জায়েদ খান
খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: জায়েদ খান-জয়-সাজু খাদেমসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা
২০১৫ সালে নির্বাচনি প্রচারণার সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার অভিযোগে চিত্রনায়ক জায়েদ খান, অভিনেতা শাহরিয়ার নাজিম জয় ও অভিনেতা সাজু খাদেমসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
রবিবার (২৫ আগস্ট) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকী-আল-ফারাবীর আদালতে বাদী হয়ে মামলার আবেদন করেন শিল্পী আসিফ ইমাম।
আদালত বাদীর জবানবন্দি নিয়ে অভিযোগটি মতিঝিল থানা পুলিশকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।
আরও পড়ুন: বরিশালে সাবেক প্রতিমন্ত্রী, মেয়রসহ ১১০০ জনের বিরুদ্ধে মামলা
মামলার অপর আসামিরা হলেন- শেখ সেলিম, শেখ হেলাল, কর্নেল ফারুক খান, ফজলে নূর তাপস, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, সাবের হোসেন চৌধুরী, মজিবুর রহমান নিক্সন চৌধুরী, সাইদ খোকন, বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন, সাংবাদিক শাবান মাহমুদ, আবু আহম্মেদ মন্নাফী, মতিঝিল জোনের তৎকালীন এডিসি মেহেদী হাসান, একে এম মমিনুল হক সাঈদ ও মোস্তফা জামান পপি।
মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন, ২০১৫ সালের ২০ এপ্রিল নির্বাচনি প্রচারণার সময় বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত পথসভায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে অস্ত্রসহ তার গাড়িবহরে হামলা চালায় আসামিরা। এসময় খালেদা জিয়ার গাড়িবহরের ১২-১৪টি গাড়ি ভাঙচুর করে, ৪টি মোটরসাইকেলে আগুন দেয় এবং নেতাকর্মীদের মারধর করে তারা। খালেদা জিয়ার নিরাপত্তারক্ষীরা আহত হন। খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আসামিরা ইট-পাথর নিক্ষেপ করলে সাধারণ পথচারীরা আহত হন। আওয়ামী লীগের ১৪ দলীয় জোট এবং এর অঙ্গ সংগঠনসমূহের ২০০-৩০০ জন নেতাকর্মী দেশি অস্ত্র হাতে নিয়ে ককটেল বিস্ফোরণ ঘটায়।
আরও পড়ুন: রাজশাহীতে শিক্ষার্থী হত্যা মামলায় লিটনসহ ৪২ জনের নামে মামলা
চট্টগ্রামে থানায় হামলা ও অস্ত্র লুটের ঘটনায় মামলা, আসামি ৪০ হাজার
৩ মাস আগে
জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠান নাচবেন জায়েদ খান
চিত্রনায়ক জায়েদ খান মানেই এখন আলোচনা। প্রায় সময় গণমধ্যেমের শিরোনামে থাকেন তিনি। এবার তাকে ঘিরে নতুন খবর জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২ বিতরণী অনুষ্ঠান মঞ্চে দুটি গানের সঙ্গে নাচবেন তিনি।
এই প্রসঙ্গে জায়েদ খান গণমাধ্যমে বলেন, ‘খসরু ভাই (কামরুল আলম খান খসরু) ও রোজিনা আপা (রওশন আরা রোজিনা) আজীবন সম্মাননা পাচ্ছেন। তাদের সম্মানে দুটি গানের সঙ্গে নাচব। এটি আমার জন্য সৌভাগ্যের। এছাড়াও অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন। এটি আরও বেশি আনন্দের।’
