পরীমনি
পরীমনির বিরুদ্ধে মাদক মামলা বিচারিক আদালতে চলবে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলা বাতিল চেয়ে চিত্রনায়িকা পরীমনির আবেদন পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করে রায় দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।
এ রায়ের ফলে বিচারিক আদালতে মামলাটির কার্যক্রম চলবে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইন কর্মকর্তা সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ।
আদালতে পরিমণির পক্ষে মামলা পরিচালনা করেন সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না।
আইনজীবী জেড আই খান পান্না সাংবাদিকদের বলেন, অ্যালকোহলের লাইসেন্স থাকায় এবং জব্দ করা অ্যালকোহল যথাযথ মাত্রায় থাকায় অ্যালকোহলের বিষয়টিতে বিচার হবে না। তবে এলএসডি ও আইস নামক দুটি মাদকের বিষয়ে বিচার চলবে।
আরও পড়ুন: পরীমনির মামলায় নাসির-অমি ৫ দিনের রিমান্ডে
২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমনির বাসায় অভিযান চালায় র্যাব। দাবি করা হয়, সেসময় বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের দামি মদ, মদের বোতলসহ অন্যান্য মাদকদ্রব্য জব্দ করা হয়। এ ঘটনায় করা মামলায় পরীমনিকে গ্রেপ্তার করা হয়। পরে তিনি জামিনে মুক্তি পান। একই বছরের ৪ অক্টোবর আদালতে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মামলায় পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে ২০২২ সালের ৫ জানুয়ারি আদেশ দেন বিচারিক আদালত।
অভিযোগ গঠনের পর মামলা বাতিল চেয়ে পরীমনি হাইকোর্টে আবেদন করেন।
২০২২ সালের ১ মার্চ হাইকোর্ট রুল দিয়ে মামলার কার্যক্রম পরীমনির ক্ষেত্রে তিন মাসের জন্য স্থগিত করেন। রুলে পরীমনির ক্ষেত্রে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলার কার্যক্রম কেন বাতিল হবে না, তা জানতে চাওয়া হয়। এরপর হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করে। শুনানি নিয়ে ২০২২ সালের ৮ মার্চ চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করেন। পাশাপাশি রাষ্ট্রপক্ষকে নিয়মিত লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করতে বলা হয়। রাষ্ট্রপক্ষ নিয়মিত লিভ টু আপিল করে।
শুনানি নিয়ে গত বছরের ৯ জানুয়ারি আপিল বিভাগ আদেশ দেন। আদেশে মামলা বাতিলের প্রশ্নে রুল ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করতে বলা হয়। এ সময় মামলার কার্যক্রম পরিচালনা না করতে বিচারিক আদালতকে নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ে রুল নিষ্পত্তি না হলে বিচারিক আদালতে মামলাটির কার্যক্রম চলবে বলে উল্লেখ করেন আপিল বিভাগ।
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল নিষ্পত্তি করে এ আদেশ দেওয়া হয়।
আপিল বিভাগের আদেশের পর হাইকোর্টে মামলা বাতিলের প্রশ্নে রুলের ওপর শুনানি হয়। শুনানি নিয়ে গত বছরের ২৪ আগস্ট হাইকোর্ট একই বছরের ১৯ অক্টোবর রায়ের জন্য দিন করেন। অবশ্য বেঞ্চ পুনর্গঠন হওয়ায় ধার্য তারিখ রায় হয়নি। গত মঙ্গলবার হাইকোর্টের ছাপা কার্যতালিকায় পরীমনির করা আবেদনটি ২২ ফেব্রুয়ারি রায়ের জন্য আসে। সে অনুযায়ী আজ রায় দিলেন হাইকোর্ট।
আরও পড়ুন: পরীমনি: নাসির উদ্দিন সহ ৫ জনের বিরুদ্ধে মাদক মামলা
৮ মাস আগে
আমি রীতিমতো অবাক হয়েছি: শরীফুল রাজ
বিদ্যা সিনহা মিমের সঙ্গে শরিফুল রাজের সম্পর্কের ইঙ্গিত দিয়ে সম্প্রতি পরীমনির ফেসবুক স্ট্যাটাস এখন শোবিজের সবচেয়ে আলোচিত ইস্যু।
এ নিয়ে গত দুই দিন চুপ ছিলেন রাজ। রবিবার অবশেষে গণমাধ্যমে নিজের বক্তব্য জানালেন এই অভিনেতা। পরীমনির অভিযোগ মিথ্যা দাবি করেন রাজ।
তিনি বলেন, 'পরী আমার সম্পর্কে এমন কথা কেন বলছে জানি না। আমি রীতিমতো অবাক হয়েছি। কারণ এর কোনো সত্যতা নেই।'
আরও পড়ুন: পরীমনির অভিমান কি ঘুচল?
