ড্রেন
বগুড়ায় মুরগির খামারিকে ড্রেনের পানিতে চুবিয়ে হত্যা
বগুড়ায় ইউনুছ আলী নামে এক ব্যক্তিকে মারধরের পর ড্রেনে চুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শনিবার (২২ জুন) রাত সাড়ে ৯টার দিকে বগুড়া সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নের বালা কৈগাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
ইউনুস আলী বালা কৈগাড়ী গ্রামের মৃত রিয়াজউদ্দিনের ছেলে। তিনি একজন মুরগির খামারি।
আরও পড়ুন: বাকিতে সিগারেট না দেওয়ায় দোকান মালিককে হত্যার অভিযোগ
নিহতের ছেলে গোলাম রসুল বলেন, আমার মানসিক বিকারগ্রস্ত বড় ভাই শাহীনের সঙ্গে প্রতিবেশী ওহাব আলীর স্ত্রীর রাস্তায় ধাক্কা লাগে। ওই ঘটনাকে কেন্দ্র করে ওহাব আলীসহ আরও কয়েকজন বড় ভাই শাহীনকে মারধর করে। পরে সন্ধ্যার দিকে আমি ও আমার বাবা ইউনুস আলী এ ঘটনার প্রতিবাদ জানাতে গেলে তারা প্রথমে আমাকে মারধর করে। এ সময় আমার বাবা এগিয়ে গেলে তাকে মারধর করে এবং ড্রেনের কাদার ভেতরে মাথা চুবিয়ে হত্যা করে।
বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহীনুজ্জামান বলেন, ইউনুস আলীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের গলার নিচে আঘাতের চিহ্ন আছে।
ওসি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে, প্রতিবেশী ওহাব আলীর সঙ্গে তার ছেলে শাহীনের বিরোধকে কেন্দ্র করে ইউনুছ আলীকে মারধর করে ড্রেনে চুবিয়ে মারা হয়েছে। ঘটনার পরপরই ওহাব আলীর পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। ফলে তাদের আটক করা হয়নি। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।
আরও পড়ুন: পাবনায় যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
সিলেটের জকিগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা
৪ মাস আগে
ফতুল্লায় গরম পানির ড্রেনে পড়ে দগ্ধ শ্রমিকের মৃত্যু
নারায়ণগঞ্জের ফতুল্লা ফেব্রিকস কারখানার গরম পানির ড্রেনে পড়ে দগ্ধ হওয়া শ্রমিক জামাল খানের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৫ আগস্ট) ড্রেনে পড়ার ছয় দিন পর চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে অবস্থায় তার মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: জাফলংয়ে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু
মৃত জামাল খান ঝালকাঠি জেলার কাঁঠালিয়া এলাকার মৃত ছোমেদ খানের ছেলে।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহাব উদ্দিন জানান, ১৯ আগস্ট সকাল সাড়ে ১০টার সময় ফতুল্লার রেললাইন বটতলা এলাকায় অবস্থিত ফতুল্লা ফেব্রিকস কারখানার ভেতরে মেশিন পরিষ্কারের সময় গরম পানির ড্রেনে পড়ে যান জামাল।
এ সময় তাকে গুরুতর দগ্ধ অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। তার শরীরের অধিকাংশ স্থান দগ্ধ হয়েছে। ছয় দিন তিনি চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়েছে।
তিনি আরও জানান, মৃতের পরিবার ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের আবেদন করেছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: জাফলংয়ে পর্যটকের লাশ উদ্ধার, ‘স্ত্রী’ পলাতক
কক্সবাজারে সমুদ্রে নেমে পর্যটকের মৃত্যু
১ বছর আগে
সিলেটে ড্রেনের ময়লা নিষ্কাশন নিয়ে সংঘর্ষ, নিহত ১
সিলেটের দক্ষিণ সুরমায় ড্রেনের ময়লা নিষ্কাশনকে কেন্দ্র করে সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ জুন) সকাল ১০টার দিকে উপজেলার মোগলাবাজারের দক্ষিণ নৈখাই (গোয়াসপুর) গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মো. দুলু মিয়া (৪৮) দক্ষিণ নৈখাই (গোয়াসপুর) গ্রামের ছকু মিয়ার ছেলে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ছুরিকাঘাতে নিহত ১