জায়েদ খান কিছুদিন আ্গে শেষ করেছেন ‘ছায়াবাজ’ সিনেমার শুটিং। এরমধ্যে দিয়ে কলকাতার জনপ্রিয় নায়িকা সায়ন্তিকা ব্যানার্জির সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। বর্তমানে আরও কয়েকটি সিনেমা নিয়ে ব্যস্ত আছেন।
সম্প্রতি তাকে দেখা গেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায়। এতে টিক্কা খানের চরিত্রে অভিনয় করেছেন জায়েদ খান। সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের প্রখ্যাত নির্মাতা শ্যাম বেনেগাল।
এছাড়া ‘সোনার চর’, ‘বাহাদুরী’সহ জায়েদের বেশকয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।
আরও পড়ুন: নিপুণকে চিঠির জবাব দিলেন জায়েদ খান
জায়েদ খানের প্রার্থিতা বৈধ বলে হাইকোর্টের রায় স্থগিত
জায়েদ খানই সাধারণ সম্পাদক: হাইকোর্ট
১ বছর আগে
প্রযোজক সবাইকে মেপে ভাত দিতেন: জায়েদ খান
'ছায়াবাজ' সিনেমা দিয়ে অনেকদিন পর ক্যামেরার সামনে ফিরেছিলেন চিত্রনায়ক জায়েদ খান। আর জুটি ছিলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।
তাজু কামরুল পরিচালিত এই সিনেমার শুটিং শুরু হলেও শেষ পর্যন্ত নানা বিতর্কের কারণে তা বন্ধ হয়ে যায়। যার মূলে ছিলেন সিনেমার প্রযোজক মনিরুল ইসলাম। তার অপেশাদার আচরণের জন্যই সায়ন্তিকা শুটিং শেষ না করেই কলকাতায় পারি জমান।
গণমাধ্যমে এই ঘটনা নিয়ে আবারো মুখ খুললেন জায়েদ খান। জানালেন প্রযোজকের হাঁড়ি খবর।
জায়েদ বলেন, 'আমি প্রযোজকের বিষয়ে আগে কিছু জানতাম না। পরিচালক তাজু কামরুলের সঙ্গে যা কথা হওয়ার হয়েছে। আমরা শিল্পী আমরা গল্প ও আমাদের চরিত্রের দিকে নজর দিই। এই ঘটনার পর জানতে পারি এর আগেও তিনটি সিনেমা তিনি প্রযোজনা করেছেন। যার একটিও শেষ হয়নি।'
আরও পড়ুন: প্রকাশ্যে এলো 'মুজিব: একটি জাতির রূপকার' সিনেমার গান
প্রযোজকের অপেশাদারিত্ব নিয়ে জায়েদ বলেন, 'প্রযোজক শুরু থেকে সবকিছু সস্তা চাচ্ছিলেন। সস্তা এক হোটেলে থাকার ব্যবস্থা করেছিলেন। পরে আমি বলে ভালো জায়গায় থাকার ব্যবস্থা করি। পরবর্তীতে দেখি কোনো নাস্তার ঠিক কোনো ব্যবস্থা নেই, সেখানেও আমি যতটা পেরেছি নিজেদের ইন্ডাস্ট্রির মান রাখার চেষ্টা করেছি।'
এই প্রসঙ্গে জায়েদ আরও বলেন, 'পরে দেখলাম প্রযোজক নিজে বাজার করে নিজে সবার খাবারের দেখাশোনা করছেন। প্রযোজক সবাইকে মেপে ভাত দিতেন। আমার ১৫ বছরের ক্যারিয়ারে এমন বাজে অবস্থা দেখিনি। শেষ পর্যন্ত সায়ন্তিকার সঙ্গে যারা কাজ করতেন তাদের পেমেন্ট আটকে দেন প্রযোজক। এরপরই শুটিংয়ে আসা বন্ধ করে দেন।'
উল্লেখ্য, চলতি বছর ৩০ আগস্ট ঢাকায় এসেছিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সেদিন বিকালেই শুটিংয়ে অংশ নিতে কক্সবাজারে যান তিনি। কথা ছিল ১২ সেপ্টেম্বর পর্যন্ত শুটিং করার। কিন্তু ৭ সেপ্টেম্বর চলে যান এই তারকা।