রাজ আরও বলেন, 'আমার কাজ ও সংসারের প্রতি আমি বেশ যত্নশীল। সংসার, স্ত্রী, সন্তান ফেলে অন্য সম্পর্কে জড়াব; এমন অনৈতিক কথা ভাবতেই পারি না। আমার কথা হলো- যে যাই বলুক, যে কারণেই বলুক, আমি এসব নিয়ে মোটেও বিচলিত নই।'
কিন্তু পরীমনি কেন এমন স্ট্যাটাস দিলেন এমন প্রসঙ্গে রাজ বলেন, কারণটা পরী ভালো বলতে পারবে। তাকেই যেন প্রশ্ন করা হয়।'
আরও পড়ুন: মিমের স্ট্যাটাসের উত্তর দিয়ে স্ক্রিনশট শেয়ার করলেন পরীমনি
মিথ্যা বানোয়াট কথায় আপনারা বিভ্রান্ত হবেন না: মিম
২ বছর আগে
পরীমণির অভিমান কি ঘুচল?
শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিমের সম্পর্কের ইঙ্গিত দিয়ে সম্প্রতি ফেসবুকে স্ট্যাটাস দেন পরীমণি। হঠাৎ এই ধরনের পোস্ট হতবাক করেছে তার ভক্ত ও শোবিজের সবাইকে। কারণ,রাজের সঙ্গে বিয়ের পর এমন উচ্ছ্বসিত জীবনে পরীকে আর দেখা যায়নি। আর চলতি বছর এই তারকা দম্পতির ঘরে এক পুত্র সন্তানের জন্ম হয়েছে।
দুই দিন ফেসবুকের স্ট্যাটাস নিয়ে সমালোচনার পর গতকাল একটি ছবি পোস্ট করেন পরীমণি। সেখানে দেখা যায় ছেলে জন্মের তিনমাস হওয়া উদযাপন করছেন তিনি। ছবিতে পরীমণির কোলে তাদের ছেলেকে দেখা যাচ্ছে।
আর এই ছবিটি তুলেছেন সন্তানের বাবা শরিফুল রাজ। পোস্টের মন্তব্যে ছেলের জন্য শুভকামনা জানান শুভাকাঙ্খিরা।
সংসার ও সন্তান নিয়েই আপতত ব্যস্ত পরীমণি। মাতৃত্বের সময়টা তিনি যে বেশ উপভোগ করছেন সেটি তার ফেসবুকের ছবি দেখে ধারণা করা যায়। আর এরমধ্যেই তার সাম্প্রতিক স্ট্যাটাস সবকিছু যেন পাল্টে দেয়।
কিন্তু সেই পরীর সেই অভিমান কি ঘুচল অবশেষে?
