পারভেজ হোসেন ইমন
ইমন, খাওয়াজার ব্যাটে ফাইনালে পাহাড়সম লক্ষ্য পেল বরিশাল
ফাইনাল ম্যাচে মাঠে নেমেই সেই যে মারমুখী ব্যাটিং শুরু করল চিটাগাংয়ের ব্যাটাররা, শেষ পর্যন্ত ধরে রাখল তার ধারা। আর এতেই টপ-অর্ডার ব্যাটারদের কল্যাণে গতবারের চ্যাম্পিয়ন বরিশালকে বড় লক্ষ্য দিয়েছে মোহাম্মদ মিঠুনের দল।
প্রথম শিরোপা জয়ের লক্ষ্যে বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে তিন উইকেটে ১৯৪ রান সংগ্রহ করেছে চিটাগাং কিংস। বিপিএলের ফাইনালে এখন পর্যন্ত এটিই সর্বোচ্চ রান। ফলে শিরোপা ধরে রাখতে ফরচুন বরিশালকে রেকর্ড গড়তে হবে।
দলের হয়ে ৪৯ বলে চারটি ছক্কা ও ৬টি চারে সর্বোচ্চ ৭৮ রান করে অপরাজিত ছিলেন ওপেনার পারভেজ হোসেন ইমন। এছাড়া অপর ওপেনার খাওয়াজা নাফের ব্যাট থেকে আসে ৬৬ রান (৪৪ বলে) এবং তিনে নেমে ২৩ বলে তিনটি ছক্কা ও দুটি চারে ৪৪ রান করেন গ্রাহাম ক্লার্ক।
অপরদিকে, বরিশালের বোলারদের মধ্যে মোহাম্মদ আলি ছাড়া আর সবাই ছিলেন খরুচে। আলি ৪ ওভারে মাত্র ২১ রান দিয়ে একটি উইকেট নেন।
টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে প্রথম দুই ওভার একটু দেখেশুনে খেললেও তৃতীয় ওভার থেকে বোলারদের ওপর চড়াও হন চিটাগাংয়ের দুই ওপেনার। এর ধারাবাহিকতায় প্রথম পাওয়ার প্লেতে ৫৭ রান সংগ্রহ করে কিংস।
একপর্যায়ে ৩০ বলে ইমন ও ৩১ বলে নিজের অর্ধশত পূরণ করেন নাফে। এরপর ১২.৪তম ওভারে ইবাদত হোসেনের অফ স্টাম্পের বাইরের ডেলিভারিতে ঠিকমতো ব্যাটের সংযোগ ঘটাতে না পেরে উইকেটের পেছনে মুশফিকের হাতে ক্যাচ দিয়ে ফিরতে হয় নাফেকে। এতে করে ভাঙে ১২১ রানের উদ্বোধনী জুটি।
তারপর ক্রিজে এসে ইমনের সঙ্গে ঝড়ো ব্যাটিং শুরু করেন ক্লার্কও। ইনিংসের ৪ বল বাকি থাকতে ৪০ বলে ৬৯ রানের জুটি গড়ে রান আউট হয়ে এই ইংলিশ ব্যাটার যখন ফিরে যাচ্ছেন, চিটাগাংয়ের স্কোর তখন ১৯১। এর পরের চার ওভারে শামীম হোসেন আউট এবং তিনটি রান হয়। ফলে বরিশালের জন্য ১৯৫ রানের বিশাল লক্ষ্য দাঁড় করিয়ে মাঠ ছাড়েন ইমন ও তালাত।
সংক্ষিপ্ত স্কোর
চিটাগাং কিংস: ১৯৪/৩ (ইমন ৭৮*, নাফে ৬৬, ক্লার্ক ৪৪; মোহাম্মদ আলি ১/২১, ইবাদত ১/৩৫)।
৪৪ দিন আগে
শেষ টি-টোয়েন্টির দলে কামরুল-ইমন
পাকিস্তানের বিপক্ষে শেষ টি-টোয়েন্টির জন্য পেসার কামরুল ইসলাম রাব্বি এবং বাঁ-হাতি ওপেনার পারভেজ হোসেন ইমনকে দলে অন্তর্ভুক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সিরিজের শুরুতে ইমন দলে ডাক পাবেন বলে আশা করা হয়েছিল কিন্তু তার পরিবর্তে সাইফ হাসানকেনেয়া হয়। শেষ ম্যাচে বিবেচনায় থাকছেন না প্রথম দুই ম্যাচে ওপেনারের ভূমিকায় থাকা সাইফ। সিরিজের প্রথম দুই ম্যাচে সাইফ ব্যাট হাতে ব্যর্থ হন। দুই ম্যাচে করেন মাত্র এক রান।
২০২০ সালে বাংলাদেশের দক্ষিণ আফ্রিকায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ে দলের অন্যতম ভূমিকা ছিল ইমনের। গত বছর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি সিরিজেও তার টি-টোয়েন্টি ব্যাটিং ঝলক দেখা গেছে। বাংলাদেশি ব্যাটার হিসেবে দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরি করার রেকর্ড রয়েছে তার।
বাঁ-হাতি ব্যাটার মোট ২৪টি-টোয়েন্টি খেলে একটি সেঞ্চুরি সহ ২৪.৪৭ গড়ে ৫৬৩ রান করেছেন।
পড়ুন: এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হারল বাংলাদেশ
এদিকে কামরুল ইসলাম রাব্বিও টি-টোয়েন্টি বোলিংয়ে বেশ কিছু ঝলক দেখিয়েছেন। যদিও তিনি এর আগে কখনো বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অংশ ছিলেন না। রাব্বি মোট ৬৮টি টি-টোয়েন্টি ম্যাচে মোট ৮০ উইকেট শিকার করেন। জাতীয় দলে হয়ে তিনি সাতটি টেস্ট খেলেছেন।
চলতি পাকিস্তান সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি সোমবার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সফরকারীরা প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যে সিরিজ জয় নিশ্চিত করেছে। হোয়াইটওয়াশ এড়াতে বাংলাদেশকে শেষ ম্যাচে জিততেই হবে।
পড়ুন: পাকিস্তানের বিপক্ষে হারায় টপ অর্ডার ব্যাটারদের দুষলেন মাহমুদউল্লাহ
১২১৮ দিন আগে
বঙ্গবন্ধু টি-২০ কাপ: রানের পাহাড় ডিঙিয়ে রাজশাহীকে হারাল বরিশাল
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের সদস্য পারভেজ হোসেন ইমনের রেকর্ড গড়া ৪২ বলে করা শতকের সুবাদে মঙ্গলবার চলমান বঙ্গবন্ধু টি-২০ কাপে মিনিস্টার গ্রুপ রাজশাহীকে আট উইকেটে হারিয়েছে ফরচুন বরিশাল।
১৫৬৬ দিন আগে