আরও পড়ুন: জায়েদের পক্ষে বললেন মৌসুমী
জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত
১ বছর আগে
নিপুণকে চিঠির জবাব দিলেন জায়েদ খান
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বিগত নির্বাচনে সাধারণ সম্পাদক পদ নিয়ে জায়েদ খান ও নিপুণ আক্তারের লড়াই গড়িয়েছিল আদালত পর্যন্ত। এই জলঘোলা পরিস্থিতি মাঝে শিথিল হলেও সম্প্রতি তা নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে।
চলচ্চিত্র শিল্পী সমিতি সূত্রে জানা যায়, এবার জায়েদ খানের সদস্য পদ বাতিল হতে পারে।
গত ২২ ফেব্রুয়ারি জায়েদ খানকে লিখিত নোটিশ পাঠানো হয় সংগঠনের পক্ষ থেকে। যেখানে জানানো হয় সমিতির গঠনতন্ত্রের ৭ (ক) ধারা মোতাবেক জায়েদ খানের সদস্যপদ স্থগিতের কথা ভাবছে সংগঠন।
এ নিয়ে এতদিন চুপ থাকলেও অবশেষে চিঠির জবাব দেন জায়েদ খান।
নিপুণ বরাবর দেওয়া চিঠিতে জায়েদ লিখেছেন, ‘২২ ফেব্রুয়ারি আপনার ইস্যুকৃত বেআইনি নোটিশের জবাব। আমি পেশাগত কাজে ১৯ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত দেশের বাইরে অবস্থান করি। এ সময় আপনি নিজেকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক উল্লেখ করে ২২ ফেব্রুয়ারি অবৈধ নোটিশটি প্রেরণ করেন আমাকে। আমি দেশের বাইরে থাকায় যথাসময়ে নোটিশটি আমার ওপর জারি হয় নাই। ৩১ মার্চ সেটি আমি পেয়েছি। নোটিশের জবাব প্রদান করা হলো।’
আরও পড়ুন: চলচ্চিত্র শিল্পী সমিতি: নিপুণ-জায়েদের বিষয়ে শুনানি ২২ ফেব্রুয়ারি
জায়েদ সেখানে আরও লেখেন, ‘বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সর্বশেষ নির্বাচনে সাধারণ সম্পাদক পদটির বৈধতা নিয়ে মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মামলা বিচারাধীন থাকা অবস্থায় আপনি নিজেকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক দাবি করে ওই নোটিশ ইস্যু করা বাংলাদেশ সুপ্রিম কোর্টের মহামান্য আপিল বিভাগের অবমাননার শামিল। মাননীয় আপিল বিভাগে বিচারাধীন মামলাটি ‘frustrate’ করার অসৎ উদ্দেশ্যে ২২ ফেব্রুয়ারি নোটিশটি ইস্যু করা হয়েছে। আমার সদস্যপদ নিয়ে যেকোনো ধরনের হস্তক্ষেপ বাংলাদেশের সর্বোচ্চ আদালত অবমাননার শামিল। ওই অবৈধ নোটিশের পরিপ্রেক্ষিতে গৃহীত যেকোনো ধরনের অবৈধ কার্যকলাপের সঙ্গে সম্পৃক্ত সবাই দেশের সর্বোচ্চ আদালত অবমাননার জন্য ব্যক্তিগতভাবে দায়ী হবেন।’
শেষে জায়েদ লেখেন, ‘আপনি ২২ ফেব্রুয়ারি কেন আমার বিরুদ্ধে সমিতির গঠনতন্ত্রের ৭(ক) ধারা মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে না এই মর্মে ৭ (সাত) দিনের সময় দিয়ে একটি কারণ দর্শানোর নোটিশ প্রেরণ করেছেন। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির তিনবার নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে আমি সংগঠনের উদ্দেশ্যাবলীর পরিপন্থী, সংগঠনের স্বার্থের বিরুদ্ধে বা সংগঠনের অবমাননাকর কোনো কার্যের সঙ্গে কখনো সম্পৃক্ত ছিলাম না বিধায় তথাকথিত কারণ দর্শানোর নোটিশটি উদ্দেশ্যপ্রণোদিত ও বেআইনি। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে একজন সহশিল্পী হিসেবে আপনাকে বিতর্কিত, অবৈধ, মানহানিকর এবং আদালত অবমাননাকর কোনো কার্যক্রম গ্রহণ করা থেকে বিরত থাকার অনুরোধ করছি। অন্যথায় আপনার এবং অন্যান্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব।’
উল্লেখ্য, জায়েদ খানের এই বিষয় নিয়ে আজ (২ এপ্রিল) সংবাদ সম্মেলন করার কথা রয়েছে চলচ্চিত্র শিল্পী সমিতির।
আরও পড়ুন: চলচ্চিত্র শিল্পী সমিতি: নিপুণ-জায়েদের দ্বন্দ্ব হাইকোর্টকে নিষ্পত্তির নির্দেশ
হাইকোর্টের আদেশ স্থগিত: নিপুণ-জায়েদের বিষয়ে শুনানি ১৩ ফেব্রুয়ারি
১ বছর আগে
জায়েদ খানের প্রার্থিতা বৈধ বলে হাইকোর্টের রায় স্থগিত
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বৈধ বলে হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। একইসঙ্গে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নিপুণের লিভ টু আপিল গ্রহণ করে তাকে আপিলের অনুমতি দিয়েছেন আদালত। সোমবার (২১ নভেম্বর) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে তিন বিচারপতির আপিল বেঞ্চ এ দিন ধার্য করেন
এর ফলে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নিপুণের দায়িত্ব পালনে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা। আদালতে জায়েদ খানের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আহসানুল করিম ও অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি। নিপুণের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান।
আরও পড়ুন: জামায়াত সেক্রেটারিকে কারাগারে ডিভিশন দেয়ার নির্দেশ হাইকোর্টের
এর আগে ১৩ নভেম্বর নিপুণের আইনজীবীর সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ শুনানির জন্য এ দিন ধার্য করেন।
এছাড়া ৭ ফেব্রুয়ারি জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নির্বাচনি আপিল বোর্ডের দেয়া সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট। এছাড়া এ বিষয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের চিঠির কার্যকারিতাও স্থগিত করা হয়। একইসঙ্গে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।
চিত্রনায়ক জায়েদ খানের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ রায় দেন।
এর আগে ২ মার্চ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বৈধ বলে রায় দেন হাইকোর্ট। এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
৩ মার্চ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বৈধ বলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন নিপুণ আক্তার।