আরও পড়ুন: মিমের স্ট্যাটাসের উত্তর দিয়ে স্ক্রিনশট শেয়ার করলেন পরীমনি
ফোর্বসে এশিয়ার ১০০ ডিজিটাল তারকার তালিকায় পরীমনি
যুক্তরাষ্ট্রের ১৫ শহরে ‘দামাল’
২ বছর আগে
মিমের স্ট্যাটাসের উত্তর দিয়ে স্ক্রিনশট শেয়ার করলেন পরীমণি
ফেসবুকে দেয়া আরও একটি স্ট্যাটাস ঘিরে ফের আলোচনায় চিত্রনায়িকা পরীমণি। সম্প্রতি তার স্বামী অভিনেতা শরিফুল রাজ ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের সম্পর্কের ইঙ্গিত দিয়ে ফেসবুকে পোস্ট করেন তিনি। এর উত্তর ফেসবুকেই দেন মিম। আর সেটির প্রত্যুত্তরে পরীমণি আবারও পোস্ট করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
তবে এবার শুধু স্ট্যাটাস নয়, এরসঙ্গে মিমের স্ক্রিনশট শেয়ার করেন।
পরীমণি লেখেন, 'আসেন তা হলে কিছু বিষয় ক্লিয়ার করি। এই যে মিম বলল-আমি জেলাসি করলাম তোমার সঙ্গে! এটা ১০ জন আননোন লোকে বলতেই পারে; কিন্তু তুমি কি করে এটি বলো? যেখানে পরাণ রিলিজের পর সবখানে আমি বলে আসছি- রাজের সঙ্গে তুমি জুটি হয়ে কাজ করো। তোমাদের জুটি দেখতে ভালো লাগে। এটি তোমরাও চাও।’
আরও পড়ুন: মিথ্যা বানোয়াট কথায় আপনারা বিভ্রান্ত হবেন না: মিম
২ বছর আগে
মিথ্যা বানোয়াট কথায় আপনারা বিভ্রান্ত হবেন না: মিম
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমণি তার স্বামী অভিনেতা শরিফুল রাজ ও মিমের সম্পর্কের ইঙ্গিত দিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন।
সেখানে জড়ানো হয়েছে পরিচালক রায়হান রাফির নামও।
সেই পোস্টে মিমকে ট্যাগ করে পরীমণি লিখেন, ‘নিজের জামাইকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ছিল।’
বিষয়টি নিয়ে মিম, রাজ ও রাফির সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না।
অবশেষে এ নিয়ে মুখ খুললেন বিদ্যা সিনহা মিম।
বৃহস্পতিবার দুপুরে ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এ বিষয়ে নিজের বক্তব্য তুলে ধরেন মিম।
তার পোস্টটি নিচে তুলে ধরা হলো।
আরও পড়ুন: অনেকে ফোন করে টিকিট চেয়েছে: মিম
'পরাণ' ও 'দামাল' সিনেমার আকাশছোঁয়া সাফল্য আমাকে স্বার্থহীন ভালোবাসায় ভাসাচ্ছে। আমি আপ্লুত, অভিভূত। বলতে পারি, জীবনের সেরা সময় পার করছি। ঠিক এই সময়ে একটা পক্ষ আমার পথচলায় ঈর্ষান্বিত হয়ে, আমাকে থামিয়ে দিতে, আমাকে জড়িয়ে নানা ধরনের কুৎসা রটানোর চেষ্টা চালাচ্ছে। 'পরাণ' ও 'দামাল' যে ভালোবাসা আমাকে দিচ্ছে, দেড় দশক আগে ঠিক একইরকম ভালোবাসায় সবাই আমাকে লাক্স চ্যানেল আই সুপারস্টার বানিয়েছে। সবার ভালোবাসাকে গুরু দায়িত্ব হিসেবে মেনে নিয়ে আমি আমার পেশাদার অভিনয়জীবন গড়ে তোলা চেষ্টা করেছি, করে যাচ্ছি, আগামীতেও করে যাব। আমি কাজ করছি বাংলাদেশে জাতিসংঘের আন্তর্জাতিক শিশু তহবিলের (ইউনিসেফ) জাতীয় শুভেচ্ছাদূত হিসেবে। শিক্ষক বাবার আদর্শ ও মায়ের শিখানো সততাকে সঙ্গী করে দারুণ কিছু কাজ করার চেষ্টার মধ্য দিয়ে ভক্ত-শুভাকাঙ্খিসহ সবার মন জয়ের চেষ্টা করছি প্রতিনিয়ত।
