৮৫০ মেট্রিক টন সার বোঝাই করে তাদের জাহাজটি বৃহস্পতিবার দিবাগত রাতে যশোরের নওয়াপাড়ার উদ্দেশ্যে রওনা হয়।
পথিমধ্যে শুক্রবার দুপুরে পশুর নদীর চিলা ও কাইনমারী এলাকার মাঝামাঝি এলাকার ডুবো চরে আটকে জাহাজটির তলা ফেটে ডুবে যায়। এতে জাহাজটির ব্রিজের কিছু অংশ দেখা গেলেও বাকি অংশ নিমজ্জিত রয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি চলছে বলেও জানান রিয়াদ আলী মোল্লা।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ও সচিব (ভারপ্রাপ্ত) কমান্ডার শেখ ফখরউদ্দীন জানান, দুর্ঘটনা কবলিত স্থানে হারবার বিভাগের লোকজন পাঠানো হচ্ছে। তারা পরিদর্শন করে আসার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেয়া হবে।
তবে কার্গোটি মূল চ্যানেলের বাইরে ডুবেছে। এতে এ চ্যানেল দিয়ে নৌ চলাচলে কোনো সমস্যা ও ঝুঁকি নেই। এরপরও দুর্ঘটনা কবলিত স্থানে মার্কিংয়ের ব্যবস্থা করে দেয়া হচ্ছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: মোংলা বন্দরে পৌঁছেছে মেট্রোরেলের আরও ৪ ইঞ্জিন, ৮ কোচ
গতি ফিরছে বাণিজ্যে, বদলে যাচ্ছে মোংলা বন্দর
মোংলায় নির্বাচনী সহিংসতায় নারী নিহত, আহত ৪
১২৬৬ দিন আগে
সুন্দরবনে পশুর নদীতে ট্যুরিস্ট লঞ্চডুবি
সুন্দরবনের হিরণ পয়েন্টে যাওয়ার পথে ট্যুরিস্ট লঞ্চ ডিসকভারি বটিয়াঘাটার কাতিয়ানংলা এলাকায় শুক্রবার ভোরে ডুবোচরে আটকে পশুর নদীতে ডুবে যাওয়ার খবর পাওয়া গেছে।
১৫৭৫ দিন আগে