৮ মার্চ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বৈধ বলে হাইকোর্টের রায় স্থগিত করেন চেম্বার আদালত। একইসঙ্গে সাধারণ সম্পাদক পদের ওপর স্থিতাবস্থা জারি করা হয়।
এর আগে ২৮ জানুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচনের প্রাথমিক ফলে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানকে বিজয়ী ঘোষণা করা হয়। তবে তার বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনাসহ নির্বাচনকে প্রভাবিত করার অভিযোগ আনলে ৫ ফেব্রুয়ারি সেই প্রেক্ষিতে আপিল বোর্ড জায়েদের প্রার্থিতা বাতিল করে।
পরে নির্বাচনের আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান প্রতিদ্বন্দ্বী প্রার্থী চিত্রনায়িকা নিপুণকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে জয়ী ঘোষণা করেন। এরপর থেকেই বিষয়টি 'বেআইনি' বলে দাবি করে আসছেন জায়েদ খান।
উল্লেখ্য, রবিবার (০৬ ফেব্রুয়ারি) বিকালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে ইলিয়াস কাঞ্চন ও নিপুণ আক্তারের নেতৃত্বে নতুন কমিটির একাংশ শপথ গ্রহণ করে।
পরে শিল্পী সমিতির কার্যালয়ে গিয়ে নিজ নিজ পদের চেয়ারে বসেন তারা। তাদের ফুল দিয়ে বরণ করে নেন শিল্পী সমিতির সদস্যরা।
আরও পড়ুন: খুবির ৩ শিক্ষকের বরখাস্ত-অপসারণ অবৈধ: হাইকোর্ট
হাইকোর্টে জামিন পেলেন দণ্ডিত এনামুল বাছির
২ বছর আগে
ওমর সানির অভিযোগ নিয়ে সভায় সিদ্ধান্ত নেয়া হবে: ইলিয়াস কাঞ্চন
চিত্রনায়ক জায়েদ খানের বিরুদ্ধে ১২ জুন (রবিবার) চলচ্চিত্র শিল্পী সমিতি বরাবর লিখিত অভিযোগ করেন চিত্রনায়ক ওমর সানি। যেখানে উল্লেখ করেন, তার স্ত্রী চিত্রনায়িকা মৌসুমীর সঙ্গে সংসার ভাঙার চেষ্টা করছেন জায়েদ। এই বিষয়ে এবার গণমাধ্যমে বক্তব্য দিলেন চলচ্চিত্র শিল্পী সমিতি সভাপতি ইলিয়াস কাঞ্চন।
সোমবার (১৩ জুন) ওমর সানীর অভিযোগের চিঠি হাতে পান ইলিয়াস কাঞ্চন। তিনি ইউএনবিকে বলেন, ‘বিভিন্ন ধরনের অভিযোগ শিল্পী সমিতির কাছে আসে। সেটি একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে সমাধান হয়। সমিতি নিয়ে এক সভা হয়। সেখানে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। ওমর সানির অভিযোগ নিয়ে সভায় সিদ্ধান্ত নেয়া হবে।’
সভায় বিষয়টির সমাধান হবে বলে জানালে তা নির্দিষ্ট কোন তারিখে হবে সেটি উল্লেখ করেননি ইলিয়াস কাঞ্চন।
ওমর সানি তার তার অভিযোগ লেখেন, ‘দীর্ঘ ৩২ বছর যাবত চলচ্চিত্রে অভিনয় করে আসছি। কিন্তু দুঃখের বিষয় এই যে, সমিতির সদস্য জায়েদ খান গত চার মাস ধরে আমার স্ত্রী চিত্রনায়িকা আরিফা পরভীন মৌসুমীকে নানা হয়রানি ও বিরক্ত করে আসছে। আমার সুখের সংসার ভাঙার জন্য বিভিন্ন কৌশলে তাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে।’
ওমর সানির লিখিত অভিযোগের পরেই সামনে আসেন মৌসুমী। একটি অডিও প্রকাশ করে তিনি বিষয়টি নিয়ে মুখ খুলেন। আর এতে পুরো ঘটনাকে উল্টো দিকে মোড় নেয়। জায়েদ খানের বিরুদ্ধে ওমর সানির অভিযোগ অস্বীকার করেন তিনি।