কখনোই নিজের পেশাদার জীবনের সঙ্গে এমন কিছু যুক্ত করতে দেইনি যা আমার পথচলাকে প্রশ্নবিদ্ধ করতে পারে। আমি জানি আমার পারিবারিক শিক্ষা ও মূল্যবোধ কী, বেড়ে উঠেছি কোন ধরনের পারিবারিক আবহে, আমার চারপাশটা কেমন, এখন যে বা যারা কোনো ধরণের প্রমাণ ছাড়াই আমাকে নিয়ে ভিত্তিহীন কথা বলছে, তাদের প্রতি নিন্দা জানানোর ভাষা জানা নেই।
তবে এসবের বাড়াবাড়ি হলে আমি অবশ্যই তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করব। ভক্ত-শুভাকঙ্খি ও ভালোবাসার মানুষদের এটাও বলতে চাই, কারও কোনো ধরনের মনগড়া মিথ্যা বানোয়াট কথায় আপনারা বিভ্রান্ত হবেন না।
আমার এই দীর্ঘ পথচলায় সংবাদকর্মী ভাইয়েরা সবসময় আন্তরিক সহযোগিতা করেছেন। আপনারাই আমার যাবতীয় কাজ, ভাবনা-চিন্তা সঠিক ও সুন্দরভাবে ভক্ত-শুভাকাঙ্খিসহ দেশ-বিদেশের সবার কাছে তুলে ধরেছেন। তাই আপনাদের সবার কাছে অনুরোধ, কোনো ধরনের সত্যতা যাচাই বাছাই না করে বিভ্রান্তিকর কোনো খবর ছড়াবেন না। কোনো ইউটিউব কিংবা পোর্টাল যদি আমাকে জড়িয়ে কোনো ধরনর ভিত্তিহীন খবর ছড়ানোর চেষ্টা করে তাহলে সংশ্লিষ্ট সবার বিরুদ্ধেও প্রচলিত আইনে ব্যবস্থা নিতে বাধ্য হতে হবো।
আরও পড়ুন: অনেকে ফোন করে টিকিট চেয়েছে: মিম
ইউনিসেফের শুভেচ্ছাদূত হলেন বিদ্যা সিনহা মিম
২ বছর আগে
ইলিশ খেতে মধ্যরাতে মাওয়ায় গেলেন পরীমণি
জ্বর ও ঠাণ্ডায় আক্রান্ত হয়ে বেশ কয়েকদিন ঘরবন্দি ছিলেন চিত্রনায়িকা পরীমণি ও তার স্বামী অভিনেতা শরীফুল রাজ।
এই কারণে শুটিংয়েও অংশ নেননি তারা। এমনকি শিল্পী সমিতির নির্বাচনেও পরীমণিকে দেখা যায়নি। বাসায় থেকে অনেক একঘেয়ে হয়ে গিয়েছিলেন এই নব তারকা দম্পতি। তাই কিছুটা স্বস্তি পেতে সম্প্রতি বন্ধুদের সঙ্গে মাওয়া ভ্রমণে যান তারা।
ঘটনা প্রসঙ্গে পরীমণি বলেন, ‘ঘরে থেকে রাজ ও আমি বেশ হাঁপিয়ে উঠেছিলাম। তাই হুট করে মাওয়া যাওয়ার একটা পরিকল্পনা করলাম। রাজ শুনেও বেশ খুশি হলো। পারিবারিক কয়েকজন বন্ধু মিলে ঘুরে এলাম। আর অনেকদিন পর মাওয়ার ইলিশ খেলাম।’
আরও পড়ুন: 'নাকফুল' সিনেমায় রোশান-পূজা
সামাজিক মাধ্যমে মাওয়া ভ্রমণের কয়েকটি ছবি পোস্ট করেছেন পরীমনি। সেখানে ভ্রমণের বিভিন্ন মুহূর্তের দৃশ্যও দেখা গেছে।
অবশ্য রাতের বেলায় ঘুরে বেড়ানো পছন্দ পরীমণির। সময়ে পেলেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন। এটি তার পুরনো অভ্যাস। তবে সম্প্রতি অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় আগের মতো যখন তখন ছুটে বেড়াতে পারেন না। তাও বুধবার রাতে মাওয়ায় দেখা গেছে ঢাকাই সিনেমার এই নায়িকাকে। গভীর রাতে অন্তঃসত্ত্বা পরীমণি মাওয়ায় কী করছেন, সেটি ভেবে অনেকে অবাকও হয়েছেন!
