জাকির হাসান
ভারতের বিপক্ষে প্রথম টেস্টে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
ভারতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে চট্টগ্রামে টস হেরে প্রথমে ফিল্ডিং করছে বাংলাদেশ। টেস্ট ক্যাপ পেয়েছেন জাকির হাসান।
ওয়ানডে সিরিজে বাংলাদেশের সাফল্য অব্যাহত রাখতে টাইগাররা এখন টেস্ট সিরিজে ভারতের মুখোমুখি।
এই টেস্টে বাঁ-হাতি উইকেটরক্ষক ব্যাটার জাকির হাসানকে টেস্ট ক্যাপ দেয়া হয়। সাম্প্রতিক বছরগুলোতে ঘরোয়া ক্রিকেটের দীর্ঘ সংস্করণে দারুণ ফর্ম দেখিয়েছেন তিনি।
বাংলাদেশ মুমিনুল হককে বাদ দেয়ার সাহসী সিদ্ধান্ত নিয়েছে। কারণ প্রতিভাবান এই বাঁ-হাতির পারফরম্যান্সে দীর্ঘদিন ধরে মন্দাভাব দেখা গেছে।
অলরাউন্ডার সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের সঙ্গে স্বাগতিকরা তিনজন বোলার - ইবাদত হোসেন, খালেদ আহমেদ ও তাইজুল ইসলামকে মাঠে নামানো হয়েছে।
ওয়ানডে সিরিজে আঙুলে চোট পাওয়া অধিনায়ক রোহিত শর্মা থাকছেন না। তার অনুপস্থিতিতে এই টেস্টে নেতৃত্ব দিচ্ছেন লোকেশ রাহুল।
প্রতিবেদনটি লেখা পর্যন্ত ভারত ২৬ ওভারে তিন উইকেট হারিয়ে ৮৫ রান করেছে।
আরও পড়ুন: ভারতের সঙ্গে বাংলাদেশের প্রথম টেস্টেও অনিশ্চিত তাসকিন
বাংলাদেশ একাদশ
জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, ইয়াসির আলী, নুরুল হাসান (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ ও ইবাদত হোসেন
ভারত একাদশ
শুবমান গিল, লোকেশ রাহুল (অধিনায়ক), বিরাট কোহলি, চেতেশ্বর পূজারা, শ্রেয়াস আইয়ার, রবিচন্দ্রন অশ্বিন, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ ও উমেশ যাদব
আরও পড়ুন: ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ভারতের কাছে বড় ব্যবধানে বাংলাদেশের হার
ঈশান কিশাণের ডাবল সেঞ্চুরি, বাংলাদেশের বিপক্ষে ভারতের সংগ্রহ ৪০৯ রান
২ বছর আগে
বঙ্গবন্ধু টি২০ কাপ: সুযোগ পেয়েই জাকির হাসানের চমক, বরিশালকে হারাল খুলনা
বঙ্গবন্ধু টি২০ কাপে প্রথমবারের মতো ব্যাট হাতে মাঠে নামার সুযোগ পান জেমকন খুলনার ব্যাটসম্যান জাকির হাসান।
৪ বছর আগে