অন্ধ্র প্রদেশ
ভারতে কারখানায় অগ্নিকাণ্ডে ৬ জনের মৃত্যু
দক্ষিণ ভারতের অন্ধ্র প্রদেশে একটি ফার্মাসিউটিক্যাল ইউনিটে বৃহস্পতিবার অগ্নিকাণ্ডে কমপক্ষে ছয়জন নিহত এবং ১৫ জনেরও বেশি আহত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
দমকল এবং পুলিশ কর্মকর্তাদের ধারণা, গ্যাস লিক করে চুল্লি বিস্ফোরণে এ ঘটনা ঘটেছে।
জেলা পুলিশ প্রধান বি শ্রীনিভাসুলু গণমাধ্যমকে জানিয়েছেন, অগ্নিকাণ্ডের সময় কারখানায় প্রায় ২০-২২ জন লোক কাজ করছিলেন।
একজন সিনিয়র ফায়ার কর্মকর্তা জানিয়েছেন, প্রায় ১০টি ফায়ার ইউনিট দুই ঘণ্টার বেশি সময় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে দমকলকর্মীরা কারখানা ভিতর থেকে ছয়টি পোড়া মৃতদেহ উদ্ধার করে।
অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং মৃতদের পরিবারকে ২৫ লাখ রুপি দেয়ার ঘোষণা দিয়েছেন।
পুলিশ অফিসার বলেন, ‘আগুন লাগার ঘটনায় তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।
পড়ুন: গ্রেট ওয়াল শপিং সেন্টারের আগুন নিয়ন্ত্রণে
গাজীপুরে আগুনে পুড়ল ১৪ দোকান
২ বছর আগে
ভারতে যাত্রীবাহী বাস নদীতে পড়ে ৯ জন নিহত
ভারতের অন্ধ্র প্রদেশে যাত্রীবাহী একটি বাস নদীতে পড়ে অন্তত ৯ জন নিহত এবং আরও অনেকে নিখোঁজ রয়েছেন।
বুধবার ৪৭ জন যাত্রী নিয়ে সরকারি বাসটি অশ্বরাওপেট থেকে জাঙ্গারেডিগুডেমে যাওয়ার পথে রাজ্যের পশ্চিম গোদাবরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জেলা পুলিশ প্রধান রাহুল দেব শর্মা স্থানীয় গণমাধ্যমকে বলেন, ‘বাসটি সেতুর রেলিংয়ে ধাক্কা খেয়ে নদীতে পড়ে যায়। আমরা এখন পর্যন্ত পাঁচজন নারী যাত্রীসহ ৯টি লাশ উদ্ধার করেছি। এখন পর্যন্ত ২২ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে।’
এ ঘটনা তদন্ত করার নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান পুলিশ প্রধান।
অন্ধ্র প্রদেশের গভর্নর বিশ্ব ভূষণ হরিচন্দন এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং আহতদের অবিলম্বে চিকিৎসা সহায়তা দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।
আরও পড়ুন: ভারতে হেলিকপ্টার দুর্ঘটনায় বেঁচে যাওয়া একমাত্র ব্যক্তির মৃত্যু
ম্যারাডোনার চুরি হওয়া ঘড়ি ভারতে উদ্ধার
২ বছর আগে
অন্ধ্র প্রদেশে বন্যায় ১৭ জনের মৃত্যু
দক্ষিণ ভারতের অন্ধ্র প্রদেশে ভারী বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় কমপক্ষে ১৭ জন মারা গেছে এবং আরও ১০০ জনের বেশি বন্যার পানিতে ভেসে গেছে।
শনিবার দেশটির একজন জ্যেষ্ঠ্ দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা গণমাধ্যমকে বলেছেন, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কাদাপা জেলা এবং মন্দিরের শহর তিরুপতি। শুক্রবার বন্যায় আন্নামাইয়া বাঁধ ভেঙ্গে যাওয়ায় কাদাপায় আটজন মারা যান। এসময় দুটি সরকারি বাস বন্যার পানিতে ভেসে যায়।
ওই কর্মকর্তা আরও বলেন,যদিও দিনব্যাপী অভিযানের পর ২০ যাত্রীকে উদ্ধার করা হয়েছে,তবে আরও কমপক্ষে ৫০ জন এখনও নিখোঁজ রয়েছে। আমরা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছি।
আরও পড়ুন: ভারতের তিন বিতর্কিত কৃষি আইন বাতিল ঘোষণা মোদির
স্থানীয় টিভি চ্যানেলে প্রকাশিত ভিডিও ফুটেজে তিরুপতি শহরে শত শত তীর্থযাত্রীকে বন্যায় আটকে থাকতে দেখা যায়। অন্যদিকে চিত্তর জেলায় বন্যায় কমপক্ষে চারজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকেল থেকে দেশটির ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) স্থানীয় পুলিশের সহযোগিতায় ত্রাণ ও উদ্ধার অভিযান চালাচ্ছে। এনডিআরএফ কর্মকর্তারা জানিয়েছেন, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকায় হেলিকপ্টারে করে উদ্ধার কাজ চালানো হচ্ছে।
উল্লেখ্য, গত মাসে উত্তরাখণ্ডে আকস্মিক বন্যা ও ভূমিধসে ২৩ জন মানুষ মারা যায়। আর কেরালায় বন্যায় অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘বায়োপিক’
ভারত থেকে ফিরলেন পাচারের শিকার ৬ বাংলাদেশি
২ বছর আগে
ভারতে রহস্যময় রোগে আক্রান্ত হয়ে ১৪০ জন হাসপাতালে
ভারতের অন্ধ্র প্রদেশে অজানা এক রোগে আক্রান্ত হয়ে এক সপ্তাহের ব্যবধানে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪০ জনেরও বেশি মানুষ।
৩ বছর আগে