আরও পড়ুন: ফোর্বসে এশিয়ার ১০০ ডিজিটাল তারকার তালিকায় পরীমনি
পরীমনি ও রাজ দু’জনের হাতেই কয়েকটি সিনেমার কাজ রয়েছে। অসুস্থতা কাটিয়ে উঠে আবারও কাজে নিয়মিত হবেন তারা।
২ বছর আগে
পরীমণির দায়ের করা মামলায় চার্জশিট দাখিল
ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে সাভার থানায় চিত্রনায়িকা পরীমণির দায়ের করা মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিসহ তিনজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ।
সোমবার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা সাভার থানার পরিদর্শক মো. কামাল হোসেন আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। চার্জশিটভুক্ত অপর আসামি হলেন শাহ শহিদুল আলম।
এ বছরের ১৩ জুন রাতে ফেসবুক পোস্টে পরীমণি অভিযোগ করেন, ৯ জুন উত্তরার বোট ক্লাবে তাকে ধর্ষণ ও হত্যার চেষ্টা চালান ব্যবসায়ী নাসির ইউ মাহমুদ ও তার সহযোগীরা। এ ঘটনায় তিনি সাভার থানায় ছয়জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
আরও পড়ুন: মুক্তি পেয়ে কী বার্তা দিলেন পরীমণি
পরীমণির মামলা দায়েরের পর উত্তরায় তুহিন সিদ্দিকী অমির বাসায় অভিযান চালিয়ে নাসির উদ্দিন মাহমুদ ও অমিসহ পাঁচজনকে গ্রেপ্তার করে ডিবি। অমির বাসায় তল্লাশি চালিয়ে এক হাজার পিস ইয়াবা, বিদেশি মদ ও বিয়ার জব্দ করা হয়।
এরপর ১৪ জুন রাত ১২টা ৫ মিনিটে ডিবির গুলশান জোনাল টিমের উপ-পরিদর্শক (এসআই) মানিক কুমার সিকদার বাদী হয়ে রাজধানীর বিমানবন্দর থানায় নাসির, অমিসহ পাঁচ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরেকটি মামলা দায়ের করেন।
আরও পড়ুন: পরিমণির মামলায় জামিন পেলেন নাসির-অমি
মাদকের মামলায় কয়েক দফা রিমান্ড শেষে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে কারাগারে পাঠানো হয়। পরে জামিনে মুক্তি পান তিনি।
৩ বছর আগে
পরীমনির মামলায় নাসির-অমি ৫ দিনের রিমান্ডে
ধর্ষণ-হত্যাচেষ্টার অভিযোগে ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমনির মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ এবং তার বন্ধু তুহিন সিদ্দিকী অমির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসান শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড শুনানি চলাকালে মামলার প্রধান আসামি নাসির উদ্দিন বিচারককে উদ্দেশ করে বলেন, ‘আমার বয়স ৬৫ বছর। আমি সারাজীবন সমাজসেবা করেছি। অতীতে আমার বিরুদ্ধে এমন কোনো অভিযোগ ছিল না। আমাকে রিমান্ডে না নিয়ে জেলগেটে জিজ্ঞাসাবাদ করেন।’
আরও পড়ুন: পরীমনি: নাসির উদ্দিন সহ ৫ জনের বিরুদ্ধে মাদক মামলা
এর আগে, গত ১৫ জুন সাভার থানার পুলিশ পরিদর্শক কামাল হোসেন তাদের গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন।
মাদক মামলায় রিমান্ড শেষে আজ তাদের আদালতে হাজির করা হয়। এরপর বিচারক তাদের পরীমনিকে ধর্ষণ-হত্যাচেষ্টার মামলায় করা রিমান্ড আবেদনের শুনানির জন্য দিন ধার্য করেন।
গত ১৪ জুন ধর্ষণ-হত্যাচেষ্টার অভিযোগে নাসির উদ্দিন ও তার বন্ধু অমির নাম উল্লেখ করে আরও চারজনকে অজ্ঞাত আসামি করে পরীমনি সাভার থানায় মামলা করেন।
