কন্টেন্ট
প্রযুক্তিতে বাংলা ভাষাকে এগিয়ে নিতে কন্টেন্টের মান নিশ্চিত করতে হবে: মোস্তাফা জব্বার
প্রযুক্তিতে ভাষা ব্যবহারের সুবিধার্থে বাংলা কন্টেন্টের গুণগত মান নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
শনিবার রাজধানীতে টেলিকম অপারেটর রবি আয়োজিত ‘প্রযুক্তিতে বাংলার ব্যবহার’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘আমাদের অবশ্যই আগামী প্রজন্মের জন্য ভাষার প্রযুক্তিগত উন্নয়ন নিশ্চিত করতে হবে। গবেষণা ও উন্নয়নের মাধ্যমে তথ্য প্রযুক্তিতে বাংলাকে সমৃদ্ধ করার জন্য ১৬টি টুল তৈরি করা হচ্ছে।’
বিটিআরসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসিম পারভেজ বলেন, ‘ বাংলা বিশ্বের সপ্তম সর্বাধিক জনবহুল ভাষা হলেও এটি এখনো ইন্টারনেটে ব্যবহৃত শীর্ষ ৪০ টি ভাষার মধ্যেও স্থান পায়নি। ইন্টারনেটের মাধ্যমে সকল স্তরের মানুষের কাছে পৌঁছানোর জন্য, বাংলা ভাষার ব্যবহার বাড়াতে হবে।’
আরও পড়ুন: মাতৃভাষায় শিক্ষা গ্রহণ কেন জরুরি?
রবির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমেদ বলেন, আমাদের বিনোদন ভিত্তিক বিষয়বস্তুর ওপর নির্ভরশীলতা থেকে সরে এসে ব্যবহারিক বিষয়বস্তুর বিষয়ে মনোযোগী হতে হবে। এছাড়াও, বাংলা ভাষায় অনুসন্ধানের মাধ্যমে বিভিন্ন কন্টেন্ট খুঁজে পাওয়া যায় কিনা তা নিশ্চিত করতে হবে।
বাংলাদেশের টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক-এর সভাপতি রাশেদ মেহেদী বলেন, ‘আমাদের ইন্টারনেটে বাংলা পরিভাষার প্রাপ্যতা নিশ্চিত করতে হবে।’
টেকশহর ডটকমের প্রতিষ্ঠাতা ও সম্পাদক মুহাম্মদ খান বলেন: ‘প্রযুক্তিতে বাংলা ভাষার ব্যবহারে সন্তুষ্টি ৫০ শতাংশের বেশি নয়। এই ক্ষেত্রে অগ্রগতির জন্য সরকারের আরও পদক্ষেপ প্রয়োজন।’
তিনি আরও বলেন, বাংলা নিয়ে আন্তর্জাতিক পরিমন্ডলেও অনেক কাজ করার রয়েছে। পৃথিবীর অনেক দেশেই নাগরিক সেবা প্লাটফর্মে অনেক ভাষায় যোগাযোগ ও সেবা পাওয়া যায়। এতে প্রবাসীরা নিজ নিজ ভাষায় সহজে যোগাযোগ করতে পারে। দেশগুলোর এসব প্লাটফর্মে যেনো বাংলা ভাষাও থাকে সে বিষয়ে দূতাবাসগুলোর মাধ্যমে রাষ্ট্রীয় পর্যায়ে উদ্যোগ নেয়া যেতে পারে।
আরও পড়ুন: গ্রাফিক নভেল ‘মুজিব’ ইতিহাসের এক অসাধারণ দলিল: জাফর ইকবাল
২০২২ সালে একুশে পদক পাবেন ২৪ বিশিষ্ট নাগরিক
২ বছর আগে
কনক সারোয়ারের ইউটিউব কন্টেন্ট ব্লক করার নির্দেশ
সাংবাদিক কনক সারোয়ারের ইউটিউব চ্যানেলের দেশবিরোধী কন্টেন্ট বন্ধ (ব্লক) করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
৪ বছর আগে