এমন ঘটনার পর থেকেই ওমর সানি ও মৌসুমীর সংসার ভাঙনের গুঞ্জন ছড়িয়েছে। জানা যায়, দেড় মাস ধরে আলাদা থাকছেন তারা। তবে এসবকিছু স্বাভাবিক করতে গণমাধ্যমে বক্তব্য রাখেন এই তারকা দম্পতির ছেলে ফারদিন। তিনি বাবার পক্ষ নিয়ে জানান, এই সমাধান পারিবারিকভাবে তারা করতে চান।
পড়ুন: জায়েদ খান সত্যিই আম্মুকে ডিস্টার্ব করেন: মৌসুমীর ছেলে ফারদিন
মৌসুমীর বক্তব্যের পর লাইভে ওমর সানি
২ বছর আগে
জায়েদ খান সত্যিই আম্মুকে ডিস্টার্ব করেন: মৌসুমীর ছেলে ফারদিন
ওমর সানি ও মৌসুমীর পর এবার গণমাধ্যমে মুখ খুললেন তাদের ছেলে ফারদিন। তিনি বাবার পক্ষ নিয়ে কথা বলেন।
ফারদিন গণমাধ্যমে বলেন, ‘আম্মু শুরুতে চাননি এটা নিয়ে কোনো ধরনের সমালোচনা হোক। তিনি যে বক্তব্য দিয়েছেন সেটি পরিস্থিতি ঠিক করার জন্য। আর এটা নিয়ে যেন কাদা ছোঁড়াছুড়ি না হয় সেজন্য কথাগুলো বলা।’
ফারদিন তার বক্তব্যে বাবা-মায়ের সম্পর্কের অবস্থান নিয়ে বলেন, ‘পরিবারে অনেক বিষয়ে মনোমালিন্য থাকে। আমিও বিয়ে করেছি। বিষয়গুলো বুঝি। আর এটা খুবই স্বাভাবিক ঘটনা। আব্বু-আম্মু দুজন চাচ্ছেন যেন বিষয়টা দ্রুত সমাধান হয়ে যায়। আমারও এমনটাই চাওয়া।’
আরও পড়ুন: মৌসুমীর বক্তব্যের পর লাইভে ওমর সানি
জায়েদ খান প্রসঙ্গে ফারদিন বলেন, ‘জায়েদ খান সত্যিই আম্মুকে ডিস্টার্ব করেন। এছাড়া আরও অনেককেই করেন। সেই প্রমাণ আমিও দিতে পারি। কিন্তু সেটা করব না। আর তাকে কোনো ধরনের গুরুত্বও দিতে চাচ্ছি না।’
প্রসঙ্গত, এই ঘটনার সূত্রপাত অভিনেতা ডিপজলের ছেলের বিয়ের অনুষ্ঠানে। সেখানে জায়েদ খানকে ওমর সানি চড় দিয়েছেন বলে অভিযোগ ওঠে। এর প্রতিক্রিয়া ওমর সানিকে জায়েদ খান পিস্তল দেখিয়ে গুলি করার হুমকি দেয় বলে জানা যায়। যদিও বিষয়টি ডিপজল ও জায়েদ দুজনই গণমাধ্যমে অস্বীকার করেছেন।
পরবর্তীতে জায়েদ খানের বিরুদ্ধে শিল্পী সমিতিতে লিখিত অভিযোগ জানান ওমর সানি। কিন্তু ঘটনার মোড় পাল্টে দেয় মৌসুমীর এক অডিও বার্তা। যেখানে এই চিত্রনায়িকা জায়েদ খানকে নির্দোষ দাবী করেছেন। আর এর পর থেকে ওমর সানি ও মৌসুমীর সংসার ভাঙনের গুঞ্জনও ছড়িয়েছে।
আরও পড়ুন: জায়েদের পক্ষে বললেন মৌসুমী
জায়েদ খানের বিরুদ্ধে জিডি করবেন ওমর সানি
২ বছর আগে
মৌসুমীর বক্তব্যের পর লাইভে ওমর সানি
চিত্রনায়ক ওমর সানি ও জায়েদ খানের দ্বন্দ্ব নিয়ে একের পর এক চাঞ্চল্যকর খবর উঠে আসছে। গতকাল (১২ জুন) জায়েদের বিরুদ্ধে শিল্পী সমিতিতে ওমর সানির লিখিত অভিযোগের পর আজ (১৩ জুন) গণমাধ্যমে তা অস্বীকার করেন মৌসুমী। যাকে নিয়েই এই দ্বন্দ্বের সূত্রপাত।মৌসুমী জানান, জায়েদের বিরুদ্ধে আনা ওমর সানির সকল অভিযোগ মিথ্যা। এরপর থেকেই গত দুইদিন ধরে চলমান আলোচনা ভিন্ন দিকে মোড় নেয়। সন্দেহের তীর এবার ওমর সানির দিকে।গণমাধ্যমে মৌসুমীর দেয়া ব্ক্তব্যের পর ওমর সানি এবার ফেসবুক লাইভে আসেন। তিনি বলেন, 'আমার ৩২ বছরের ফিল্ম ক্যারিয়ারে আজ পর্যন্ত কেউ আঙুল তুলে কথা বলতে পারবে না। বিশেষ করে আমার স্ত্রীকে (মৌসুমী) আমি বিয়ে করেছি ২৭ বছর। আমার দুটি ছেলে-মেয়ে আছে। আমি গতকাল জায়েদ খানের বিরুদ্ধে চলচ্চিত্র শিল্পী সমিতিতে একটি অভিযোগ করেছি। সেই অভিযোগের বিষয়ে আমি এখনো অটল।'