পরীমনির মামলার পরিপ্রেক্ষিতে গত ১৫ জুন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তার বন্ধু অমিসহ পাঁচজনকে গ্রেপ্তা করা হয়। এরপর রাজধানীর বিমানবন্দর থানায় করা মাদক মামলায় সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আরও পড়ুন: পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা: প্রধান আসামি নাসিরসহ গ্রেপ্তার ৫
মামলার এজাহারে বলা হয়, গত ৮ জুন রাত সাড়ে ১১টার দিকে তার বনানীর বাসা থেকে কস্টিউম ডিজাইনার জিমি (৩০), অমি (৪০) ও বনিসহ (২০) দু’টি গাড়িতে করে তারা উত্তরার উদ্দেশে রওনা হন। পথে অমি বলে বেড়িবাঁধের ঢাকা বোট ক্লাবে তার দুই মিনিটের কাজ আছে।
অমির কথামতো তারা সবাই রাত আনুমানিক ১২টা ২০ মিনিটের দিকে ঢাকা বোট ক্লাবের সামনে গিয়ে গাড়ি দাঁড় করায়। কিন্তু বোট ক্লাব বন্ধ হয়ে যাওয়ায় অমি কোনো এক ব্যক্তির সঙ্গে ফোনে কথা বলে। তখন ঢাকা বোট ক্লাবের সিকিউরিটি গার্ডরা গেট খুলে দেয়। অমি ক্লাবের ভেতরে গিয়ে বলে এখানকার পরিবেশ অনেক সুন্দর, তোমরা নামলে নামতে পারো।
আরও পড়ুন: মাদক মামলায় নাসির ও অমি ৭ দিনের রিমান্ডে
এজাহারে আরও বলা হয়, তখন আমার ছোট বোন বনি প্রকৃতির ডাকে সাড়া দিতে বোট ক্লাবে প্রবেশ করে ও বারের কাছের টয়লেট ব্যবহার করে। টয়লেট থেকে বের হতেই এক নম্বর বিবাদী নাসির উদ্দিন মাহমুদ আমাদের ডেকে বারের ভেতরে বসার অনুরোধ করেন এবং কফি খাওয়ার প্রস্তাব দেন। আমরা বিষয়টি এড়িয়ে যেতে চাইলে অমিসহ এক নম্বর আসামি মদপানের জন্য জোর করেন। আমি মদপান করতে না চাইলে এক নম্বর আসামি জোর করে আমার মুখে মদের বোতল প্রবেশ করিয়ে মদ খাওয়ানোর চেষ্টা করেন। এতে আমি সামনের দাঁতে ও ঠোঁটে আঘাত পাই। তখন কস্টিউম ডিজাইনার জিমি নাসির উদ্দিন মাহমুদকে বাধা দিতে গেলে তাকেও মারধর করে জখম করেন।
৩ বছর আগে
পরীমনি: নাসির উদ্দিন সহ ৫ জনের বিরুদ্ধে মাদক মামলা
ঢাকা, ১৫ জুন (ইউএনবি)- পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে গ্রেপ্তারকৃত নাসির উদ্দিন মাহমুদ সহ ৫ জনের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।অন্য আসামিরা হলেন তুহিন সিদ্দিকি অমি (৩৩), নাজমা আমিন বৃষ্টি (২৪), লিপি আক্তার (১৮) ও সুমি আক্তার (১৯)।এয়ারপোর্ট থানার ডিউটি অফিসার সাব-ইন্সপেক্টর মশিউল আলম জানান মঙ্গলবার রাত ১২টা ৫ মিনিটে মামলা নথিভুক্ত করা হয়।
আরও পড়ুন: পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা: প্রধান আসামি নাসিরসহ গ্রেপ্তার ৫
তিনি বলেন, গোয়েন্দা পুলিশ (ডিবি) গুলশান জোনাল টিমের উপ-পরিদর্শক মানিক কুমার সিকদার বাদী হয়ে এ মামলা করেছেন।তাদেরকে আজ জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করে আদালতে হাজির করা হবে বলে জানিয়েছেন ডিবি পুলিশের একটি সূত্র।এর আগে চিত্র নায়িকা পরিমনির দায়ের করা সাভার থানার মামলায় সাভার থানা পুলিশ সোমবার বিকেলে তাদের গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
আরও পড়ুন: ‘ধর্ষণ-হত্যাচেষ্টার’ অভিযোগের পর সাংবাদিকদের যা বললেন পরীমণি
যেহেতু গ্রেপ্তারের সময় তাদের হেফাজত হয়েছে মাদকদ্রব্য উদ্ধার হয় সেজন্য বিমানবন্দর থানায় মামলাটি দায়ের করা হয়।
