নৌ-দুর্ঘটনা
চাঁদপুরে নৌ-দুর্ঘটনায় এক কিশোর নিহত, নিখোঁজ ২
চাঁদপুরের মেঘনা নদীতে বরিশালগামী একটি লঞ্চ মাছ ধরার নৌকার ধাক্কায় রবিবার রাতে ১৫ বছর বয়সী এক জেলে নিহত ও দুইজন নিখোঁজ হয়েছে।
চাঁদপুর হরিণা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মিজানুর রহমান জানান, নিহত আব্দুল জলিল (১৫)।
নিখোঁজ জেলেরা হলেন- মতিন ভূঁইয়ার ছেলে মো. রিয়াদ (১৭) ও নুরুজ্জামান শেখের ছেলে মো. মোক্তার (১৮)। জেলেদের মধ্যে গফুর বেপারীর ছেলে মো. ফারুক (২০)কে জীবিত উদ্ধার করা হয়েছে। তারা সবাই চাঁদপুর সদর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের ঈদগাহ বাজারের বাসিন্দা। পরে আশঙ্কাজনক অবস্থায় ফারুককে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি আরও বলেন, রবিবার রাতে হরিণা এলাকায় নদীতে মাছ ধরছিলেন ওই চার জেলে। একপর্যায়ে ঘন কুয়াশার কারণে এমভি কর্ণফুলী-৩ (তাদের সন্দেহ হয়) বরিশালগামী একটি লঞ্চ নৌকাটিকে ধাক্কা দেয়। তিন জেলে নিখোঁজ ও একজনকে (ফারুক) জীবিত উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
তিনজনের মধ্যে আব্দুল জলিলের লাশ তীরে ভেসে গেছে। অপর দুই জেলে আজ (সোমবার) সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ রয়েছে বলেও জানান ওই পুলিশ সদস্য।
পুলিশ কর্মকর্তা অবশ্য জানান যে ঘন কুয়াশার কারণে লঞ্চটি এমভি কর্ণফুলী-৩ কি না তা শনাক্ত করা সম্ভব হয়নি। তবে এ বিষয়ে তদন্ত চলছে। নদীতে নিখোঁজ জেলেদের সন্ধানে নৌপুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
তিনি জানান, আগামীকাল (মঙ্গলবার) সকালে মেঘনা নদী ও এর আশপাশের এলাকায় যৌথভাবে উদ্ধার অভিযান চালানো হবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। যথাযথ প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: যশোরে সড়ক দুর্ঘটনায় অন্তঃসত্ত্বা নারী নিহত
১ বছর আগে
নভেম্বর মাসে সড়ক দুর্ঘটনার নিহত ৪৩৯: প্রতিবেদন
দেশের সড়ক ও মহাসড়কে দুর্ঘটনা ও হতাহতের সংখ্যা গত নভেম্বরে কিছুটা বেড়েছে। মাসজুড়ে সংঘটিত ৪১৭ দুর্ঘটনায় ৪৩৯ জন নিহত এবং ৬৮২ জন আহত হয়েছেন।
৩ বছর আগে