আরও পড়ুন: জায়েদের পক্ষে বললেন মৌসুমীওমর সানি আরও বলেন, 'মৌসুমী কী ভেবে জায়েদ খানকে ভালো বলেছে আমি জানি না। এই ঘটনাটি সামনে আমার অভিভাবক হিসেবে আমার ছেলে ফারদিন সবাইকে পরিষ্কার করবে। আমি চাইনা সংসার জীবনের এই ২৭ বছরে এসে পরিবারের মধ্যে কোনো ভুল বোঝাবোঝি হোক। কিন্তু একজন বাইরের মানুষ এসে আমাদের সংসার ভাঙার চেষ্টা করছে। আপনারা নিজেরাই জানেন সে মানুষটি কে। আপনার দয়া করে মৌসুমীকে নিয়ে বাজে মন্তব্য করবেন না। আপনারা সবাই জানেন জায়েদ খান কী।'এর আগে গণমাধ্যমে মৌসুমী বলেন, ‘আমি মনে করি আমার প্রসঙ্গটা টানার কোনো প্রয়োজন ছিল না। আমি জায়েদকে অনেক স্নেহ করি ও আমাকে যথেষ্ট সম্মান করে। আমাদের মধ্যে যতটুকু কাজের সম্পর্ক, সেটি খুবই ভালো একটা সম্পর্ক। সেখানে ও আমাকে অসম্মান করার কোনো প্রশ্নই উঠে না। আর ওর মধ্যে গুণ ছাড়া এ ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে এমন কিছুই আমি দেখিনি। তারপর বলব ও অনেক ভালো ছেলে। সে কখনই আমাকে অসম্মান করেনি।’
আরও পড়ুন: জায়েদ খানের বিরুদ্ধে জিডি করবেন ওমর সানি
ওমর সানিকে পিস্তল দেখিয়ে হুমকির অভিযোগ অস্বীকার জায়েদ খানের
২ বছর আগে
জায়েদের পক্ষে বললেন মৌসুমী
চিত্রনায়ক ওমর সানি ও জায়েদ খানের দ্বন্দ্বের মূলে থাকা চিত্রনায়িকা মৌসুমী বলেছেন, জায়েদ খান আমাকে যথেষ্ট সম্মান করে। কাজের ক্ষেত্রে আমাদের মধ্যে খুবই ভালো সম্পর্ক। সেখানে ও আমাকে অসম্মান করার কোনো প্রশ্নই ওঠে না।
অভিনেতা ডিপজলের ছেলের বিয়ের অনুষ্ঠানে সম্প্রতি ঘটে যাওয়া ঘটনা নিয়ে গতকাল (১২ জুন) শিল্পী সমিতি বরাবর লিখিত অভিযোগ দেন ওমর সানি। কিন্তু শেষ পর্যন্ত মৌসুমী এ নিয়ে গণমাধ্যমে মুখ খুলেছেন।জায়েদ খানকে চড় দেয়ার কারণ হিসেবে ওমর সানি অভিযোগ করেছেন, তার স্ত্রী চিত্রনায়িকা মৌসুমীকে গত চার মাস বিরক্ত করছেন জায়েদ। কিন্তু এই অভিযোগ অস্বীকার করলেন মৌসুমী।
আরও পড়ুন: জায়েদ খানের বিরুদ্ধে জিডি করবেন ওমর সানিমৌসুমী বলেন, ‘জায়েদ খান আমাকে যথেষ্ট সম্মান করে। কাজের ক্ষেত্রে আমাদের মধ্যে খুবই ভালো সম্পর্ক। সেখানে ও আমাকে অসম্মান করার কোনো প্রশ্নই ওঠে না। আর ওর মধ্যে গুণ ছাড়া এ ধরনের অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি করতে পারে এই ধরনের মানসিকতা আমি দেখিনি।সে কখনই আমাকে অসম্মান করেনি। কেন এই প্রশ্নটা বারবার আসছে, সে আমাকে বিরক্ত করছে- উত্ত্যক্ত করছে, এই জিনিসটা আমি আসলে জানি না কেন হচ্ছে।’