স্থানীয় সূত্র জানায়, দক্ষিণ নৈখাই (গোয়াসপুর) গ্রামের কাদির মিয়া ও আল-আমিনের সঙ্গে প্রতিবেশি সজ্জাদ মিয়ার পরিবারের মধ্যে একটি ড্রেনের ময়লা নিষ্কাশন নিয়ে গত কয়েক দিন ধরে বিরোধ চলে আসছে। এরই জের ধরে মঙ্গলবার সকাল ১০টার দিকে দুই পরিবারের সদস্যদের মধ্যে সংঘর্ষ শুরু হলে কাদির মিয়া ও আল আমিনদের মারধরে দুলু মিয়া গুরুতর আহত হন। পরে দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম মাইন উদ্দিন সংঘর্ষে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ময়নাতদন্তের জন্য লাশটি বর্তমানে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। এ বিষয়ে এখনো থানায় কোনো মামলা হয়নি এবং কাউকে আটক করা হয়নি।
আরও পড়ুন: শ্রমিক নেতা নিহত হওয়ার ঘটনায় বিজিএমইএ গভীরভাবে শোকাহত
গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
১ বছর আগে
খুলনায় ড্রেন থেকে যুবকের লাশ উদ্ধার
খুলনায় ড্রেন থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ৮ টার দিকে নগরীর মিয়াপাড়া পাইপের মোড় এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত মিজানুর রহমান মুকুল (৩৫) ওই এলাকার টিপু সাহেবের বাড়ির ভাড়াটিয়া। তিনি সিটি ওভারসিস নামের একটি ওষুধ কোম্পানির কম্পিউটার অপারেটর। তার স্ত্রী ও একটি কন্যা সন্তান রয়েছে।
আরও পড়ুন: বগুড়ায় আজিজুল হক কলেজ মাঠে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
স্থানীয়রা জানায়, সকালে এলাকার লোকজন রাস্তার পাশে ড্রেনের মধ্যে লাশটি পড়ে থাকতে দেখে। এ সময়ে প্রতিবেশিরা তার লাশ ড্রেন থেকে ওপরে ওঠায়। পরে তার বাড়ির সদস্যদের খবর দেয়া হয়।
খুলনা থানার উপপরিদর্শক (এসআই) টিপু সুলতান বলেন, মৃত ব্যক্তি খুলনায় একটি ওষুধ কোম্পানির কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। রাতে তিনি বাসায় ফেরেনি। সকালে পরিবারের সদস্যরা তার লাশ ড্রেন থেকে উদ্ধার করে পুলিশকে খবর দেয়।
তিনি জানান, সুরতহাল রিপোর্ট করে লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি। রিপোর্ট হাতে এলে মৃত্যুর রহস্য জানা যাবে।
আরও পড়ুন: নিখোঁজের ২ দিন পর স্কুলছাত্রের লাশ উদ্ধার
কুষ্টিয়ায় পদ্মা নদীতে নিখোঁজ ২ শিশুর লাশ উদ্ধার
১ বছর আগে
নিখোঁজ কলেজছাত্রীর লাশ উদ্ধার
চট্টগ্রাম মহানগরীর বাণিজ্যিক এলাকা আগ্রাবাদে ড্রেনে পড়ে নিখোঁজ এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সোমবার রাত পৌনে ৩টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।
এর আগে রাত ১০টার পর গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে আগ্রাবাদের বাদামতলী মাজারের সামনে রাস্তার নালার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় পা পিছলে পড়ে ময়লা আবর্জনার মধ্যে ডুবে যান তিনি।
নিখোঁজ সেহরিন মাহমুদ সাদিয়া (২০) নগরীর হালিশহর থানার বড়পুল মইন্যা পাড়া এলাকার বাসিন্দা ও নগরীর সদরঘাট ইসলামীয়া ডিগ্রি কলেজের ছাত্রী।
আরও পড়ুন:কীর্তনখোলা নদীতে এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ
খবর পেয়ে আগ্রাবাদ স্টেশন থেকে ফায়ার সার্ভিস ক্রেনের সাহায্যে উদ্ধার তৎপরতা শুরু করে। তবে স্থানীয়দের সহযোগিতায় রাতভর তল্লাশি চালিয়েও সাদিয়ার খোঁজ মিলেনি।
এ বিষয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা নিউটন চাকমা জানান, রাতে আগ্রাবাদ মাজার গেইটের পাশের ড্রেনে ২০ বছরের এক তরুণী পড়ে যায়। এমন খবর পেয়ে সাথে সাথে উদ্ধার টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে নেমে পড়ে।
আরও পড়ুন: চট্টগ্রামে নিখোঁজ পথচারীর সন্ধান মেলেনি
ডবলমুরিং থানার উপপরিদর্শক (এসআই) অর্ণব বড়ুয়া জানান, রাত আনুমানিক ১০ টার দিকে কলেজছাত্রী সাদিয়া আগ্রাবাদের শাহজালাল চশমা মার্কেট থেকে চশমা কিনে বাসায় ফেরার পথে আগ্রাবাদ প্রাইম ব্যাংকের পাশে ড্রেনে পড়ে যায়। এসময় তার সাথে তার মামা ছিলেন। পড়ার সাথে সাথে ড্রেনের প্রবল স্রোতে তলিয়ে যায় তিনি। নিখোঁজ সাদিয়ার মামা সাথে সাথে লাফ দিয়েও তাকে ধরতে পারেনি।
আরও পড়ুন: অবশেষে মিলল নিখোঁজ বরের সন্ধান
৩ বছর আগে
সিলেটে কবরস্থানের পাশের ড্রেনে মিলল নবজাতকের লাশ
সিলেট নগরীর ঘাসিটুলা কবরস্থানের পার্শ্ববর্তী ড্রেন থেকে সোমবার সন্ধ্যায় নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
৩ বছর আগে