অভিযুক্ত নাসির উদ্দিনের ফেসবুক প্রোফাইল থেকে জানা যায়, তিনি কুঞ্জ ডেভেলপার্সের চেয়ারম্যান এবং উত্তরা ক্লাবের সাবেক সভাপতি।জানা যায়, গত ৯ জুন রাতে চিত্রনায়িকা পরীমনি সাভারের বিরুলিয়ার তুরাগ নদীর তীরে অবস্থিত ঢাকা বোট ক্লাবে এক ব্যক্তির সাথে যান। সেসময় তাকে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে ধর্ষণ ও হত্যার চেষ্টা করেন নাসির উদ্দিন মাহমুদ নামের এক ব্যবসায়ী।
আরও পড়ুন: নাসির উদ্দিনসহ ৬ জনের বিরুদ্ধে যৌন নির্যাতনের মামলা করলেন পরীমণি
রবিবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিচার চেয়ে একটি স্ট্যাটাস দেন তিনি। তিনি দাবি করেছেন যে ছয় জন তাকে ধর্ষণ ও হত্যার চেষ্টা করেছিল।ফেসবুক স্ট্যাটাসের পর রবিবার রাত ১০টার দিকে তিনি সাংবাদিকদের মুখোমুখী হন।সংবাদ সম্মেলনে এই নায়িকা জানান, তিনি জীবনের নিরাপত্তহীনতায় ভুগছেন। নিজ বাসায় তিনি নিজেকে নিরাপদ বোধ করছেন না।
আরও পড়ুন: আমাকে ধর্ষণ ও হত্যাচেষ্টা করা হয়েছে: পরীমণি
পরীমণি বলেন, ‘আমি সুইসাইড (আত্মহত্যা) করার মতো মেয়ে না। আজকে যদি আমি মরে যাই, সবাইকে জানাতে চাই, আমি সুইসাইড করবো না।’এই অভিনেত্রী জানান, ‘ঢাকা বোট ক্লাবে’ তাকে হেনস্থা করা এক ব্যবসায়ী নিজেকে পুলিশের আইজিপি বেনজির আহমেদের বন্ধু হিসেবে পরিচয় দেন। ওই ব্যবসায়ীর নাম ‘নাসির উদ্দিন মামুন’ বলে বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে।ঘটনার পর ভোর রাতে বনানী থানায় অভিযোগ করতে গেলে তার অভিযোগ গ্রহণ করা হয়নি বলে জানান এই অভিনেত্রী।
৩ বছর আগে
‘ধর্ষণ-হত্যাচেষ্টার’ অভিযোগের পর সাংবাদিকদের যা বললেন পরীমণি
ঢালিউডের আলোচিত নায়িকা পরীমণি তাকে ধর্ষণ ও হত্যাচেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছেন।
রবিবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে এ অভিযোগ করেন তিনি।
ঘটনার চার দিন পর ফেসবুক পোস্টের মাধ্যমে প্রধানমন্ত্রীর সহযোগিতা চান এই অভিনেত্রী।
ফেসবুক স্ট্যাটাসের পর রবিবার রাত ১০টার দিকে তিনি সাংবাদিকদের মুখোমুখী হন।
আরও পড়ুন: আমাকে ধর্ষণ ও হত্যাচেষ্টা করা হয়েছে: পরীমণি
সংবাদ সম্মেলনে এই নায়িকা জানান, তিনি জীবনের নিরাপত্তহীনতায় ভুগছেন। নিজ বাসায় তিনি নিজেকে নিরাপদ বোধ করছেন না।
পরীমনি বলেন, ‘আমি সুইসাইড (আত্মহত্যা) করার মতো মেয়ে না। আজকে যদি আমি মরে যাই, সবাইকে জানাতে চাই, আমি সুইসাইড করবো না।’
আরও পড়ুন: ফোর্বসে এশিয়ার ১০০ ডিজিটাল তারকার তালিকায় পরীমনি
এই অভিনেত্রী জানান, ‘ঢাকা বোট ক্লাবে’ তাকে হেনস্থা করা এক ব্যবসায়ী নিজেকে পুলিশের আইজিপি বেনজির আহমেদের বন্ধু হিসেবে পরিচয় দেন। ওই ব্যবসায়ীর নাম ‘নাসির ইউ মামুন’ বলে বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে।
ঘটনার পর ভোর রাতে বনানী থানায় অভিযোগ করতে গেলে তার অভিযোগ গ্রহণ করা হয়নি বলে জানান এই অভিনেত্রী। তাকে জানানো হয়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) থানায় নেই। এই অভিনেত্রীর নাম্বার রেখে দিয়ে তাকে বলা হয়, ওসি আসলে তার সাথে যোগাযোগ করা হবে।
আরও পড়ুন: ‘পরীমনি’ কঠিন কাজ সহজে করেন
কিন্তু পরীমনির দাবি, তার সাথে থানা থেকে কোনও প্রকার যোগাযোগ করা হয়নি।
এদিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আযম মিয়া জানান, তারা এই অভিনেত্রীর কোনও অভিযোগ এখনও পাননি।
৩ বছর আগে