মৌসুমী আরও বলেন, ‘এটা যদিও একান্ত আমাদের ব্যক্তিগত সমস্যা। সে সমস্যা আমাদের পারিবারিকভাবেই সমাধান করা দরকার ছিল। এখানে জায়েদের কোনো দোষ আমি খুঁজে পাচ্ছি না।’ওমর সানিকে উদ্দেশ্য করে মৌসুমী বলেন, এই ছোট করার মধ্যে আমাদের শ্রদ্ধেয় ওমর সানি কেন এত আনন্দ পাচ্ছেন, আমি বুঝতে পারছি না। আমার সঙ্গে কোনো সমস্যা থাকলে সেটি আমার সঙ্গেই সমাধান করার দরকার ছিল।সাংবাদিকদের উদ্দেশে মৌসুমী আরও বলেন, ‘আপনারা সাংবাদিক ভাইরা আসলে একটা নিউজ পেলে, কথা না বলেই প্রকাশ করেন। এটা আসলে ঠিক না। এটা আসলে আলোচনা করা উচিত। যেহেতু আমার প্রসঙ্গ আসছে, তাই বিষয়টি আমার সঙ্গে আলোচনা করে নিতেন, তাহলে হয়তো প্রসঙ্গটা লিখতেনই না। তিনি (সানী) আসলে এক তরফা বলেছেন, কিন্তু আমি বলেছি কি-না, আমি অভিযোগ করেছি কি-না জানাটা খুব বেশি জরুরি ছিল।’
আরও পড়ুন: ওমর সানিকে পিস্তল দেখিয়ে হুমকির অভিযোগ অস্বীকার জায়েদ খানের
২ বছর আগে
জায়েদ খানের বিরুদ্ধে জিডি করবেন ওমর সানি
জায়েদ খানের বিরুদ্ধে শিল্পী সমিতিতে অভিযোগ শেষে এবার জিডি করবেন বলে জানিয়েছেন ওমর সানি।জানা যায় অভিনেতা ডিপজলের ছেলের বিয়ের অনুষ্ঠানে জায়েদ খানকে চড় মেরেছেন চিত্রনায়ক ওমর সানি। তার স্ত্রী ও চিত্রনায়িকা মৌসুমীর সঙ্গে খারাপ ব্যবহারের জন্য এমনটা ঘটে। তবে গণমাধ্যমে বিষয়টি অস্বীকার করেছন ডিপজল ও জায়েদ খান। কিন্তু এ নিয়ে চুপ বসে নেই ওমর সানি।ডিপজল ও জায়েদ ঘটনা অস্বীকার করলেও ওমর সানি নিজেই গণমাধ্যমে জানিয়েছেন ঘটনাটি সত্য। এমনকি তিনি জায়েদের বিরুদ্ধে থানায় জিডি করবেন বলে জানান। তবে এর আগে শিল্পী সমিতিতে আজ হাজির হন ওমর সানি। সেখানে জায়েদ খানের নামে লিখিত অভিযোগ করেন তিনি।
আরও পড়ুন: ওমর সানিকে পিস্তল দেখিয়ে হুমকির অভিযোগ অস্বীকার জায়েদ খানেরওমর সানি গণমাধ্যমে বলেন, ‘এই ইন্ডাস্ট্রি আমার দীর্ঘদিনের পরিবার। যেকোনো সংকটে বড়রা সবসময় আমার পাশে ছিলেন। আজও আমি তাদের প্রতি আস্থা রেখেই শিল্পী সমিতির দ্বারস্থ হয়েছি। পরবর্তীতে সবাইকে নিয়ে আমি অন্যান্য পদক্ষেপ নেব।’শিল্পী সমিতিতে অভিযোগের পরে ওমর সানি আরও জানান, ইন্ডাস্ট্রির সিনিয়রদের পরামর্শ নিয়ে তিনি থানায় জিডি (সাধারণ ডায়েরি) করবেন। ওমর সানি এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন। সেখানে লিখেছেন, ‘আমি ততক্ষণ নীরব থাকি, যতক্ষণ না পর্যন্ত আমার আত্মসম্মানে আঘাত না লাগে।’ওমর সানি জায়েদ খান প্রসঙ্গে আরও বলেন, ‘জায়েদ খানের বেয়াদবি অনেকদিন ধরেই বেড়ে যাছিল। এরপর আবার মৌসুমীর সঙ্গে খারাপ আচরণ করেছে। এসব কারণে তাকে চড় মেরেছি। এরপর আমাকে পিস্তল দিয়ে গুলি করার হুমকি দেয়। ইন্ডাস্ট্রিতে জায়েদের সাহস দিন দিন বেড়ে যাচ্ছে। তাই আমিই প্রতিবাদ শুরু করলাম।’
আরও পড়ুন: প্রচারণার জন্য টক শো সাজিয়ে মারামারি
২ বছর আগে