অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি
চলতি বছরে ডি-৮ অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি কার্যকর হতে পারে
ডি-৮ এর সদস্য দেশগুলোর মধ্যে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) মিশরের অনুমোদনের সঙ্গে চলতি বছরের অক্টোবরে কার্যকর হতে পারে যা আন্তঃবাণিজ্য বৃদ্ধিতে সহায়তা করবে।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, ‘মিশর ছাড়া অন্য সাত সদস্য দেশ ডি-৮ পিটিএ অনুমোদন করেছে। আপনারা জেনে খুশি হবেন- মিশর এই সভায় ঘোষণা করেছে তারা শিগগিরই এটি অনুমোদন করবে।’
বুধবার রাজধানীর একটি হোটেলে ডি-৮ এর মন্ত্রী পর্যায়ের সভার ফলাফল সম্পর্কে গণমাধ্যমকে ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।
প্রতিষ্ঠার সময় ডি-৮ এর সদস্য দেশগুলোর মধ্যে আন্তঃবাণিজ্যের পরিমাণ ছিল ১৪ বিলিয়ন মার্কিন ডলার যা বর্তমানে ১২৯ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।
মোমেন বলেন, ‘আমার আশা আগামী ১০ বছরের মধ্যে আমাদের আন্তঃবাণিজ্য ১০ গুণ বৃদ্ধি পাবে। এটাই আমার আশা। আমরা এটি অর্জন করতে পারব না এমন কোনো কারণ নেই।’
আরও পড়ুন: আরও ১ বছর ডি-৮ এর সভাপতি থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
ইউএনবির সঙ্গে আলাপকালে ডি-৮ এর মহাসচিব রাষ্ট্রদূত ইসিয়াকা আব্দুল কাদির ইমাম বলেন, ডি-৮ পিটিএ ইতোমধ্যেই আছে এবং তাদের শুধু এটিকে কার্যকর করতে হবে। ‘আমরা আশা করি এটি এই বছরের অক্টোবরের মধ্যে কার্যকর হয়ে যাবে।’
২০০৬ সালের ১৩ মে ইন্দোনেশিয়ার বালিতে ডি-৮ অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) স্বাক্ষরিত হয় এবং এটি বাণিজ্যে ডি-৮ এর সহযোগিতার সবচেয়ে দৃশ্যমান ফলাফল হিসাবে বিবেচিত হয়।
ডি-৮ ডেভেলপিং-৮ নামেও পরিচিত। এটি উন্নয়নশীল আটটি দেশের পারস্পরিক সহযোগিতামূলক একটি সংগঠন। এর সদস্য রাষ্ট্রগুলো হলো বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্ক। ১৯৯৭ সালে ইস্তানবুলে এটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।
২ বছর আগে
পারস্পরিক সুবিধার জন্য নেপালের সাথে পিটিএ চান প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার পারস্পরিক সুবিধার জন্য নেপাল ও বাংলাদেশের মধ্যে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) স্বাক্ষরের উপর গুরুত্বারোপ করেছেন।
৩ বছর আগে
কোভিড-১৯ থেকে চমৎকারভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: ভুটানের প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে রবিবার ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং বলেছেন, কোভিড-১৯ মহামারি থেকে চমৎকারভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ।
৪ বছর আগে
বাংলাদেশ-ভুটান অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি সই
দুই দেশের মধ্যে শুল্কমুক্ত বাজার সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে রবিবার প্রথমবারের মতো ভুটানের সাথে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) সই করছে বাংলাদেশ।
৪ বছর আগে
ভুটানের সাথে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি সই রবিবার
মুক্তিযুদ্ধের সময় ১৯৭১ সালের ৬ ডিসেম্বর বাংলাদেশকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া ভুটানের সাথে এ বছরের একই দিন রবিবার শুল্কমুক্ত বাজার সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) সই করবে বাংলাদেশ।
৪ বছর আগে